ভূঁইয়া সফিকুল ইসলাম
চির বসন্তের দেশ শুনেছি আছে, কিয়োটো। চির যৌবনের দেশ যে আছে, আর আমি যে চিরযুবা তা ভুলেই বসেছিলাম। প্রাক্-সত্তুরে এসে দিন গণনার বেভুল মুদ্রাদোষে ঘটে গেছে এই ভুল, আপন জীবনকে জরাগ্রস্ত করে ফেলেছিলাম। আমার গানে বসন্তপঞ্চমী আছে, প্রবীণ বৃক্ষটি বহুকুঞ্জময়। সেই কুঞ্জ নিত্যকাকলিত। আমার যে চিরসখি আছে, চির-নবীন—ভুলেই গিয়েছিলাম।
তার অঞ্চলে বাতাস, চুল উড়ছে, পায়ে নূপুর। যমুনার রূপালি রৌদ্রে বাজছে নিক্বন। মন, বাঁশি বাজাও, ‘সুরে সুরে বাঁশি পুরে/তুমি আরো আরো আরো দাও তান’। তুমি তো শুধু দেহ ঘাঁটতে আসোনি, এসেছ বাঁশি বাজাতে, এসেছ জীবনের গভীরে নামতে, ভুবনে আসন পাততে।
অতএব তুমি আমৃত্যু অশেষ যৌবনা। ভুল ধারণায় বিফল কোরো না সে যৌবন। যৌবন হারায় না। যার বাস দেহে, সে দেহের সঙ্গে হারায়; যার বাস মনে—সে কেমনে জীর্ণ হয়?
কী ভুল করল মানুষ! যৌবনকে যারা বসন্তের সাথে তুলনা করল, তারা ঋতুকে চিনল, জীবন চিনল না। জীবন কোনো ঋতু নয়, শীত এলে বসন্ত যায়, কিন্তু কোনো শীত পারে না যৌবনকে হটাতে। বর্ষা-বসন্তের মতো শীত-গ্রীষ্মেও সমান দুরন্ত যৌবন।
যে প্রেম দেহ ঘেঁটে পাওনি, আজ তা গানে পাবে। বার্ধক্যই প্রকৃত প্রেমের বয়স।
চির বসন্তের দেশ শুনেছি আছে, কিয়োটো। চির যৌবনের দেশ যে আছে, আর আমি যে চিরযুবা তা ভুলেই বসেছিলাম। প্রাক্-সত্তুরে এসে দিন গণনার বেভুল মুদ্রাদোষে ঘটে গেছে এই ভুল, আপন জীবনকে জরাগ্রস্ত করে ফেলেছিলাম। আমার গানে বসন্তপঞ্চমী আছে, প্রবীণ বৃক্ষটি বহুকুঞ্জময়। সেই কুঞ্জ নিত্যকাকলিত। আমার যে চিরসখি আছে, চির-নবীন—ভুলেই গিয়েছিলাম।
তার অঞ্চলে বাতাস, চুল উড়ছে, পায়ে নূপুর। যমুনার রূপালি রৌদ্রে বাজছে নিক্বন। মন, বাঁশি বাজাও, ‘সুরে সুরে বাঁশি পুরে/তুমি আরো আরো আরো দাও তান’। তুমি তো শুধু দেহ ঘাঁটতে আসোনি, এসেছ বাঁশি বাজাতে, এসেছ জীবনের গভীরে নামতে, ভুবনে আসন পাততে।
অতএব তুমি আমৃত্যু অশেষ যৌবনা। ভুল ধারণায় বিফল কোরো না সে যৌবন। যৌবন হারায় না। যার বাস দেহে, সে দেহের সঙ্গে হারায়; যার বাস মনে—সে কেমনে জীর্ণ হয়?
কী ভুল করল মানুষ! যৌবনকে যারা বসন্তের সাথে তুলনা করল, তারা ঋতুকে চিনল, জীবন চিনল না। জীবন কোনো ঋতু নয়, শীত এলে বসন্ত যায়, কিন্তু কোনো শীত পারে না যৌবনকে হটাতে। বর্ষা-বসন্তের মতো শীত-গ্রীষ্মেও সমান দুরন্ত যৌবন।
যে প্রেম দেহ ঘেঁটে পাওনি, আজ তা গানে পাবে। বার্ধক্যই প্রকৃত প্রেমের বয়স।
গাজার সবচেয়ে সুপরিচিত ফুটবল স্টেডিয়ামটি এখন বিশৃঙ্খলায় ভরা। মাঠ ও বসার জায়গায় বাস্তুচ্যুত লোকের বন্যা। সবার পিঠে ব্যাগ আর কিছু কাপড়। কেউ অসুস্থ ব্যক্তিদের সাহায্য করছেন বা আহত আত্মীয়দের নিয়ে চলেছেন। আবার কেউ কেউ একা হাঁটছেন, খালি পায়েই হেঁটে চলেছেন।
৩ মিনিট আগেসিসা একটি নরম ধাতু। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের। এর পারমাণবিক সংখ্যা ৮২। ধাতুটি এতটাই নরম যে একটি ছুরির সাহায্যে একে কাটা যায়। সিসা কিন্তু মারাত্মক ক্ষতিকর বিষ। এই বিষের ভেতরেই বাস করছে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। বাংলাদেশের বাতাসে যেমন সিসার উপস্থিতি দেখা গেছে, তেমনি মাটিতে-পানিতেও পাওয়া গেছে...
১৭ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজের ছাত্রী পরিচয়ে দ্রুত অস্ত্রোপচারে সহায়তা করার কথা বলে পাপিয়া আক্তার রোগীর কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি যে ‘ভুয়া’ ছাত্রী, সেটি বুঝতে পেরে চিকিৎসকেরা তাঁকে আটক করেন। তিনি গ্রেপ্তার হয়েছেন। হয়তো তাঁর শাস্তিও হবে। পাপিয়া শুধু অচেনা রোগী ও তাদের স্বজনদের নয়, তাঁর স্বামীকেও ধোঁকা...
২৭ মিনিট আগেএখন রাজনীতির এক গতিময়তার সময়। শেখ হাসিনার ১৫ বছরের গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দুর্নীতিপরায়ণ শাসন ছাত্র আন্দোলনে উচ্ছেদ হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী শাসনকালে দ্রুততার সঙ্গে নানা রকম রাজনৈতিক কথাবার্তা, চিন্তা-ভাবনা, চেষ্টা-অপচেষ্টা, ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রকাশ ঘটছে।
১ দিন আগে