রাফে সাদনান আদেল
খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশে ক্যানসার-আক্রান্ত মানুষের সংখ্যা ১৫ লাখ। প্রতি বছর গড়ে অন্তত দেড় লাখ রোগী মারা যাচ্ছেন এই ব্যাধিতে। গেল দুই বছরে আমরা করোনা মহামারির সঙ্গে নিজেদের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছি। করোনা মোকাবিলায় কত শ পদক্ষেপ নিচ্ছি আমরা। কিন্তু যদি সংখ্যার হিসাবটা কষি, তবে ক্যানসারের মৃত্যুর হারটা কি আমাদের একটু ভাবায় না! মরণব্যাধিখ্যাত এই অসংক্রামক রোগ অনেকটা মহামারির মতো বিস্তার পেয়েছে। গেল দুই বছরে করোনায় দেশে মৃতের সংখ্যা প্রায় সাড়ে আটাশ হাজার।
ক্যানসারের সম্ভাব্য প্রায় সব চিকিৎসাই তো দেশে আছে। তবে কেন এই মৃত্যু থামানো যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে বিষয়গুলো সামনে এসেছে, তার প্রধানটি হলো, অবহেলা। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ও হাসপাতালগুলোর ভোগান্তি; সেই সঙ্গে চিকিৎসা ব্যয় অত্যধিক হওয়ায় আমরা সচরাচর একান্তই বাধ্য না হলে হাসপাতালে যেতে চাই না। রোগগুলো শরীরে পোক্ত না হওয়া অবধি, আমাদের একেবারে কাবু না করে ফেলা পর্যন্ত আমরা খুব একটা চিকিৎসকের কাছে যাই না। এ কারণেই আমাদের রোগ নির্ণয় সম্ভব হয় না প্রাথমিক পর্যায়ে। আর ক্যানসার এমন এক রোগ, যাকে পুরোপুরি নির্মূল করা সহজ হলো শুধুমাত্র তা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব হলেই। রোগ একেবারে ঘাঁটি গেড়ে বসলে যে তা থেকে পরিত্রাণ মেলে না, তা কিন্তু নয়। তবে সেই পথটা অনেক বন্ধুর, অনেক কঠিন। সে ক্ষেত্রে যতটা না ক্যানসার আপনাকে কাবু করবে, তার চেয়ে শতগুণ বেশি কাবু করবে এর চিকিৎসা ব্যয় বহনের টেনশন।
দ্বিতীয় যে কারণটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তা হলো, ক্যানসার চিকিৎসায় অব্যবস্থাপনা। ক্যানসার চিকিৎসায় রোগী তার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে দ্রুত। তাই কেমোথেরাপি নেওয়ার পর রোগীকে অন্তত পরের একটি সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। শরীরের নানা জটিলতাকে তখন চট জলদি সারিয়ে ফেলতে হয়। কিন্তু আমাদের দেশে ক্যানসার চিকিৎসা মানেই রোগীর দেহে কেমো কিংবা রেডিওথেরাপি দিয়ে দেওয়া। তার পরের জটিলতাগুলো আর তেমনভাবে সারিয়ে তোলার ব্যাপারে যত্নবান আমরা কেউই নই। এই অবহেলাতেও শত প্রাণ চলে যাওয়ার নজির কম নয়।
একে তো দেরিতে রোগ সম্পর্কে টের পাওয়া, তার পর তার যথার্থ চিকিৎসা শুরু করতে বা শুরু করেও বিপত্তি! যেমন ধরুন, ক্যানসারের সোর্স সার্জারির মাধ্যমে ফেলে দেবেন। বিপত্তির শুরু এখানেই। আগে কেমো দিয়ে সোর্স ছোট করে এনে সার্জারিতে যাবেন, নাকি আগে সার্জারি পরে কেমো! এর সমাধান না হয় হলো। এবার আসুন সার্জারিটা করবেন কে? দেশে কতজন পুরোদস্তুর ক্যানসার সার্জন আছেন জানেন কি? সংখ্যাটি অনেক কম! এবার আপনি সোর্স কেটে ফেলে দিলেন। কিন্তু ক্যানসার জার্ম রয়ে গেল তার সারফেসে। তখন আদতে কি আপনার সার্জারির কোনো লাভ হলো? প্রশ্নটা পাঠকদের কাছেই রইল।
এবার আসি ব্যয়ের কথায়। আমরা সবাই জানি ক্যানসার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘ সময় ধরে করতে হয়। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালগুলোতে লম্বা লাইন দিয়ে চিকিৎসা নেওয়ার একটা সুযোগ থাকছে। কিন্তু ওষুধ? কয়টা হাসপাতালে ক্যানসারের ওষুধ মেলে বিনা মূল্যে? সরকার হয়তো বরাদ্দ দিচ্ছেন। তাহলে কেন সেই ‘বিক্রির জন্য নহে’ সিল দেওয়া দামি ওষুধগুলোর দেখা মেলে ফার্মেসিতে?
সবশেষে ক্যানসার সম্পর্কিত সচেতনতা নিয়ে একটু বলি। আদতে এই ভয়ানক ব্যাধি সম্পর্কে কতজন আর ঠিকঠাক জানে? ক্যানসার আক্রান্ত পরিবারগুলো বাদে কারও কি আর জানার কোনো সুযোগ আছে? মানুষকে জানানোর জন্য আদৌ কি শক্তিশালী পদক্ষেপ আছে? আমাদের প্রাথমিক শিক্ষার বইয়ে কতটুকুই-বা জানান দেওয়া আছে এই রোগ সম্পর্কে। যে রোগ শুধুমাত্র একজনের জীবনই কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না, সেই সঙ্গে পুরো পরিবারকে মানসিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে, তা নিয়ে আমাদের সচেতনতা কতটুকু।
ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই বিশ্ব ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, বর্তমানে যেমন আছে, সেভাবেই চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৪০ লাখ মানুষ শুধু জরায়ুর ক্যানসারেই প্রাণ হারাবে! এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের। আমরা এ রোগ প্রতিরোধে এগিয়ে আসব, নাকি নির্লিপ্ত থাকব। যেখানে দ্রুত শনাক্ত হলে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে কারও মুখাপেক্ষী না হয়ে আমাদেরই জানতে হবে ক্যানসার সম্পর্কে। বিশ্ব ক্যানসার দিবসে আমাদের প্রত্যয় হোক—টিউমারসহ ক্যানসারের কোনো লক্ষণকে আমরা আর অবহেলা করব না। ক্যানসারকে শুধু জানবই না, এ বিষয়ে আমার পরিবারের মানুষকেও সচেতন করে তুলব।
লেখক: বোর্ড ডিরেক্টর, ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন
খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশে ক্যানসার-আক্রান্ত মানুষের সংখ্যা ১৫ লাখ। প্রতি বছর গড়ে অন্তত দেড় লাখ রোগী মারা যাচ্ছেন এই ব্যাধিতে। গেল দুই বছরে আমরা করোনা মহামারির সঙ্গে নিজেদের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছি। করোনা মোকাবিলায় কত শ পদক্ষেপ নিচ্ছি আমরা। কিন্তু যদি সংখ্যার হিসাবটা কষি, তবে ক্যানসারের মৃত্যুর হারটা কি আমাদের একটু ভাবায় না! মরণব্যাধিখ্যাত এই অসংক্রামক রোগ অনেকটা মহামারির মতো বিস্তার পেয়েছে। গেল দুই বছরে করোনায় দেশে মৃতের সংখ্যা প্রায় সাড়ে আটাশ হাজার।
ক্যানসারের সম্ভাব্য প্রায় সব চিকিৎসাই তো দেশে আছে। তবে কেন এই মৃত্যু থামানো যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে বিষয়গুলো সামনে এসেছে, তার প্রধানটি হলো, অবহেলা। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ও হাসপাতালগুলোর ভোগান্তি; সেই সঙ্গে চিকিৎসা ব্যয় অত্যধিক হওয়ায় আমরা সচরাচর একান্তই বাধ্য না হলে হাসপাতালে যেতে চাই না। রোগগুলো শরীরে পোক্ত না হওয়া অবধি, আমাদের একেবারে কাবু না করে ফেলা পর্যন্ত আমরা খুব একটা চিকিৎসকের কাছে যাই না। এ কারণেই আমাদের রোগ নির্ণয় সম্ভব হয় না প্রাথমিক পর্যায়ে। আর ক্যানসার এমন এক রোগ, যাকে পুরোপুরি নির্মূল করা সহজ হলো শুধুমাত্র তা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব হলেই। রোগ একেবারে ঘাঁটি গেড়ে বসলে যে তা থেকে পরিত্রাণ মেলে না, তা কিন্তু নয়। তবে সেই পথটা অনেক বন্ধুর, অনেক কঠিন। সে ক্ষেত্রে যতটা না ক্যানসার আপনাকে কাবু করবে, তার চেয়ে শতগুণ বেশি কাবু করবে এর চিকিৎসা ব্যয় বহনের টেনশন।
দ্বিতীয় যে কারণটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তা হলো, ক্যানসার চিকিৎসায় অব্যবস্থাপনা। ক্যানসার চিকিৎসায় রোগী তার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে দ্রুত। তাই কেমোথেরাপি নেওয়ার পর রোগীকে অন্তত পরের একটি সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। শরীরের নানা জটিলতাকে তখন চট জলদি সারিয়ে ফেলতে হয়। কিন্তু আমাদের দেশে ক্যানসার চিকিৎসা মানেই রোগীর দেহে কেমো কিংবা রেডিওথেরাপি দিয়ে দেওয়া। তার পরের জটিলতাগুলো আর তেমনভাবে সারিয়ে তোলার ব্যাপারে যত্নবান আমরা কেউই নই। এই অবহেলাতেও শত প্রাণ চলে যাওয়ার নজির কম নয়।
একে তো দেরিতে রোগ সম্পর্কে টের পাওয়া, তার পর তার যথার্থ চিকিৎসা শুরু করতে বা শুরু করেও বিপত্তি! যেমন ধরুন, ক্যানসারের সোর্স সার্জারির মাধ্যমে ফেলে দেবেন। বিপত্তির শুরু এখানেই। আগে কেমো দিয়ে সোর্স ছোট করে এনে সার্জারিতে যাবেন, নাকি আগে সার্জারি পরে কেমো! এর সমাধান না হয় হলো। এবার আসুন সার্জারিটা করবেন কে? দেশে কতজন পুরোদস্তুর ক্যানসার সার্জন আছেন জানেন কি? সংখ্যাটি অনেক কম! এবার আপনি সোর্স কেটে ফেলে দিলেন। কিন্তু ক্যানসার জার্ম রয়ে গেল তার সারফেসে। তখন আদতে কি আপনার সার্জারির কোনো লাভ হলো? প্রশ্নটা পাঠকদের কাছেই রইল।
এবার আসি ব্যয়ের কথায়। আমরা সবাই জানি ক্যানসার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘ সময় ধরে করতে হয়। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালগুলোতে লম্বা লাইন দিয়ে চিকিৎসা নেওয়ার একটা সুযোগ থাকছে। কিন্তু ওষুধ? কয়টা হাসপাতালে ক্যানসারের ওষুধ মেলে বিনা মূল্যে? সরকার হয়তো বরাদ্দ দিচ্ছেন। তাহলে কেন সেই ‘বিক্রির জন্য নহে’ সিল দেওয়া দামি ওষুধগুলোর দেখা মেলে ফার্মেসিতে?
সবশেষে ক্যানসার সম্পর্কিত সচেতনতা নিয়ে একটু বলি। আদতে এই ভয়ানক ব্যাধি সম্পর্কে কতজন আর ঠিকঠাক জানে? ক্যানসার আক্রান্ত পরিবারগুলো বাদে কারও কি আর জানার কোনো সুযোগ আছে? মানুষকে জানানোর জন্য আদৌ কি শক্তিশালী পদক্ষেপ আছে? আমাদের প্রাথমিক শিক্ষার বইয়ে কতটুকুই-বা জানান দেওয়া আছে এই রোগ সম্পর্কে। যে রোগ শুধুমাত্র একজনের জীবনই কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না, সেই সঙ্গে পুরো পরিবারকে মানসিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে, তা নিয়ে আমাদের সচেতনতা কতটুকু।
ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই বিশ্ব ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, বর্তমানে যেমন আছে, সেভাবেই চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৪০ লাখ মানুষ শুধু জরায়ুর ক্যানসারেই প্রাণ হারাবে! এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের। আমরা এ রোগ প্রতিরোধে এগিয়ে আসব, নাকি নির্লিপ্ত থাকব। যেখানে দ্রুত শনাক্ত হলে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে কারও মুখাপেক্ষী না হয়ে আমাদেরই জানতে হবে ক্যানসার সম্পর্কে। বিশ্ব ক্যানসার দিবসে আমাদের প্রত্যয় হোক—টিউমারসহ ক্যানসারের কোনো লক্ষণকে আমরা আর অবহেলা করব না। ক্যানসারকে শুধু জানবই না, এ বিষয়ে আমার পরিবারের মানুষকেও সচেতন করে তুলব।
লেখক: বোর্ড ডিরেক্টর, ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন
আমি দুই মাস আগেই বলেছিলাম, নভেম্বরে পরিস্থিতি খারাপ হবে। আমি সেটা দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখার মাধ্যমে তুলে ধরেছিলাম। এবারের ডেঙ্গু পরিস্থিতিটা আগের বছরগুলোর মতো না। অন্যান্য বছরে নভেম্বরের দিকে ডেঙ্গু পরিস্থিতি কমে আসতে শুরু করে।
৩ ঘণ্টা আগেআজ ১৭ নভেম্বর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুদিবস। ১৯৭৬ সালের এ দিনে তিনি এক বর্ণাঢ্য কর্মজীবনের ইতিহাস পেছনে ফেলে পরলোকগমন করেন। আজীবন সংগ্রামী ভাসানী কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার থাকার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতারও ছিলেন প্রথম প্রবক্তা।
৩ ঘণ্টা আগেসকালের আলোয় মনটা অকারণে আনমনা হয়ে যায়। মনের কোণে হঠাৎ বেজে ওঠে চেনা গানের সুর—‘কোন পুরাতন প্রাণের টানে...।’ মন ছুটে যায় সেই ছেলেবেলায়, যখন ঋতুবদল ঘটত গানের সুরেই।
৩ ঘণ্টা আগেজুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে শেখ হাসিনার দীর্ঘস্থায়ী দুঃশাসনের অবসান হয়েছে। ক্ষমতা পেয়েছে অন্তর্বর্তী এক সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন অরাজনৈতিক অথচ বিশ্বখ্যাত ব্যক্তি, বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
৩ ঘণ্টা আগে