শহীদুজ্জামান সেলিম
সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে নিজের সম্মান নিয়ে শঙ্কায় পড়ে গেছি। নানা সময়ে নানাজন গ্রেপ্তার হচ্ছে। আর ঘোষণা দেওয়া হচ্ছে—মডেল গ্রেপ্তার, অভিনেত্রী গ্রেপ্তার। এখন তো এত এত মিডিয়া। টিভি, প্রিন্ট, ওটিটি, অনলাইন, আবার শুনি টিকটক করেও নাকি মডেল হয়ে যায় অনেকেই।
এসব লোক যখন অপকর্ম করে আইনের হাতে ধরা পড়ে এবং নিজেকে মডেল বা অভিনেতা বলে পরিচয় দেয়, তখন অভিনেতা হিসেবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের সম্মান নিয়ে শঙ্কিত হয়ে পড়ি আমি। নিউজের ক্ষেত্রে আমি বলব, যাঁরা সাংবাদিকতা করেন, তাঁরা তো জানেন কার কাজের অভিজ্ঞতা কতটুকু, কে আসলেই মডেল আর কে নাম ভাঙিয়ে খায়। যদি নিউজে বলা হয়, ‘যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি নিজেকে মডেল দাবি করছেন’, তাহলেই কি বিষয়টা পরিষ্কার হয় না? নইলে অভিনেতা হিসেবে আমাদের সম্মানের যে জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গাটা ক্ষুণ্ণ হয়। এটা শুধু অভিনেতাদের বেলায়ই বলছি না, যেকোনো পেশার ক্ষেত্রে এটা সত্য।
সংবাদ পরিবেশনেও আমাদের আরও সংবেদনশীল হওয়া উচিত। সতর্ক হওয়া উচিত। এই যে এখন একজন অভিনেত্রী গ্রেপ্তার হওয়া নিয়ে মিডিয়া যেভাবে সংবাদ পরিবেশনে বাড়াবাড়ি করছে, সেটা চোখে লাগে। আমাদের এত সুন্দর একটা দেশ, এত এত সাফল্য, কত উন্নয়নকাজ হচ্ছে, সেসব নিয়েই তো বড় নিউজ হতে পারে।
আরেকটা বিষয় না বলে পারছি না। কেউ একজন গ্রেপ্তার হচ্ছেন, তিনি কতটা দোষ করেছেন, তাঁর শাস্তি কী হওয়া উচিত—এ রায় দেবেন আদালত। আমরা ওই ট্রায়াল না করে মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি। আদালতের রায়ের আগেই মানুষজন যেভাবে গ্রেপ্তার হওয়া মানুষটাকে অপমানিত করছে, তাতে গ্রেপ্তারের দিন থেকেই তিনি শাস্তি পেতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো যেসব কাণ্ড ঘটে, তা বলার অপেক্ষা রাখে না। কাজেই আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।
সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে নিজের সম্মান নিয়ে শঙ্কায় পড়ে গেছি। নানা সময়ে নানাজন গ্রেপ্তার হচ্ছে। আর ঘোষণা দেওয়া হচ্ছে—মডেল গ্রেপ্তার, অভিনেত্রী গ্রেপ্তার। এখন তো এত এত মিডিয়া। টিভি, প্রিন্ট, ওটিটি, অনলাইন, আবার শুনি টিকটক করেও নাকি মডেল হয়ে যায় অনেকেই।
এসব লোক যখন অপকর্ম করে আইনের হাতে ধরা পড়ে এবং নিজেকে মডেল বা অভিনেতা বলে পরিচয় দেয়, তখন অভিনেতা হিসেবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের সম্মান নিয়ে শঙ্কিত হয়ে পড়ি আমি। নিউজের ক্ষেত্রে আমি বলব, যাঁরা সাংবাদিকতা করেন, তাঁরা তো জানেন কার কাজের অভিজ্ঞতা কতটুকু, কে আসলেই মডেল আর কে নাম ভাঙিয়ে খায়। যদি নিউজে বলা হয়, ‘যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি নিজেকে মডেল দাবি করছেন’, তাহলেই কি বিষয়টা পরিষ্কার হয় না? নইলে অভিনেতা হিসেবে আমাদের সম্মানের যে জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গাটা ক্ষুণ্ণ হয়। এটা শুধু অভিনেতাদের বেলায়ই বলছি না, যেকোনো পেশার ক্ষেত্রে এটা সত্য।
সংবাদ পরিবেশনেও আমাদের আরও সংবেদনশীল হওয়া উচিত। সতর্ক হওয়া উচিত। এই যে এখন একজন অভিনেত্রী গ্রেপ্তার হওয়া নিয়ে মিডিয়া যেভাবে সংবাদ পরিবেশনে বাড়াবাড়ি করছে, সেটা চোখে লাগে। আমাদের এত সুন্দর একটা দেশ, এত এত সাফল্য, কত উন্নয়নকাজ হচ্ছে, সেসব নিয়েই তো বড় নিউজ হতে পারে।
আরেকটা বিষয় না বলে পারছি না। কেউ একজন গ্রেপ্তার হচ্ছেন, তিনি কতটা দোষ করেছেন, তাঁর শাস্তি কী হওয়া উচিত—এ রায় দেবেন আদালত। আমরা ওই ট্রায়াল না করে মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি। আদালতের রায়ের আগেই মানুষজন যেভাবে গ্রেপ্তার হওয়া মানুষটাকে অপমানিত করছে, তাতে গ্রেপ্তারের দিন থেকেই তিনি শাস্তি পেতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো যেসব কাণ্ড ঘটে, তা বলার অপেক্ষা রাখে না। কাজেই আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।
যেকোনো সামাজিক বিষয় বা সামাজিক সমস্যা নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন কখনো কখনো তত্ত্ব দিয়ে তার ব্যাখ্যা করি, আবার কখনো কখনো বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সে বিষয় বা সমস্যার বিশ্লেষণ করি। তাত্ত্বিক ব্যাখ্যা...
১১ ঘণ্টা আগেগাজার সবচেয়ে সুপরিচিত ফুটবল স্টেডিয়ামটি এখন বিশৃঙ্খলায় ভরা। মাঠ ও বসার জায়গায় বাস্তুচ্যুত লোকের বন্যা। সবার পিঠে ব্যাগ আর কিছু কাপড়। কেউ অসুস্থ ব্যক্তিদের সাহায্য করছেন বা আহত আত্মীয়দের নিয়ে চলেছেন। আবার কেউ কেউ একা হাঁটছেন, খালি পায়েই হেঁটে চলেছেন।
১১ ঘণ্টা আগেসিসা একটি নরম ধাতু। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের। এর পারমাণবিক সংখ্যা ৮২। ধাতুটি এতটাই নরম যে একটি ছুরির সাহায্যে একে কাটা যায়। সিসা কিন্তু মারাত্মক ক্ষতিকর বিষ। এই বিষের ভেতরেই বাস করছে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। বাংলাদেশের বাতাসে যেমন সিসার উপস্থিতি দেখা গেছে, তেমনি মাটিতে-পানিতেও পাওয়া গেছে...
১১ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজের ছাত্রী পরিচয়ে দ্রুত অস্ত্রোপচারে সহায়তা করার কথা বলে পাপিয়া আক্তার রোগীর কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি যে ‘ভুয়া’ ছাত্রী, সেটি বুঝতে পেরে চিকিৎসকেরা তাঁকে আটক করেন। তিনি গ্রেপ্তার হয়েছেন। হয়তো তাঁর শাস্তিও হবে। পাপিয়া শুধু অচেনা রোগী ও তাদের স্বজনদের নয়, তাঁর স্বামীকেও ধোঁকা...
১১ ঘণ্টা আগে