কলকাতা সংবাদদাতা
নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২০তম সীমান্ত সমন্বয় সম্মেলন। দুই দেশের সীমান্তে নিরাপত্তা, ব্যবস্থাপনা ও অপরাধ নিয়ন্ত্রণে উভয় পক্ষ থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৫ জুন সম্মেলনের শেষ দিনে আইএসজি বিএসএফ-এরিয়া কমান্ডার বিজিবির নেতৃত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
চার দিনব্যাপী এই সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছিল গত ২২ জুন। চলতি এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ১১ সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের পক্ষ থেকে ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। ভারতের পক্ষে ছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত বিএসএফ আয়ুষ মণি তিওয়ারি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সীমান্ত ব্যবস্থাপনায়। উভয় দেশ বুঝতে পেরেছে যে, সীমান্তের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, যাতে অবৈধ কার্যকলাপ বন্ধ করা যায় এবং উভয় দেশের মানুষ নিরাপদ বোধ করে।
এ ছাড়া বিজিবি ও বিএসএফ উভয় পক্ষ স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে, সেই সব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একসঙ্গে টহল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে উভয় পক্ষের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে এবং অপরাধ প্রতিরোধে সহায়তা করবে।
এই সম্মেলনে অপারেশনাল দক্ষতা বাড়ানোর জন্য রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে উভয় দেশের বাহিনী সীমান্তে অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে সময়মতো তথ্য পেতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম হবে।
সীমান্তে অবৈধভাবে পারাপারের প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিজিবি ও বিএসএফ একাধিক বিষয়ে ঐকমত্য হয়ে একে আনুষ্ঠানিক রূপ দিতে যৌথ আলোচনার রেকর্ডে স্বাক্ষর করেছে।
বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ সম্মেলনের আয়োজন এবং আলোচনা সফল করার জন্য বিএসএফ প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা পারস্পরিক স্বার্থের বিষয়ে ঐকমত্যের সঙ্গে সফলভাবে সমাপ্ত হয়।
এই সম্মেলনে বিএসএফের নেতৃত্বদানকারী আয়ুষ মণি তিওয়ারি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা ও সহযোগিতা বাড়াতে আমাদের উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা নিশ্চিত যে এই আলোচনার ফলে সীমান্ত অপরাধ বন্ধ হবে এবং উভয় দেশের নিরাপত্তা জোরদার হবে।’
নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২০তম সীমান্ত সমন্বয় সম্মেলন। দুই দেশের সীমান্তে নিরাপত্তা, ব্যবস্থাপনা ও অপরাধ নিয়ন্ত্রণে উভয় পক্ষ থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৫ জুন সম্মেলনের শেষ দিনে আইএসজি বিএসএফ-এরিয়া কমান্ডার বিজিবির নেতৃত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
চার দিনব্যাপী এই সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছিল গত ২২ জুন। চলতি এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ১১ সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের পক্ষ থেকে ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। ভারতের পক্ষে ছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত বিএসএফ আয়ুষ মণি তিওয়ারি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সীমান্ত ব্যবস্থাপনায়। উভয় দেশ বুঝতে পেরেছে যে, সীমান্তের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, যাতে অবৈধ কার্যকলাপ বন্ধ করা যায় এবং উভয় দেশের মানুষ নিরাপদ বোধ করে।
এ ছাড়া বিজিবি ও বিএসএফ উভয় পক্ষ স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে, সেই সব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একসঙ্গে টহল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে উভয় পক্ষের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে এবং অপরাধ প্রতিরোধে সহায়তা করবে।
এই সম্মেলনে অপারেশনাল দক্ষতা বাড়ানোর জন্য রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে উভয় দেশের বাহিনী সীমান্তে অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে সময়মতো তথ্য পেতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম হবে।
সীমান্তে অবৈধভাবে পারাপারের প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিজিবি ও বিএসএফ একাধিক বিষয়ে ঐকমত্য হয়ে একে আনুষ্ঠানিক রূপ দিতে যৌথ আলোচনার রেকর্ডে স্বাক্ষর করেছে।
বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ সম্মেলনের আয়োজন এবং আলোচনা সফল করার জন্য বিএসএফ প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা পারস্পরিক স্বার্থের বিষয়ে ঐকমত্যের সঙ্গে সফলভাবে সমাপ্ত হয়।
এই সম্মেলনে বিএসএফের নেতৃত্বদানকারী আয়ুষ মণি তিওয়ারি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা ও সহযোগিতা বাড়াতে আমাদের উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা নিশ্চিত যে এই আলোচনার ফলে সীমান্ত অপরাধ বন্ধ হবে এবং উভয় দেশের নিরাপত্তা জোরদার হবে।’
কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
২ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৩ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
৩ ঘণ্টা আগে