নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিচার্ড ম্যাককরমিক আজ রোববার সন্ধ্যায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।
ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তাঁদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি জানিয়েছেন, তাঁরা প্রধানত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলাপ করেছেন।
বৈঠকে অনেকের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুই কংগ্রেসম্যান মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বুঝতে চেয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো সুযোগ আছে কি না।’ তবে দুই মার্কিন রাজনীতিক নিজেরা কোনো মন্তব্য করেননি বলে জানান তিনি।
বৈঠকে ছিলেন আর্টিকেল ১৯–এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সালও। তিনি সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে হলে কী করা দরকার, সে বিষয়গুলো আলোচনায় এসেছে। নির্বাচন প্রসঙ্গ এর মধ্যে একটি।’
ফারুক ফয়সাল বলেন, ‘তাঁরা জানতে চেয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল কি না? বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন কংগ্রেসম্যানদের জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল। এখন তা সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে কি না, কংগ্রেসম্যানদের এমন প্রশ্নে কয়েকজন জানান, সেটা রাজনৈতিক দলগুলো ভালো বলতে পারবে।’
বৈঠকে আরও ছিলেন— দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী নারীনেত্রী শিরিন হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রেজওয়ানা হাসান, সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক টিভি টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান এবং মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান প্রমুখ।
চার দিনের সফরে দুই কংগ্রেসম্যান গতকাল শনিবার ঢাকায় পৌঁছান। আজ নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের আগে তাঁরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী বিএনপি ও জাতীয় পার্টি এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিচার্ড ম্যাককরমিক আজ রোববার সন্ধ্যায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।
ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তাঁদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি জানিয়েছেন, তাঁরা প্রধানত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলাপ করেছেন।
বৈঠকে অনেকের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুই কংগ্রেসম্যান মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বুঝতে চেয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো সুযোগ আছে কি না।’ তবে দুই মার্কিন রাজনীতিক নিজেরা কোনো মন্তব্য করেননি বলে জানান তিনি।
বৈঠকে ছিলেন আর্টিকেল ১৯–এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সালও। তিনি সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে হলে কী করা দরকার, সে বিষয়গুলো আলোচনায় এসেছে। নির্বাচন প্রসঙ্গ এর মধ্যে একটি।’
ফারুক ফয়সাল বলেন, ‘তাঁরা জানতে চেয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল কি না? বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন কংগ্রেসম্যানদের জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল। এখন তা সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে কি না, কংগ্রেসম্যানদের এমন প্রশ্নে কয়েকজন জানান, সেটা রাজনৈতিক দলগুলো ভালো বলতে পারবে।’
বৈঠকে আরও ছিলেন— দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী নারীনেত্রী শিরিন হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রেজওয়ানা হাসান, সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক টিভি টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান এবং মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান প্রমুখ।
চার দিনের সফরে দুই কংগ্রেসম্যান গতকাল শনিবার ঢাকায় পৌঁছান। আজ নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের আগে তাঁরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী বিএনপি ও জাতীয় পার্টি এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৫ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৬ ঘণ্টা আগে