নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান সাংবাদিকদের এ কথা বলেছেন।
ইসি মো. আনিছুর রহমান বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে বলেও জানান ইসি মো. আনিছুর রহমান।
গত ১৩ ডিসেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা যাওয়ার পর এ পদটি শূন্য হয়। আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হয়। সে অনুযায়ী আগামী ১১ মার্চের মধ্যে উপনির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
এর আগে গতকাল রোববার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ময়মনসিংহ সিটি করপোরেশনে নির্বাচন ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
এ দিন তিনি বলেন, ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন ওইভাবেই ফাইল অনুমোদন দিয়েছে। যেকোনো সময় এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
এর আগে, ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। এরপর ১৬ অক্টোবর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৯ সালের ২৫ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ৫ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা থাকলেও এই সিটির প্রথম ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়। ২০১৯ সালের ওই ভোটে কেবল কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হয়।
জানা যায়, ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসী ইভিএমের মাধ্যমে ভোট দেন।
এ ছাড়া ওই দিন বেশ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান অশোক কুমার দেবনাথ।
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান সাংবাদিকদের এ কথা বলেছেন।
ইসি মো. আনিছুর রহমান বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে বলেও জানান ইসি মো. আনিছুর রহমান।
গত ১৩ ডিসেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা যাওয়ার পর এ পদটি শূন্য হয়। আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হয়। সে অনুযায়ী আগামী ১১ মার্চের মধ্যে উপনির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
এর আগে গতকাল রোববার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ময়মনসিংহ সিটি করপোরেশনে নির্বাচন ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
এ দিন তিনি বলেন, ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন ওইভাবেই ফাইল অনুমোদন দিয়েছে। যেকোনো সময় এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
এর আগে, ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। এরপর ১৬ অক্টোবর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৯ সালের ২৫ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ৫ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা থাকলেও এই সিটির প্রথম ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়। ২০১৯ সালের ওই ভোটে কেবল কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হয়।
জানা যায়, ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসী ইভিএমের মাধ্যমে ভোট দেন।
এ ছাড়া ওই দিন বেশ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান অশোক কুমার দেবনাথ।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৪ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৫ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৬ ঘণ্টা আগে