নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনে এনআইডি নিয়ে আবেদনগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। আর ঝুলে থাকা আবেদনগুলো দুই মাসের মধ্যে শেষ করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে মন্ত্রী মোজাম্মেল বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এনআইডির নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি দিনে ৫০০ এনআইডি করার সীমা তুলে দিয়ে ক্যাপাসিটি বাড়াতে হবে। কারণ অনেক মানুষের আবেদন পেন্ডিং আছে। সর্বোচ্চ এক মাসের মধ্যে এনআইডি করে দিতে হবে। কোনো কারণে এনআইডি দেওয়া সম্ভব না হলে কী কারণে দেওয়া যাচ্ছে না তাও এক মাসের মধ্যে লিখিতভাবে জানিয়ে দিতে হবে। নাগরিকেরা ভোগান্তিতে পড়ছেন। করোনার অজুহাত দেওয়া যাবে না, অফিস বন্ধের কথা বলা যাবে না। কারণ এখন বাড়ি বসে কাজ করা যায়।’
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা তৈরি করা এবং ভোট কাজ পরিচালনা করা। কোনো দেশে এনআইডির কাজ নির্বাচন কমিশন করে না। খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে এনআইডি নিবন্ধনের কাজ করতে পারে সেই প্রক্রিয়া চলছে। এরপর পেন্ডিং কাজগুলো দুই মাসের মধ্যে শেষ করতে হবে। আমরা জবাবদিহিতামূলক কার্যক্রম চালু করতে চাই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে এনআইডির নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে পদক্ষেপ নিতে সুরক্ষা সেবা বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবকে চিঠি দিয়েছে তাঁরা।
মন্ত্রিপরিষদ বিভাগ তাঁদের চিঠিতে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বের মধ্যে জাতীয় নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করার জন্য রুলস অব বিজনেস অনুসরণ করে এ সংক্রান্ত পরিপত্র অনুযায়ী একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলেছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনে ‘নির্বাচন কমিশন’ এর পরিবর্তে ‘সরকার’ শব্দ অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচন কমিশন ২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে। বর্তমানে দেশের ১১ কোটি ১৭ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছে।
২০১০ সালে ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ গঠন করা হয়। জাতীয় পরিচয় নিবন্ধন আইনে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা ও এখতিয়ার নির্বাচন কমিশনকে দেওয়া আছে। নির্বাচন কমিশন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি এর তথ্য-উপাত্ত সংশোধনের কাজও করে।
পাসপোর্ট নিয়ে মানুষের ভোগান্তির বিষয়ে এক প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পাসপোর্ট ডিজি ও সচিবকে এগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছি। এরপর তাঁরা আগামী মিটিংয়ে আমাদের প্রতিবেদন দেবে।
ঢাকা: জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনে এনআইডি নিয়ে আবেদনগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। আর ঝুলে থাকা আবেদনগুলো দুই মাসের মধ্যে শেষ করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে মন্ত্রী মোজাম্মেল বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এনআইডির নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি দিনে ৫০০ এনআইডি করার সীমা তুলে দিয়ে ক্যাপাসিটি বাড়াতে হবে। কারণ অনেক মানুষের আবেদন পেন্ডিং আছে। সর্বোচ্চ এক মাসের মধ্যে এনআইডি করে দিতে হবে। কোনো কারণে এনআইডি দেওয়া সম্ভব না হলে কী কারণে দেওয়া যাচ্ছে না তাও এক মাসের মধ্যে লিখিতভাবে জানিয়ে দিতে হবে। নাগরিকেরা ভোগান্তিতে পড়ছেন। করোনার অজুহাত দেওয়া যাবে না, অফিস বন্ধের কথা বলা যাবে না। কারণ এখন বাড়ি বসে কাজ করা যায়।’
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা তৈরি করা এবং ভোট কাজ পরিচালনা করা। কোনো দেশে এনআইডির কাজ নির্বাচন কমিশন করে না। খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে এনআইডি নিবন্ধনের কাজ করতে পারে সেই প্রক্রিয়া চলছে। এরপর পেন্ডিং কাজগুলো দুই মাসের মধ্যে শেষ করতে হবে। আমরা জবাবদিহিতামূলক কার্যক্রম চালু করতে চাই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে এনআইডির নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে পদক্ষেপ নিতে সুরক্ষা সেবা বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবকে চিঠি দিয়েছে তাঁরা।
মন্ত্রিপরিষদ বিভাগ তাঁদের চিঠিতে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বের মধ্যে জাতীয় নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করার জন্য রুলস অব বিজনেস অনুসরণ করে এ সংক্রান্ত পরিপত্র অনুযায়ী একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলেছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনে ‘নির্বাচন কমিশন’ এর পরিবর্তে ‘সরকার’ শব্দ অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচন কমিশন ২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে। বর্তমানে দেশের ১১ কোটি ১৭ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছে।
২০১০ সালে ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ গঠন করা হয়। জাতীয় পরিচয় নিবন্ধন আইনে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা ও এখতিয়ার নির্বাচন কমিশনকে দেওয়া আছে। নির্বাচন কমিশন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি এর তথ্য-উপাত্ত সংশোধনের কাজও করে।
পাসপোর্ট নিয়ে মানুষের ভোগান্তির বিষয়ে এক প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পাসপোর্ট ডিজি ও সচিবকে এগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছি। এরপর তাঁরা আগামী মিটিংয়ে আমাদের প্রতিবেদন দেবে।
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৫ ঘণ্টা আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৬ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
১০ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১৬ ঘণ্টা আগে