নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চালু হওয়ার পরে চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। ওই মাসের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার পর চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। গত এপ্রিল মাসে ৭১ কোটি ১৩ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালু করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ণ কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের পৃথক দুটি প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ৭৩৯ দশমিক ৭১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ২৮০ দশমিক ২৮ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে এবং ১ হাজার ৩০৭ দশমিক ৭৮ কিলোমিটার রেললাইন পুনর্বাসন করা হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে। বাংলাদেশ রেলওয়ের ২০২২-২৩ অর্থবছরের এডিপি অন্তর্ভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাতটি জেলা (কক্সবাজার, নড়াইল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও বাগেরহাট) রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের যেসব প্রকল্পের সমীক্ষা শেষ করা হয়েছে, তার আওতায় রেলপথ নির্মিত হলে আটটি জেলা (সাতক্ষীরা, বরিশাল, রাঙামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর) রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হবে। মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের ৩০ বছর মেয়াদি হালনাগাদকৃত মাস্টারপ্ল্যান (২০১৬-৪৫) বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি রেলওয়ে নেটওয়ার্ক আওতায় আসবে।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ২০২২-২৩ অর্থবছরে রেলের প্রকৃত পরিচালন ব্যয় ২ হাজার ৮২২ কোটি টাকা। এ অর্থ বছরে রেলের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা হবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।
তবে মন্ত্রী এও জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে রেলওয়ের পরিচালন ব্যয় ৩ হাজার ৮৬৫ কোটি টাকা। অতিরিক্ত ১ হাজার ৪৩ কোটি পেনশন, রেলওয়ে পরিচালিত স্কুল ও হাসপাতালের ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত।
সরকারদলীয় এমপি হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ২০২২ সালের জুলাই হতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২২১ দশমিক ৬৪৬২ একর রেলভূমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধার চলমান প্রক্রিয়া বলেও জানান রেলপথ মন্ত্রী।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিশ্বের ১৩৫টি দেশে প্রতিবছর ৭ লাখ ৫০ টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে। রপ্তানিকারক দেশের মধ্যে উল্লেখযোগ্য ভারতে প্রতিবছর প্রায় ৮০ হাজার, ইরানে ৬০ হাজার, চীনে ৮০ হাজার, মিসরে ৪০ হাজার, ইন্দোনেশিয়া ৩০ হাজার, উজবেকিস্তানে ৫ হাজার টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা জানান, সারা দেশে মহিলা অধিদপ্তরের আওতায় ২০ হাজার ৪৫৪টি নিবন্ধিত মহিলা সমিতি রয়েছে।
চালু হওয়ার পরে চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। ওই মাসের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার পর চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। গত এপ্রিল মাসে ৭১ কোটি ১৩ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালু করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ণ কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের পৃথক দুটি প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ৭৩৯ দশমিক ৭১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ২৮০ দশমিক ২৮ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে এবং ১ হাজার ৩০৭ দশমিক ৭৮ কিলোমিটার রেললাইন পুনর্বাসন করা হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে। বাংলাদেশ রেলওয়ের ২০২২-২৩ অর্থবছরের এডিপি অন্তর্ভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাতটি জেলা (কক্সবাজার, নড়াইল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও বাগেরহাট) রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের যেসব প্রকল্পের সমীক্ষা শেষ করা হয়েছে, তার আওতায় রেলপথ নির্মিত হলে আটটি জেলা (সাতক্ষীরা, বরিশাল, রাঙামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর) রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হবে। মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের ৩০ বছর মেয়াদি হালনাগাদকৃত মাস্টারপ্ল্যান (২০১৬-৪৫) বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি রেলওয়ে নেটওয়ার্ক আওতায় আসবে।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ২০২২-২৩ অর্থবছরে রেলের প্রকৃত পরিচালন ব্যয় ২ হাজার ৮২২ কোটি টাকা। এ অর্থ বছরে রেলের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা হবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।
তবে মন্ত্রী এও জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে রেলওয়ের পরিচালন ব্যয় ৩ হাজার ৮৬৫ কোটি টাকা। অতিরিক্ত ১ হাজার ৪৩ কোটি পেনশন, রেলওয়ে পরিচালিত স্কুল ও হাসপাতালের ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত।
সরকারদলীয় এমপি হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ২০২২ সালের জুলাই হতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২২১ দশমিক ৬৪৬২ একর রেলভূমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধার চলমান প্রক্রিয়া বলেও জানান রেলপথ মন্ত্রী।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিশ্বের ১৩৫টি দেশে প্রতিবছর ৭ লাখ ৫০ টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে। রপ্তানিকারক দেশের মধ্যে উল্লেখযোগ্য ভারতে প্রতিবছর প্রায় ৮০ হাজার, ইরানে ৬০ হাজার, চীনে ৮০ হাজার, মিসরে ৪০ হাজার, ইন্দোনেশিয়া ৩০ হাজার, উজবেকিস্তানে ৫ হাজার টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা জানান, সারা দেশে মহিলা অধিদপ্তরের আওতায় ২০ হাজার ৪৫৪টি নিবন্ধিত মহিলা সমিতি রয়েছে।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৪ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৫ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৬ ঘণ্টা আগে