নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নির্বাচন। নির্বাচনের আগে আলোচনায় উঠে এসেছে সংগঠনটির বর্তমান কমিটির নানা আর্থিক অনিয়মের বিষয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুম প্ল্যাটফর্মে আয়োজিত একটি ই-কমার্স সম্মেলনে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচের অনিয়মের বিষয়টি।
জানা গেছে, গত বছর ১১ এপ্রিল অনলাইন প্ল্যাটফর্ম জুমে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ আয়োজন করে ই-ক্যাব। ওই আয়োজনে বিদেশি অতিথি আমন্ত্রণ, অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, পাবলিক রিলেশনসহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচ দেখানো হয়। ই–ক্যাবের বেশ কয়েকজন সদস্য বলছেন, জুমে আয়োজিত এই সভায় কোনোভাবেই এত খরচ হতে পারে না। এ বিষয়ে ই–ক্যাবের সর্বশেষ এজিএমেও প্রশ্নের সম্মুখীন হন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
এ বিষয়ে জানতে আবদুল ওয়াহেদ তমালের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংগঠনের সভাপতি শমী কায়সার বলেন, ৫০ হাজার বা এক লাখ টাকার অনিয়মের অভিযোগ আসতেই পারে ৷ যারা এসব অভিযোগ করছেন তাঁরা যে বিশাল অঙ্কের অনিয়মে জড়াবেন না, তার নিশ্চয়তা তারা দিতে পারবেন কিনা এমন প্রশ্নও করেন তিনি।
এ বিষয়ে এ বারের নির্বাচনে শমী কায়সারের প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘ঐক্যে’র নেতৃত্বে থাকা আব্দুল আজিজ বলেন, আমি কারও সমালোচনা করতে চাই না। তবে যে কোনো সংগঠনেই স্বচ্ছতা, জবাবদিহি থাকা জরুরি। এ জন্যই আমরা এবার নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা চাই পরবর্তীতে যেন এমন কোনো অভিযোগ না ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কমিটির এক সদস্য বলেন, ‘নির্বাচন হচ্ছে বলে এত অভিযোগ সামনে আনা হচ্ছে। যারা অভিযোগ করছেন তাঁরা একসময় ই–ক্যাব নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করত। এখন ই–ক্যাব বড় সংগঠন হয়েছে, ই–ক্যাবের টাকা হয়েছে, এখন তাঁরা এখানে নির্বাচন করতে এসেছেন। এত দিন এদের কারও খোঁজও পাওয়া যায়নি।’
উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এতে অংশ নিচ্ছেন ৩১ জন প্রার্থী। এই নির্বাচনের মাধ্যমে ৯ জন পরিচালক নির্বাচিত হবেন। ই–ক্যাবের সদস্য প্রায় ১৭ শ। তবে এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৭৯৫ জন।
আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নির্বাচন। নির্বাচনের আগে আলোচনায় উঠে এসেছে সংগঠনটির বর্তমান কমিটির নানা আর্থিক অনিয়মের বিষয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুম প্ল্যাটফর্মে আয়োজিত একটি ই-কমার্স সম্মেলনে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচের অনিয়মের বিষয়টি।
জানা গেছে, গত বছর ১১ এপ্রিল অনলাইন প্ল্যাটফর্ম জুমে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ আয়োজন করে ই-ক্যাব। ওই আয়োজনে বিদেশি অতিথি আমন্ত্রণ, অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, পাবলিক রিলেশনসহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচ দেখানো হয়। ই–ক্যাবের বেশ কয়েকজন সদস্য বলছেন, জুমে আয়োজিত এই সভায় কোনোভাবেই এত খরচ হতে পারে না। এ বিষয়ে ই–ক্যাবের সর্বশেষ এজিএমেও প্রশ্নের সম্মুখীন হন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
এ বিষয়ে জানতে আবদুল ওয়াহেদ তমালের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংগঠনের সভাপতি শমী কায়সার বলেন, ৫০ হাজার বা এক লাখ টাকার অনিয়মের অভিযোগ আসতেই পারে ৷ যারা এসব অভিযোগ করছেন তাঁরা যে বিশাল অঙ্কের অনিয়মে জড়াবেন না, তার নিশ্চয়তা তারা দিতে পারবেন কিনা এমন প্রশ্নও করেন তিনি।
এ বিষয়ে এ বারের নির্বাচনে শমী কায়সারের প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘ঐক্যে’র নেতৃত্বে থাকা আব্দুল আজিজ বলেন, আমি কারও সমালোচনা করতে চাই না। তবে যে কোনো সংগঠনেই স্বচ্ছতা, জবাবদিহি থাকা জরুরি। এ জন্যই আমরা এবার নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা চাই পরবর্তীতে যেন এমন কোনো অভিযোগ না ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কমিটির এক সদস্য বলেন, ‘নির্বাচন হচ্ছে বলে এত অভিযোগ সামনে আনা হচ্ছে। যারা অভিযোগ করছেন তাঁরা একসময় ই–ক্যাব নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করত। এখন ই–ক্যাব বড় সংগঠন হয়েছে, ই–ক্যাবের টাকা হয়েছে, এখন তাঁরা এখানে নির্বাচন করতে এসেছেন। এত দিন এদের কারও খোঁজও পাওয়া যায়নি।’
উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এতে অংশ নিচ্ছেন ৩১ জন প্রার্থী। এই নির্বাচনের মাধ্যমে ৯ জন পরিচালক নির্বাচিত হবেন। ই–ক্যাবের সদস্য প্রায় ১৭ শ। তবে এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৭৯৫ জন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৪ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৬ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৭ ঘণ্টা আগে