নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেতনভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. নুর নবী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারা দেশে স্থানীয়ভাবে কর্মসূচি পালিত হলেও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডা. মো. নুর নবী বলেন, ‘আমরা গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে দাবি জানাই। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। এ ছাড়া দেশে ভুটানের রাজা এসেছেন। এই সময়ে এ ধরনের কর্মসূচি অন্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সার্বিক বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
এদিকে রাজধানীতে কর্মসূচি স্থগিত হলেও বরিশালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মসূচিতে নামেন আন্দোলনরত। তাদের দাবিগুলো হলো-পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার করা এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করা। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করা, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করা। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা।
এ সময় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডা. নুসরাত সুলতানা বলেন, ‘আমাদের কিছু দাবিদাওয়া আগে থেকেই ছিল সেগুলো পূরণের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আমরা বাধ্য হয়েই দাঁড়িয়েছি। সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা কথা বলেছিলাম। কিন্তু আমরা দেখলাম ন্যূনতম দাবিগুলো পূরণ হচ্ছে না, তখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
এদিকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে ব্যাহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের জরুরি বিভাগে বারান্দায় চিকিৎসাধীন আছিয়া খাতুন বলেন, ‘চিকিৎসকেরা দেখতে আসছেন না। শুনছি তাদের নাকি আন্দোলন চলছে। সে কারণে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না।’
বরিশাল, ময়মনসিংহের মতো হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন-আমরা আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল, ময়মনসিংহ ও হবিগঞ্জ প্রতিনিধি।)
বেতনভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. নুর নবী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারা দেশে স্থানীয়ভাবে কর্মসূচি পালিত হলেও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডা. মো. নুর নবী বলেন, ‘আমরা গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে দাবি জানাই। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। এ ছাড়া দেশে ভুটানের রাজা এসেছেন। এই সময়ে এ ধরনের কর্মসূচি অন্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সার্বিক বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
এদিকে রাজধানীতে কর্মসূচি স্থগিত হলেও বরিশালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মসূচিতে নামেন আন্দোলনরত। তাদের দাবিগুলো হলো-পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার করা এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করা। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করা, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করা। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা।
এ সময় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডা. নুসরাত সুলতানা বলেন, ‘আমাদের কিছু দাবিদাওয়া আগে থেকেই ছিল সেগুলো পূরণের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আমরা বাধ্য হয়েই দাঁড়িয়েছি। সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা কথা বলেছিলাম। কিন্তু আমরা দেখলাম ন্যূনতম দাবিগুলো পূরণ হচ্ছে না, তখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
এদিকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে ব্যাহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের জরুরি বিভাগে বারান্দায় চিকিৎসাধীন আছিয়া খাতুন বলেন, ‘চিকিৎসকেরা দেখতে আসছেন না। শুনছি তাদের নাকি আন্দোলন চলছে। সে কারণে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না।’
বরিশাল, ময়মনসিংহের মতো হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন-আমরা আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল, ময়মনসিংহ ও হবিগঞ্জ প্রতিনিধি।)
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৩ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৪ ঘণ্টা আগে