নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতি দিয়ে এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ।
ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (সম্প্রতি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় বদলী) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, কলেজ ছাত্রী মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেজন্য গত ১৯ জুলাই তাঁকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের ছেলে আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে-এ কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত উদ্ধারকৃত বিভিন্ন আলামত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। এ কারণে আনভীরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে মুনিয়া আত্মহত্যা করেছেন সেটাও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চাঞ্চল্যকর এই মামলায় গত ১৯ জুলাই অনেকটা গোপনীয়ভাবেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আজ ঘটনাটি জানাজানি হওয়ার পর, আদালত সংশ্লিষ্ট কেউ এ সম্পর্কে কোন কিছু জানাচ্ছেন না।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর তার ফোন বন্ধ রেখেছেন। ডিসি (প্রসিকিউশন) জাফর হোসেনকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার বন্ধের আগের দিন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরে ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া আগামী ২৯ জুলাই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।
মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতি দিয়ে এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ।
ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (সম্প্রতি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় বদলী) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, কলেজ ছাত্রী মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেজন্য গত ১৯ জুলাই তাঁকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের ছেলে আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে-এ কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত উদ্ধারকৃত বিভিন্ন আলামত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। এ কারণে আনভীরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে মুনিয়া আত্মহত্যা করেছেন সেটাও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চাঞ্চল্যকর এই মামলায় গত ১৯ জুলাই অনেকটা গোপনীয়ভাবেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আজ ঘটনাটি জানাজানি হওয়ার পর, আদালত সংশ্লিষ্ট কেউ এ সম্পর্কে কোন কিছু জানাচ্ছেন না।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর তার ফোন বন্ধ রেখেছেন। ডিসি (প্রসিকিউশন) জাফর হোসেনকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার বন্ধের আগের দিন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরে ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া আগামী ২৯ জুলাই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে