কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে করোনার ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রজেনেকা টিকা উপহার দিয়েছে পোল্যান্ড। সেই সঙ্গে সম্পূর্ণ নিজ খরচে তা বাংলাদেশও পৌঁছে দেবে দেশটি।
আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এ টিকা গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলম। পোল্যান্ডের পক্ষে টিকা হস্তান্তর করেন বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত অধ্যাপক অ্যাডাম বুরাকৌসকি। এ সময়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিয়েছে। এ টিকা পরিবহন খরচও পোল্যান্ডই দিচ্ছে। আর তিন ভাগে এ টিকা বাংলাদেশকে দেবে দেশটি। ইতিমধ্যে প্রথম চালান ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকা এসেছে। দ্বিতীয় চালানে ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ বৃহস্পতিবার ১১ই নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০টি ডোজ আগামী ১৪ই নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে।
অনুষ্ঠানে পোল্যান্ডের রাষ্ট্রদূত টিকা উপহারকে দুই দেশের বন্ধুত্বে নিদর্শন উল্লেখ করে দুই দেশই দ্রুত সহযোগিতার মাধ্যমে মহামারি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন। এ সময়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডের উপহার সঠিক সময়ে বাংলাদেশে এসেছে, যখন সরকার তার সকল জনসাধারণকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বাদশা সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০টি ডোজ অ্যাস্ট্রজেনেকার টিকা বিনা মূল্যে দিচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে।
ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ শেষে ফ্রান্স বাংলাদেশকে বিশ লাখ টিকা অনুদানের ঘোষণা দিয়েছে।
বাংলাদেশকে করোনার ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রজেনেকা টিকা উপহার দিয়েছে পোল্যান্ড। সেই সঙ্গে সম্পূর্ণ নিজ খরচে তা বাংলাদেশও পৌঁছে দেবে দেশটি।
আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এ টিকা গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলম। পোল্যান্ডের পক্ষে টিকা হস্তান্তর করেন বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত অধ্যাপক অ্যাডাম বুরাকৌসকি। এ সময়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিয়েছে। এ টিকা পরিবহন খরচও পোল্যান্ডই দিচ্ছে। আর তিন ভাগে এ টিকা বাংলাদেশকে দেবে দেশটি। ইতিমধ্যে প্রথম চালান ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকা এসেছে। দ্বিতীয় চালানে ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ বৃহস্পতিবার ১১ই নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০টি ডোজ আগামী ১৪ই নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে।
অনুষ্ঠানে পোল্যান্ডের রাষ্ট্রদূত টিকা উপহারকে দুই দেশের বন্ধুত্বে নিদর্শন উল্লেখ করে দুই দেশই দ্রুত সহযোগিতার মাধ্যমে মহামারি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন। এ সময়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডের উপহার সঠিক সময়ে বাংলাদেশে এসেছে, যখন সরকার তার সকল জনসাধারণকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বাদশা সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০টি ডোজ অ্যাস্ট্রজেনেকার টিকা বিনা মূল্যে দিচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে।
ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ শেষে ফ্রান্স বাংলাদেশকে বিশ লাখ টিকা অনুদানের ঘোষণা দিয়েছে।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩৯ মিনিট আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
২ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৩ ঘণ্টা আগে