ঢামেক প্রতিনিধি
খিলগাঁওয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মন্ত্রী। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক তাঁর চিকিৎসার খোঁজখবর রাখছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
এ সময় উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করছি। খুব দ্রুতই তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। এরপর তাঁর পায়ে অপারেশন করা হবে। আশা করছি খুব দ্রুতই তিনি তাঁর কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।’
এ ছাড়া সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহের বিষয়ে সবাইকে সচেতন ও নিরাপদে থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই পরিস্থিত সামাল দিতে আমরা নানান প্রস্তুতি নিয়ে রেখেছি। গতকাল আমরা সারা দেশের হাসপাতালগুলো ও সিভিল সার্জনদের সঙ্গে জুমে কথা বলেছি। জরুরি রোগী ছাড়া অন্য রোগীদের অপারেশন পরবর্তীতে সময় নিয়ে করার পরামর্শ দিয়েছি। হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া অন্য রোগী ভর্তি করতে না করা হয়েছে। যাতে শিশু, বয়স্ক রোগী যারা এই সময় বিভিন্ন রোগী আক্রান্ত হচ্ছে, তাদের ভর্তি করানো যায়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহাখালীর ডিএনসিসি হাসপাতাল আমরা প্রস্তুত করে রেখেছি। এই অতিষ্ঠ তাপদাহে মেডিকেল স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করবে, এ ছাড়া হাসপাতালগুলোতে এসি রুমে স্বল্প পরিসরে তাদের ক্লাস করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গতকাল রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খিলগাঁওয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মন্ত্রী। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক তাঁর চিকিৎসার খোঁজখবর রাখছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
এ সময় উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করছি। খুব দ্রুতই তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। এরপর তাঁর পায়ে অপারেশন করা হবে। আশা করছি খুব দ্রুতই তিনি তাঁর কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।’
এ ছাড়া সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহের বিষয়ে সবাইকে সচেতন ও নিরাপদে থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই পরিস্থিত সামাল দিতে আমরা নানান প্রস্তুতি নিয়ে রেখেছি। গতকাল আমরা সারা দেশের হাসপাতালগুলো ও সিভিল সার্জনদের সঙ্গে জুমে কথা বলেছি। জরুরি রোগী ছাড়া অন্য রোগীদের অপারেশন পরবর্তীতে সময় নিয়ে করার পরামর্শ দিয়েছি। হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া অন্য রোগী ভর্তি করতে না করা হয়েছে। যাতে শিশু, বয়স্ক রোগী যারা এই সময় বিভিন্ন রোগী আক্রান্ত হচ্ছে, তাদের ভর্তি করানো যায়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহাখালীর ডিএনসিসি হাসপাতাল আমরা প্রস্তুত করে রেখেছি। এই অতিষ্ঠ তাপদাহে মেডিকেল স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করবে, এ ছাড়া হাসপাতালগুলোতে এসি রুমে স্বল্প পরিসরে তাদের ক্লাস করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গতকাল রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৫ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে