হংকং ও আম্মানের পথে বিমানের চার্টার্ড ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ১৯: ৪৪

করোনা মহামারির কারণে দেশে আটকে পড়া শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকদের হংকং এবং জর্ডানের আম্মানে পৌঁছে দিতে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুইটি পৃথক চার্টার্ড ফ্লাইট। আজ সোমবার দুপুরে ঢাকা থেকে বিমান দুটি ঢাকা ছেড়েছে। উড়োজাহাজ সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের হংকং পৌঁছে দিতে বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-০৭৮ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০৯ আগস্ট বাংলাদেশের সময় বেলা ২টা ১৫ মিনিটে হংকং-এর উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে অবতরণ করবে। ফেরার পথে করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে হংকংয়ে আটকে পড়া যাত্রীদের দেশে নিয়ে আসবে। বাংলাদেশ ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফ্লাইটটি পরিচালিত হচ্ছে। 

অপরদিকে বেলা ২টা ৩৭ মিনিটে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট বিজি-৫০১১ বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের নিয়ে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ফ্লাইটটি জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে আম্মানে অবতরণ করার কথা রয়েছে। 

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের প্রয়োজনে সাশ্রয়ী খরচে টিকা ও সুরক্ষা সামগ্রী পরিবহনসহ মহামারি ও অন্যান্য কারণে দেশে-বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে বিভিন্ন জরুরি সেবামূলক ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত