নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তার কখনো মাফ হয় না। কিন্তু আমাদের শিশুরা যে সাহস দেখিয়েছে, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
আজ রোববার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের বাংলাদেশ হতে হবে শিশুদের জন্য—পাড়ায় পাড়ায় খেলার মাঠ থাকবে, তাদের নিরাপত্তা নিয়ে আমাদের অভিভাবকদের চিন্তিত হতে হবে না।’
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘তারা যেন অন্যায় অপরাধের প্রতিবাদ করে এবং তাদের ছেলেমেয়েদের অসংগতির বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। আমাদের মনে রাখতে হবে, একটা ভেঙে পড়া সমাজ গঠনে সবার একসঙ্গে কাজ করতে হবে।’
শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লা আল মামুন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।
বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এবার ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হচ্ছে শিশু অধিকার সপ্তাহ।
সভাপতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, ‘আমরা এবারের শিশু অধিকার সপ্তাহ জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী শিশুদের উৎসর্গ করেছি। আমাদের মন্ত্রণালয় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করবে।’
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন, আমাদের শিশু একাডেমি দুর্বৃত্তদের দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নতুন করে শুরু করতে পেরে আনন্দিত। আগামীতেও বাংলাদেশে শিশুদের বিকাশে ভূমিকা রাখবে বাংলাদেশ শিশু একাডেমি।’
সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লা আল মামুন বলেন, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশুবিষয়ক অধিদপ্তর গঠন করা না হলে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু অধিকার রক্ষা কঠিন হয়ে যাবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে শিশুদের জন্য একটি মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা করার সুপারিশ করেন তিনি।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপনে বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগী হিসেবে থাকছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো।
আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থার মধ্যে রয়েছে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, এডুকো বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, ব্র্যাক আইইডি, সিআইপিআরবি, সিসেমি ওয়ার্কশপ, শাপলা নীড়, সিনারগস বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, পথশিশু পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন শিশু সংগঠন ও সংস্থা।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তার কখনো মাফ হয় না। কিন্তু আমাদের শিশুরা যে সাহস দেখিয়েছে, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
আজ রোববার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের বাংলাদেশ হতে হবে শিশুদের জন্য—পাড়ায় পাড়ায় খেলার মাঠ থাকবে, তাদের নিরাপত্তা নিয়ে আমাদের অভিভাবকদের চিন্তিত হতে হবে না।’
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘তারা যেন অন্যায় অপরাধের প্রতিবাদ করে এবং তাদের ছেলেমেয়েদের অসংগতির বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। আমাদের মনে রাখতে হবে, একটা ভেঙে পড়া সমাজ গঠনে সবার একসঙ্গে কাজ করতে হবে।’
শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লা আল মামুন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।
বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এবার ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হচ্ছে শিশু অধিকার সপ্তাহ।
সভাপতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, ‘আমরা এবারের শিশু অধিকার সপ্তাহ জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী শিশুদের উৎসর্গ করেছি। আমাদের মন্ত্রণালয় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করবে।’
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন, আমাদের শিশু একাডেমি দুর্বৃত্তদের দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নতুন করে শুরু করতে পেরে আনন্দিত। আগামীতেও বাংলাদেশে শিশুদের বিকাশে ভূমিকা রাখবে বাংলাদেশ শিশু একাডেমি।’
সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লা আল মামুন বলেন, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশুবিষয়ক অধিদপ্তর গঠন করা না হলে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু অধিকার রক্ষা কঠিন হয়ে যাবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে শিশুদের জন্য একটি মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা করার সুপারিশ করেন তিনি।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপনে বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগী হিসেবে থাকছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো।
আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থার মধ্যে রয়েছে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, এডুকো বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, ব্র্যাক আইইডি, সিআইপিআরবি, সিসেমি ওয়ার্কশপ, শাপলা নীড়, সিনারগস বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, পথশিশু পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন শিশু সংগঠন ও সংস্থা।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৩ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৪ ঘণ্টা আগে