নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের বেলায় ফ্লাইট ওঠানামা শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় গত বছরের ১০ ডিসেম্বর থেকে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। বেবিচক জানিয়েছে, আগামী মে মাসের শুরুর দিকে আবার রাতের ফ্লাইট শুরু হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতের বেলা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দিনের ২৪ ঘণ্টার শিডিউল ১৬ ঘণ্টায় নিয়ে আসায়, ফ্লাইট জটসহ যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে এয়ারলাইনসগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
শাহজালাল বিমানবন্দর তথ্য সূত্র বলছে, এই বন্দরে প্রতিদিন গড়ে ২৫০টি ফ্লাইট ওঠানামা করে। এর মধ্যে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অন্তত ১০-১৫টি ফ্লাইট ওঠানামা করতো। এখন আট ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় রাতের ফ্লাইটগুলো দিনের শিডিউলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
কম সময়ে যাবতীয় প্রক্রিয়া সারতে বিমানবন্দরে যাত্রীদের বাড়তি সময় লাগছে। ফ্লাইট অপারেশন করতে অধিকাংশ সময় জট তৈরি হচ্ছে। বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘২৪ ঘণ্টার সময়ের শিডিউল যখন ১৬ ঘণ্টায় নিয়ে আসা হয়, তখন তো কিছু সংকট তৈরি হবে। কম সময়ে বেশি ফ্লাইটের কারণে ফ্লাইট ডিলে হচ্ছে। এর জন্য এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ বহন করতে হচ্ছে। কিছুটা বিলম্ব হচ্ছে বিমানবন্দরের যাত্রী সেবার প্রক্রিয়াও। এসব হচ্ছে মূলত ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণেই। এয়ারলাইনসগুলোকে তাদের শিডিউল পরিবর্তন করতে হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বিদেশের অন্য বিমানবন্দরগুলোর শিডিউলও মানতে হচ্ছে।’
বিমানবন্দর স্বাভাবিক শিডিউলে ফিরতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিক শিডিউলে ফেরার জন্য ট্যাক্সিওয়ের কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করবে। ট্যাক্সিওয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মে মাসের শুরুর দিকে আমরা আবার আগের মতো রাতের ফ্লাইট চালু করতে পারবো।’
দীর্ঘ সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের বেলায় ফ্লাইট ওঠানামা শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় গত বছরের ১০ ডিসেম্বর থেকে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। বেবিচক জানিয়েছে, আগামী মে মাসের শুরুর দিকে আবার রাতের ফ্লাইট শুরু হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতের বেলা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দিনের ২৪ ঘণ্টার শিডিউল ১৬ ঘণ্টায় নিয়ে আসায়, ফ্লাইট জটসহ যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে এয়ারলাইনসগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
শাহজালাল বিমানবন্দর তথ্য সূত্র বলছে, এই বন্দরে প্রতিদিন গড়ে ২৫০টি ফ্লাইট ওঠানামা করে। এর মধ্যে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অন্তত ১০-১৫টি ফ্লাইট ওঠানামা করতো। এখন আট ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় রাতের ফ্লাইটগুলো দিনের শিডিউলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
কম সময়ে যাবতীয় প্রক্রিয়া সারতে বিমানবন্দরে যাত্রীদের বাড়তি সময় লাগছে। ফ্লাইট অপারেশন করতে অধিকাংশ সময় জট তৈরি হচ্ছে। বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘২৪ ঘণ্টার সময়ের শিডিউল যখন ১৬ ঘণ্টায় নিয়ে আসা হয়, তখন তো কিছু সংকট তৈরি হবে। কম সময়ে বেশি ফ্লাইটের কারণে ফ্লাইট ডিলে হচ্ছে। এর জন্য এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ বহন করতে হচ্ছে। কিছুটা বিলম্ব হচ্ছে বিমানবন্দরের যাত্রী সেবার প্রক্রিয়াও। এসব হচ্ছে মূলত ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণেই। এয়ারলাইনসগুলোকে তাদের শিডিউল পরিবর্তন করতে হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বিদেশের অন্য বিমানবন্দরগুলোর শিডিউলও মানতে হচ্ছে।’
বিমানবন্দর স্বাভাবিক শিডিউলে ফিরতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য রাতে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিক শিডিউলে ফেরার জন্য ট্যাক্সিওয়ের কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করবে। ট্যাক্সিওয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মে মাসের শুরুর দিকে আমরা আবার আগের মতো রাতের ফ্লাইট চালু করতে পারবো।’
ফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৪ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১০ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১২ ঘণ্টা আগে