নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লক্ষ্মীপুর–৩ ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপ–নির্বাচনে জালভোট দেওয়ার প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই অনিয়ম হওয়া তিনটি কেন্দ্রের ফলাফল বাতিল করেছে কমিশন। তবে ভোটের পার্থক্য বেশি থাকায় বিজয়ীদের গেজেট প্রকাশে বাধা নেই বলে জানানো হয়েছে।
আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ কথা জানা।
তিন কেন্দ্রের ফলাফল বাতিলের পাশাপাশি সেখানে দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব। একই সঙ্গে জালভোট দেওয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘লক্ষ্মীপুর–৩ ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের যে উপ–নির্বাচন হয়েছিল, এতে কিছু অনিয়ম সংক্রান্ত তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই তথ্যের আলোকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপারদের মাধ্যমে পৃথক পৃথক তদন্ত করিয়েছে। সেই তদন্তের আলোকে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘লক্ষ্মীপুর–৩ আসনের ৭৪ নম্বর দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে জালভোটের কিছু ছবি গণমাধ্যমে এসেছিল। এতে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন অনুযায়ী অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সে অনুযায়ী দুইজনকে জালভোট প্রদানকারী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। ওখানে ওই দুই বুথের সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন–১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়েছে। এখন ওই রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের প্রাপ্তভোট বাদ দিয়ে নতুন করে ফলাফল বিবরণী পাঠালে কমিশন গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। কারণ ওই আসনের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। যে কারণে কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে সংশোধীত ফলাফল বিবরণী পাওয়ার পর গেজেট প্রকাশ করবে।’
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপ–নির্বাচনে তদন্তকারী কর্মকর্তারা দুটি কেন্দ্রে অনিয়ম পেয়েছেন উল্লেখ করে ইসি সচিব আরও বলেন, ‘কেন্দ্র দুটি হচ্ছে ৯৫ নং যাত্রাপুর নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও ১২৭ নং শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন–১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হবে। ওই কেন্দ্র দুটি ফলাফল বাতিল হয়েছে এবং সংশোধীত ফলাফল বিবরণী পাওয়ার পর গেজেট প্রকাশ করবে ইসি।’
লক্ষ্মীপুর–৩ ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপ–নির্বাচনে জালভোট দেওয়ার প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই অনিয়ম হওয়া তিনটি কেন্দ্রের ফলাফল বাতিল করেছে কমিশন। তবে ভোটের পার্থক্য বেশি থাকায় বিজয়ীদের গেজেট প্রকাশে বাধা নেই বলে জানানো হয়েছে।
আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ কথা জানা।
তিন কেন্দ্রের ফলাফল বাতিলের পাশাপাশি সেখানে দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব। একই সঙ্গে জালভোট দেওয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘লক্ষ্মীপুর–৩ ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের যে উপ–নির্বাচন হয়েছিল, এতে কিছু অনিয়ম সংক্রান্ত তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই তথ্যের আলোকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপারদের মাধ্যমে পৃথক পৃথক তদন্ত করিয়েছে। সেই তদন্তের আলোকে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘লক্ষ্মীপুর–৩ আসনের ৭৪ নম্বর দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে জালভোটের কিছু ছবি গণমাধ্যমে এসেছিল। এতে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন অনুযায়ী অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সে অনুযায়ী দুইজনকে জালভোট প্রদানকারী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। ওখানে ওই দুই বুথের সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন–১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়েছে। এখন ওই রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের প্রাপ্তভোট বাদ দিয়ে নতুন করে ফলাফল বিবরণী পাঠালে কমিশন গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। কারণ ওই আসনের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। যে কারণে কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে সংশোধীত ফলাফল বিবরণী পাওয়ার পর গেজেট প্রকাশ করবে।’
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপ–নির্বাচনে তদন্তকারী কর্মকর্তারা দুটি কেন্দ্রে অনিয়ম পেয়েছেন উল্লেখ করে ইসি সচিব আরও বলেন, ‘কেন্দ্র দুটি হচ্ছে ৯৫ নং যাত্রাপুর নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও ১২৭ নং শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন–১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হবে। ওই কেন্দ্র দুটি ফলাফল বাতিল হয়েছে এবং সংশোধীত ফলাফল বিবরণী পাওয়ার পর গেজেট প্রকাশ করবে ইসি।’
ঘোষণার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি চার সংস্কার কমিশনের কাজ। এমনকি কমিশনগুলো গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শেষ হয়নি এখন পর্যন্ত।
৩৪ মিনিট আগেপুলিশের বিভিন্ন ইউনিটে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালন করেন সাধারণ আনসার বা অঙ্গীভূত আনসার সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে সহিংস বিক্ষোভ করার পর অনেক আনসার সদস্যকে পুলিশ থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয়েছ
৪২ মিনিট আগেরাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৯ ঘণ্টা আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
১০ ঘণ্টা আগে