নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ‘থানায় মামলা নেওয়ার পর আসামি গ্রেপ্তার, পরবর্তী সময়ে যাচাই-বাছাই ছাড়া বয়স নির্ধারণ করা যাবে না। ইচ্ছেমতো তদন্ত কর্মকর্তারা আসামির বয়স লিখতে পারেন না।’ আজ বৃহস্পতিবার একটি হত্যা মামলায় আসামিদের জামিন শুনানির সময় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চ্যুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন।
অন্যদিকে আসামিদের বয়স নির্ধারণের ক্ষেত্রে অনলাইনে বা জন্মসনদ বা অন্য কোনো সনদ দেখে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে শুনানিধীন হত্যা মামলাটির আসামির জন্মসনদ যাচাই-বাছাই করে আগামী ১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভবিষ্যতে আর কোনো আসামির বয়স যাচাই-বাছাই ছাড়া মামলায় উল্লেখ করা যাবে না বলেও হাইকোর্ট বলেছেন।
ভার্চ্যুয়াল আদালতে খুলনার হরিণটানা থানার জয়খালী গ্রামের ডুয়েল হাঁসের খামারে সংঘটিত প্রদীপ দে ওরফে পাদু হত্যাকাণ্ডের আসামিদের জামিন শুনানি চলছিল। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। প্রদীপের ছেলে লিটন কুমার দে হত্যা মামলা করেন। ওই মামলায় শাকিব হাওলাদার ও শামীম মোড়লকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ৩০ সেপ্টেম্বর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শাকিব জানান, তাঁর বয়স ২০ বছর।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে শাকিব হাওলাদারের বয়স ১৬ বছর উল্লেখ করা হয়। জেলা দায়রা আদালতে আসামির জামিন চাইলে তা নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। শুনানির সময় শাকিবের বয়সের অসংগতি ধরা পড়ে। পরে মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই রাসেল হোসেনকে তলব করেন আদালত। আজ তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে বয়স নির্ধারণের ব্যাখ্যা দেন। তিনি বলেন, জন্মসনদ অনুযায়ী আসামির বয়স ১৬ বছর উল্লেখ করা হয়েছে। এরপর আদালত জানান, যাচাই-বাছাই ছাড়া জন্মসনদ দিয়ে মামলার এজাহার (এফআইআর), চার্জশিট করা যাবে না। অন্যান্য সনদও বিবেচনায় নিতে হবে।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম। অ্যাডভোকেট মনিরুজ্জামান সিরাজ বলেন, শিশু আইন অনুযায়ী আসামি শাকিব একজন শিশু। গ্রেপ্তারের পর তাকে শিশু আইন অনুযায়ী সুবিধা দেওয়া হয়নি। তাই আদালত বয়সের বিষয়টি নিয়ে তদন্ত কর্মকর্তাকে তলব করেছিলেন। আগামী ১ জুলাইয়ের মধ্যে বয়স সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকা: ‘থানায় মামলা নেওয়ার পর আসামি গ্রেপ্তার, পরবর্তী সময়ে যাচাই-বাছাই ছাড়া বয়স নির্ধারণ করা যাবে না। ইচ্ছেমতো তদন্ত কর্মকর্তারা আসামির বয়স লিখতে পারেন না।’ আজ বৃহস্পতিবার একটি হত্যা মামলায় আসামিদের জামিন শুনানির সময় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চ্যুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন।
অন্যদিকে আসামিদের বয়স নির্ধারণের ক্ষেত্রে অনলাইনে বা জন্মসনদ বা অন্য কোনো সনদ দেখে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে শুনানিধীন হত্যা মামলাটির আসামির জন্মসনদ যাচাই-বাছাই করে আগামী ১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভবিষ্যতে আর কোনো আসামির বয়স যাচাই-বাছাই ছাড়া মামলায় উল্লেখ করা যাবে না বলেও হাইকোর্ট বলেছেন।
ভার্চ্যুয়াল আদালতে খুলনার হরিণটানা থানার জয়খালী গ্রামের ডুয়েল হাঁসের খামারে সংঘটিত প্রদীপ দে ওরফে পাদু হত্যাকাণ্ডের আসামিদের জামিন শুনানি চলছিল। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। প্রদীপের ছেলে লিটন কুমার দে হত্যা মামলা করেন। ওই মামলায় শাকিব হাওলাদার ও শামীম মোড়লকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ৩০ সেপ্টেম্বর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শাকিব জানান, তাঁর বয়স ২০ বছর।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে শাকিব হাওলাদারের বয়স ১৬ বছর উল্লেখ করা হয়। জেলা দায়রা আদালতে আসামির জামিন চাইলে তা নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। শুনানির সময় শাকিবের বয়সের অসংগতি ধরা পড়ে। পরে মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই রাসেল হোসেনকে তলব করেন আদালত। আজ তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে বয়স নির্ধারণের ব্যাখ্যা দেন। তিনি বলেন, জন্মসনদ অনুযায়ী আসামির বয়স ১৬ বছর উল্লেখ করা হয়েছে। এরপর আদালত জানান, যাচাই-বাছাই ছাড়া জন্মসনদ দিয়ে মামলার এজাহার (এফআইআর), চার্জশিট করা যাবে না। অন্যান্য সনদও বিবেচনায় নিতে হবে।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম। অ্যাডভোকেট মনিরুজ্জামান সিরাজ বলেন, শিশু আইন অনুযায়ী আসামি শাকিব একজন শিশু। গ্রেপ্তারের পর তাকে শিশু আইন অনুযায়ী সুবিধা দেওয়া হয়নি। তাই আদালত বয়সের বিষয়টি নিয়ে তদন্ত কর্মকর্তাকে তলব করেছিলেন। আগামী ১ জুলাইয়ের মধ্যে বয়স সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৪৪ মিনিট আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৫ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১১ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১২ ঘণ্টা আগে