নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বৃহত্তর সিলেট, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে। বন্যার আগাম তথ্য থাকার পরেও সতর্কতামূলক ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা জানতে চেয়েছেন ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বাদশা।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘আগেই তথ্য ছিল এবার ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কেন আগেই এই এলাকার জনগণকে সতর্ক করতে পারিনি। এ দায় কার, এখানে অবহেলা কার এটা জানা দরকার বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি নেই জানিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, ‘আশ্রয় কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। সড়ক রেল আকাশপথ বন্ধ। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এমনটি কেন হলো তা সকলের জানা প্রয়োজন। ভারতের আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি হয়েছে, সে সঙ্গে এই এলাকায়ও ভারী বৃষ্টি হয়েছে। সুরমা–কুশিয়ারা নদী নাব্যতা হারিয়েছে। সব নদী নাব্যতা হারাচ্ছে।’ শুধু সরকারের ওপর সব ছেড়ে না দিয়ে সবাইকে সিলেটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির এই এমপি।
জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় প্রতিবছরই দেশে বন্যা হয়। এটার উৎস কোথায়? হঠাৎ কেন এত পানি এসে সব ভাসিয়ে নিয়ে যায়। এটা নিয়ে একটি কমিটি করে আলোচনা করে প্রতিকার দরকার।’
‘বিরোধীরা প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সমালোচনা করছে, কিন্তু তাঁরা ছায়া বাজেট উপস্থাপন করতে পারেনি। আওয়ামী লীগ দেখিয়েছে কীভাবে সফলভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়’—বলে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়ে থাকে তাহলে তাদের কোনো পরামর্শ থাকলে তাঁরা তা নির্বাচন কমিশনকে দেবে।’
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘রুমিন ফারহানা আওয়ামী লীগকে মুনাফেকের দল বলেছেন। মুনাফেক আর গাদ্দার সমার্থক শব্দ। ১৯৭১ সালে রুমিনের পিতা অলি আহাদ যুদ্ধে যাননি, তিনি বিরোধিতা করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি নাজাত দিবস পালন করেছিলেন। সে রক্ত থেকে ৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এমন স্লোগান আসবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান আরও বলেন বলেন, ‘তাঁরা হত্যাকাণ্ড ঘটাতে চায়। তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আওয়ামী লীগের নারী সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা বলেন,‘ছাত্রদল স্লোগান দিচ্ছে ৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বিএনপি তাদের কিছু বলছে না। তাঁরা সমর্থন দিয়ে যাচ্ছে। তবে তাদের সে হাতিয়ার হাত পর্যন্ত আসবে না।’
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বৃহত্তর সিলেট, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে। বন্যার আগাম তথ্য থাকার পরেও সতর্কতামূলক ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা জানতে চেয়েছেন ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বাদশা।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘আগেই তথ্য ছিল এবার ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কেন আগেই এই এলাকার জনগণকে সতর্ক করতে পারিনি। এ দায় কার, এখানে অবহেলা কার এটা জানা দরকার বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি নেই জানিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, ‘আশ্রয় কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। সড়ক রেল আকাশপথ বন্ধ। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এমনটি কেন হলো তা সকলের জানা প্রয়োজন। ভারতের আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি হয়েছে, সে সঙ্গে এই এলাকায়ও ভারী বৃষ্টি হয়েছে। সুরমা–কুশিয়ারা নদী নাব্যতা হারিয়েছে। সব নদী নাব্যতা হারাচ্ছে।’ শুধু সরকারের ওপর সব ছেড়ে না দিয়ে সবাইকে সিলেটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির এই এমপি।
জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় প্রতিবছরই দেশে বন্যা হয়। এটার উৎস কোথায়? হঠাৎ কেন এত পানি এসে সব ভাসিয়ে নিয়ে যায়। এটা নিয়ে একটি কমিটি করে আলোচনা করে প্রতিকার দরকার।’
‘বিরোধীরা প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সমালোচনা করছে, কিন্তু তাঁরা ছায়া বাজেট উপস্থাপন করতে পারেনি। আওয়ামী লীগ দেখিয়েছে কীভাবে সফলভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়’—বলে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়ে থাকে তাহলে তাদের কোনো পরামর্শ থাকলে তাঁরা তা নির্বাচন কমিশনকে দেবে।’
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘রুমিন ফারহানা আওয়ামী লীগকে মুনাফেকের দল বলেছেন। মুনাফেক আর গাদ্দার সমার্থক শব্দ। ১৯৭১ সালে রুমিনের পিতা অলি আহাদ যুদ্ধে যাননি, তিনি বিরোধিতা করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি নাজাত দিবস পালন করেছিলেন। সে রক্ত থেকে ৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এমন স্লোগান আসবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান আরও বলেন বলেন, ‘তাঁরা হত্যাকাণ্ড ঘটাতে চায়। তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আওয়ামী লীগের নারী সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা বলেন,‘ছাত্রদল স্লোগান দিচ্ছে ৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বিএনপি তাদের কিছু বলছে না। তাঁরা সমর্থন দিয়ে যাচ্ছে। তবে তাদের সে হাতিয়ার হাত পর্যন্ত আসবে না।’
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৬ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৭ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৮ ঘণ্টা আগে