নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওষুধ ও কসমেটিকস বিল-২০২৩ বাস্তবায়নের জন্য পর্যালোচনা সভার আয়োজন করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আগামীকাল সোমবার সকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হবে। কিন্তু সভায় কসমেটিকস উৎপাদনকারী, আমদানিকারক ও ব্যবসায়ী কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক চিঠিতে দেখা যায়, বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সভাপতিত্ব করবেন। ওই বৈঠকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ১৫ জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ওই বৈঠকে কসমেটিকস উৎপাদনকারী, আমদানিকারক ও ব্যবসায়ী কাউকেই ডাকা হয়নি।
সংশ্লিষ্টরা জানান, দেশে সাধারণ কসমেটিকস দেখভাল করে আসছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। আর মেডিকেটেড কসমেটিকস দেখভাল করে আসছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু ওষুধ আইন তৈরি করতে গিয়ে হঠাৎ করে সেখানে কসমেটিকস শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়। এ নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে নানা চিঠি চালাচালি হয়েছে।
কসমেটিকস ব্যবসায়ীরা বলেন, সরকার জনস্বার্থে একটি আইন তৈরি করছে। এই আইনের মাধ্যমে সবাই উপকৃত হবে। কিন্তু কসমেটিকস উৎপাদনকারী, আমদানিকারক ও ব্যবসায়ীদের সম্পূর্ণ আড়াল করে ঔষধ প্রশাসন নিজেদের মনগড়াভাবে একটি আইন তৈরি করছে। একটি আইন তৈরির আগে স্বার্থসংশ্লিষ্টদের মতামত নেওয়ার বিধান থাকলেও এখানে কোনোটিই করা হয়নি।
ওষুধ ও কসমেটিকস আইন নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে বিরোধ হওয়ায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহায়তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের কসমেটিকস ব্যবসায়ীরা সাধারণ কসমেটিকস বিএসটিআই ও মেডিকেটেড ওষুধ প্রশাসনের অধীনের রাখার পক্ষে মত দেন। কিন্তু মতামত ও দাবি অগ্রাহ্য করে এককভাবে ওষুধ ও কসমেটিকস আইন পাস করার চক্রান্ত করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর—এমন অভিযোগ কসমেটিকস ব্যবসায়ীদের।
জানা গেছে, দেশের অধিকাংশ কসমেটিকসের গুণমান দেখভাল করে আসছে বিএসটিআই। সংস্থাটির অধীনে দেশের বিভিন্ন বিভাগে কয়েকশ কোটি টাকা ব্যয়ে ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। সেখানে দক্ষ জনবলও রয়েছে। হঠাৎ করে পুরো কসমেটিকসের দায়িত্ব ওষুধ প্রশাসনের কবজায় দেওয়া হলে নতুন করে ল্যাবরেটরি স্থাপন ছাড়াও দক্ষ জনবল তৈরি করতে হবে। এতে সরকারের বিপুল অঙ্কের টাকার প্রয়োজন পড়বে।
ওষুধ ও কসমেটিকস বিল-২০২৩ বাস্তবায়নের জন্য পর্যালোচনা সভার আয়োজন করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আগামীকাল সোমবার সকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হবে। কিন্তু সভায় কসমেটিকস উৎপাদনকারী, আমদানিকারক ও ব্যবসায়ী কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক চিঠিতে দেখা যায়, বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সভাপতিত্ব করবেন। ওই বৈঠকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ১৫ জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ওই বৈঠকে কসমেটিকস উৎপাদনকারী, আমদানিকারক ও ব্যবসায়ী কাউকেই ডাকা হয়নি।
সংশ্লিষ্টরা জানান, দেশে সাধারণ কসমেটিকস দেখভাল করে আসছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। আর মেডিকেটেড কসমেটিকস দেখভাল করে আসছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু ওষুধ আইন তৈরি করতে গিয়ে হঠাৎ করে সেখানে কসমেটিকস শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়। এ নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে নানা চিঠি চালাচালি হয়েছে।
কসমেটিকস ব্যবসায়ীরা বলেন, সরকার জনস্বার্থে একটি আইন তৈরি করছে। এই আইনের মাধ্যমে সবাই উপকৃত হবে। কিন্তু কসমেটিকস উৎপাদনকারী, আমদানিকারক ও ব্যবসায়ীদের সম্পূর্ণ আড়াল করে ঔষধ প্রশাসন নিজেদের মনগড়াভাবে একটি আইন তৈরি করছে। একটি আইন তৈরির আগে স্বার্থসংশ্লিষ্টদের মতামত নেওয়ার বিধান থাকলেও এখানে কোনোটিই করা হয়নি।
ওষুধ ও কসমেটিকস আইন নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে বিরোধ হওয়ায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহায়তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের কসমেটিকস ব্যবসায়ীরা সাধারণ কসমেটিকস বিএসটিআই ও মেডিকেটেড ওষুধ প্রশাসনের অধীনের রাখার পক্ষে মত দেন। কিন্তু মতামত ও দাবি অগ্রাহ্য করে এককভাবে ওষুধ ও কসমেটিকস আইন পাস করার চক্রান্ত করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর—এমন অভিযোগ কসমেটিকস ব্যবসায়ীদের।
জানা গেছে, দেশের অধিকাংশ কসমেটিকসের গুণমান দেখভাল করে আসছে বিএসটিআই। সংস্থাটির অধীনে দেশের বিভিন্ন বিভাগে কয়েকশ কোটি টাকা ব্যয়ে ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। সেখানে দক্ষ জনবলও রয়েছে। হঠাৎ করে পুরো কসমেটিকসের দায়িত্ব ওষুধ প্রশাসনের কবজায় দেওয়া হলে নতুন করে ল্যাবরেটরি স্থাপন ছাড়াও দক্ষ জনবল তৈরি করতে হবে। এতে সরকারের বিপুল অঙ্কের টাকার প্রয়োজন পড়বে।
বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
১ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
১ ঘণ্টা আগেদেশে গত ১৫ বছরে ৮২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। এসব বিদ্যুৎকেন্দ্র শুধু ক্যাপাসিটি চার্জই (কেন্দ্রভাড়া) নিয়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বিনা দরপত্রে কেন্দ্র দেওয়ায় বিদ্যুতের দামও পড়েছে বেশি। সেই বাড়তি দাম গিয়ে পড়েছে সাধারণ ভোক্তার কাঁধে।
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৯ ঘণ্টা আগে