নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে চারজনের করা আপিল মামলায় আগামী ৩ মার্চ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাঁদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন।
২৮ জানুয়ারি এই চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। আপিলের গ্রহণযোগ্যতা শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন আপিল গ্রহণ করা হলো এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের জামিন দেওয়া হলো।
প্রকাশ্য ট্রাইব্যুনালে দেওয়া এই আদেশ ওই দিন এবং পরদিন দেশের সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়। আসামিপক্ষের আইনজীবীও সাংবাদিকদের এ কথা বলেন। কিন্তু আপিলের আদেশে দেখা যায় ট্রাইব্যুনাল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ড. ইউনূসসহ চারজনকে।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মামুন এ প্রসঙ্গে বলেন, ওই দিন ট্রাইব্যুনালে সবাই জানে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনূস সাহেব ও অন্যদের জামিন দেওয়া হয়েছে। কিন্তু আদেশে দেখা গেল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তাই জামিন স্থায়ী করার আবেদনসহ আগামী ৩ মার্চ আপিলকারীদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে।
তবে কেন এমন হলো? এ প্রসঙ্গে ব্যারিস্টার মামুন কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আর কত বলব? আমরা জামিন স্থায়ী করার আবেদন নিয়ে হাজির হব।’ তবে জামিনযোগ্য ধারায় জামিন দেওয়া হয় না। শর্তযুক্ত জামিন দেওয়া হয়। সেজন্য আর কিছু বলতে চাই না।
মামলায় ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চারজনকেই এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের অভিযোগ আনা হয়।
দুদকের মামলায় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ড. ইউনুস
এদিকে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের চার্জশিট অনুমোদনের বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি লড়াইয়ের জন্য ড. ইউনূস প্রস্তুত।
এই মামলায় সোমবার ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। মঙ্গলবার আদালতের দাখিল করার কথা বলা হলেও ওই দিন দাখিল হয়নি।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূসকে হেয়প্রতিপন্ন করার জন্য, সারা বিশ্বে প্রশংসিত সামাজিক ব্যবসাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটি করা হয়েছে।
তিনি বলেন, ড. ইউনূসের নিজের কোনো সম্পদ নাই, ব্যক্তিগত কোনো গাড়ি নাই।
আইনজীবী বলেন, ড. ইউনূসকে জার্মানের একজন ‘ল ইয়ার কোনো দিন তিনি দেখেননি। তিনি তাঁর সমস্ত সম্পত্তি ড. ইউনূসের নামে দান করে দিয়েছেন। উইল করে দিয়ে গেছেন। তিনি সেই টাকা এনে বাংলাদেশে একটা নার্সিং কলেজ করেছেন। কলোডিয়ান নার্সিং কলেজ। সেখানে মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। এই ট্রেনিং যাঁরা নেন সমস্ত নার্সদের আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বে তাঁদের নিয়ে যাওয়া হয়।
এই আইনজীবী বলেন, ‘আইনি প্রক্রিয়ায় তো অবশ্যই আমাদের যেতে হবে। ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনাকে আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে, আপনাকে পুলিশে নেবে, আপনাকে রিমান্ডে নেবে, উনি বলেছেন আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি আমি সমস্তটা হাসিমুখে মেনে নেব। আমি তাতে কোনো রকম পিছপা হব না।’
সে ক্ষেত্রে দুদকের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আইনি প্রক্রিয়ায় যেহেতু মামলা হয়েছে, সেটা মেনেই আমাদের আসতে হবে।’
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে চারজনের করা আপিল মামলায় আগামী ৩ মার্চ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাঁদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন।
২৮ জানুয়ারি এই চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। আপিলের গ্রহণযোগ্যতা শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন আপিল গ্রহণ করা হলো এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের জামিন দেওয়া হলো।
প্রকাশ্য ট্রাইব্যুনালে দেওয়া এই আদেশ ওই দিন এবং পরদিন দেশের সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়। আসামিপক্ষের আইনজীবীও সাংবাদিকদের এ কথা বলেন। কিন্তু আপিলের আদেশে দেখা যায় ট্রাইব্যুনাল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ড. ইউনূসসহ চারজনকে।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মামুন এ প্রসঙ্গে বলেন, ওই দিন ট্রাইব্যুনালে সবাই জানে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনূস সাহেব ও অন্যদের জামিন দেওয়া হয়েছে। কিন্তু আদেশে দেখা গেল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তাই জামিন স্থায়ী করার আবেদনসহ আগামী ৩ মার্চ আপিলকারীদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে।
তবে কেন এমন হলো? এ প্রসঙ্গে ব্যারিস্টার মামুন কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আর কত বলব? আমরা জামিন স্থায়ী করার আবেদন নিয়ে হাজির হব।’ তবে জামিনযোগ্য ধারায় জামিন দেওয়া হয় না। শর্তযুক্ত জামিন দেওয়া হয়। সেজন্য আর কিছু বলতে চাই না।
মামলায় ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চারজনকেই এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের অভিযোগ আনা হয়।
দুদকের মামলায় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ড. ইউনুস
এদিকে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের চার্জশিট অনুমোদনের বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি লড়াইয়ের জন্য ড. ইউনূস প্রস্তুত।
এই মামলায় সোমবার ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। মঙ্গলবার আদালতের দাখিল করার কথা বলা হলেও ওই দিন দাখিল হয়নি।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূসকে হেয়প্রতিপন্ন করার জন্য, সারা বিশ্বে প্রশংসিত সামাজিক ব্যবসাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটি করা হয়েছে।
তিনি বলেন, ড. ইউনূসের নিজের কোনো সম্পদ নাই, ব্যক্তিগত কোনো গাড়ি নাই।
আইনজীবী বলেন, ড. ইউনূসকে জার্মানের একজন ‘ল ইয়ার কোনো দিন তিনি দেখেননি। তিনি তাঁর সমস্ত সম্পত্তি ড. ইউনূসের নামে দান করে দিয়েছেন। উইল করে দিয়ে গেছেন। তিনি সেই টাকা এনে বাংলাদেশে একটা নার্সিং কলেজ করেছেন। কলোডিয়ান নার্সিং কলেজ। সেখানে মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। এই ট্রেনিং যাঁরা নেন সমস্ত নার্সদের আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বে তাঁদের নিয়ে যাওয়া হয়।
এই আইনজীবী বলেন, ‘আইনি প্রক্রিয়ায় তো অবশ্যই আমাদের যেতে হবে। ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনাকে আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে, আপনাকে পুলিশে নেবে, আপনাকে রিমান্ডে নেবে, উনি বলেছেন আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি আমি সমস্তটা হাসিমুখে মেনে নেব। আমি তাতে কোনো রকম পিছপা হব না।’
সে ক্ষেত্রে দুদকের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আইনি প্রক্রিয়ায় যেহেতু মামলা হয়েছে, সেটা মেনেই আমাদের আসতে হবে।’
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৬ মিনিট আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
২ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৩ ঘণ্টা আগে