নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
শিহাব করিম জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলী আজম ভোলার দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শাহবাগ থানা তাঁতী লীগ সভাপতি মো. ইকবাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ। রাজধানীর রূপনগর থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ইমন। এ সময় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের এলোপাতাড়ি গুলিতে ইমন গুরুতর আহত হন। উদ্ধার করে আহত ইমনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি ইকবালকে রূপনগর থানা-পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই দিনে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. বাপ্পি চৌধুরী রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে অস্ত্রধারী মো. বাপ্পি চৌধুরী রনি। মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
শিহাব করিম জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলী আজম ভোলার দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শাহবাগ থানা তাঁতী লীগ সভাপতি মো. ইকবাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ। রাজধানীর রূপনগর থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ইমন। এ সময় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের এলোপাতাড়ি গুলিতে ইমন গুরুতর আহত হন। উদ্ধার করে আহত ইমনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি ইকবালকে রূপনগর থানা-পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই দিনে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. বাপ্পি চৌধুরী রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে অস্ত্রধারী মো. বাপ্পি চৌধুরী রনি। মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৫ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১১ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
১৩ ঘণ্টা আগে