অনলাইন ডেস্ক
রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৪ ঘণ্টা আগে