রংপুর প্রতিনিধি
রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘গত দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’
সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’
পুলিশদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’
অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।
রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘গত দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’
সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’
পুলিশদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’
অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৭ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১৩ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
১৪ ঘণ্টা আগে