বেনাপোল (যশোর) ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। জঙ্গিরা জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারা যেন কোনোভাবে পালাতে না পারে সে জন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেড অ্যালার্ট জারির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তে সতর্কতা বাড়ায় বিজিবি, ইমিগ্রেশন ও পোর্ট থানা-পুলিশ।
আজ রোববার দুপুর থেকে সীমান্তে বাড়তি এ সতর্কতা নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আযাদ জানান, পালিয়ে যাওয়া অপরাধীরা যাতে কোনো ভাবে ইমিগ্রেশন অতিক্রম করতে না পারে সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ছবির সঙ্গে পাসপোর্টধারীর চেহারা ভালোভাবে মিলিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ভারত ভ্রমণে অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভির রহমান জানান, অপরাধীকে ধরতে সরকারের অন্যান্য নিরাপত্তা সংস্থা পাশাপাশি বিজিবিও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল আলম বলেন, ‘ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদেরকে দেওয়া হয়েছে। তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, ‘এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’
প্রসঙ্গত, আজ রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিএমএম আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন—মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)।
আরো পড়ুন:
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। জঙ্গিরা জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারা যেন কোনোভাবে পালাতে না পারে সে জন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেড অ্যালার্ট জারির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তে সতর্কতা বাড়ায় বিজিবি, ইমিগ্রেশন ও পোর্ট থানা-পুলিশ।
আজ রোববার দুপুর থেকে সীমান্তে বাড়তি এ সতর্কতা নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আযাদ জানান, পালিয়ে যাওয়া অপরাধীরা যাতে কোনো ভাবে ইমিগ্রেশন অতিক্রম করতে না পারে সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ছবির সঙ্গে পাসপোর্টধারীর চেহারা ভালোভাবে মিলিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ভারত ভ্রমণে অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভির রহমান জানান, অপরাধীকে ধরতে সরকারের অন্যান্য নিরাপত্তা সংস্থা পাশাপাশি বিজিবিও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল আলম বলেন, ‘ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদেরকে দেওয়া হয়েছে। তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, ‘এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’
প্রসঙ্গত, আজ রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিএমএম আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন—মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)।
আরো পড়ুন:
সাংবাদিক ড. মাহমুদুর রহমান বলেছেন, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের ওপর ভিত্তি করে শেখ হাসিনা পরবর্তী ১৩ বছর দেশের মানুষের ওপর সবকিছু চাপিয়ে দিয়েছিল। এতে সাহায্য করেছিল ভারত। বাংলাদেশকে ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। ভারত চেয়েছিল বাংলাদেশকে হাতের মুঠোয় রাখার জন্য।’
৬ ঘণ্টা আগেবাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো একটি ইস্যুতে আটকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ রোববার ঢাকায় সোনারগাঁও হোটেলে এক সংলাপে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক কোনো একটি অ্যাজেন্ডা বা এক ইস্যুতে আটকে থাকতে পারে না। আমাদের পারস্পরিক নির্ভরতার যে বাস্তবতা, তা রা
৭ ঘণ্টা আগেশীতে ঘনকুয়াশার কারণে ঢাকায় উড়োজাহাজ অবতরণে সমস্যা হলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প হিসেবে রাখা হয়েছে
৭ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফে ট্রাক্টরচাপায় আবদুর রহমান (৩৭) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া নয় জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
৯ ঘণ্টা আগে