নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অভিনেতা অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় দায়িত্বরত প্রকৌশলীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোড, উদয়াচল পার্ক ও খেলার মাঠ সংলগ্ন এলাকায় ডিএনসিসির দশ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানের শুরুর দিনে এ সাজা দেওয়া হয়।
এ ছাড়া এডিস মশার প্রজনন স্থল ও লার্ভা পাওয়ায় ইকবাল রোডে ডম–ইনো রিয়েল স্টেট কে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে চিরুনি অভিযান। নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করার লক্ষ্যে দশ দিনব্যাপী এ চিরুনি অভিযান চলবে।
মেয়র বলেন, করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয় সে জন্য ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য তিন দিনে একদিন জমা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান মেয়র।
এ সময় তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি বাসাবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে যে সকল বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে সেগুলোতে স্টিকার লাগিয়ে দেন।
নগরীর জলাবদ্ধতা বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে ওয়াসা থেকে হস্তান্তরিত খাল ও স্টর্ম স্যুয়ারেজ লাইন পরিষ্কার করা হচ্ছে। করোনা মহামারিকালে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।'
উদ্বোধনী অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজীর আহমেদ, অভিনেতা ফেরদৌস আহমেদ।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অভিনেতা অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় দায়িত্বরত প্রকৌশলীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোড, উদয়াচল পার্ক ও খেলার মাঠ সংলগ্ন এলাকায় ডিএনসিসির দশ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানের শুরুর দিনে এ সাজা দেওয়া হয়।
এ ছাড়া এডিস মশার প্রজনন স্থল ও লার্ভা পাওয়ায় ইকবাল রোডে ডম–ইনো রিয়েল স্টেট কে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে চিরুনি অভিযান। নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করার লক্ষ্যে দশ দিনব্যাপী এ চিরুনি অভিযান চলবে।
মেয়র বলেন, করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয় সে জন্য ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য তিন দিনে একদিন জমা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান মেয়র।
এ সময় তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি বাসাবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে যে সকল বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে সেগুলোতে স্টিকার লাগিয়ে দেন।
নগরীর জলাবদ্ধতা বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে ওয়াসা থেকে হস্তান্তরিত খাল ও স্টর্ম স্যুয়ারেজ লাইন পরিষ্কার করা হচ্ছে। করোনা মহামারিকালে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।'
উদ্বোধনী অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজীর আহমেদ, অভিনেতা ফেরদৌস আহমেদ।
ফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৪ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১০ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১২ ঘণ্টা আগে