নিজস্ব প্রতিবক, ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে না পারা ও যোগদানের পরেও বিভিন্ন জটিলতায় এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য-প্রমাণসহ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে এসে তথ্যসহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। তবে যারা নন এমপিও পদে আবেদন করে নন এমপিও পদে সুপারিশ পেয়েছেন তাদের এ আবেদন করার দরকার নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা তথ্য চেয়েছি। এমপিও নিয়ে অনেকেই জটিলতার কথা বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে এর তথ্য চেয়েছি।’
সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, ‘সারা দেশ থেকে আবেদন আসবে। সবার সমস্যার সমাধান হতে সময় লাগবে। অভিযোগ জানাবে আর সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।’
এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল ও ব্যাচ, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর এবং এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএর ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস্ কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ২৬ জুনের পর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা সংক্রান্ত আর কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে না পারা ও যোগদানের পরেও বিভিন্ন জটিলতায় এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য-প্রমাণসহ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে এসে তথ্যসহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। তবে যারা নন এমপিও পদে আবেদন করে নন এমপিও পদে সুপারিশ পেয়েছেন তাদের এ আবেদন করার দরকার নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা তথ্য চেয়েছি। এমপিও নিয়ে অনেকেই জটিলতার কথা বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে এর তথ্য চেয়েছি।’
সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, ‘সারা দেশ থেকে আবেদন আসবে। সবার সমস্যার সমাধান হতে সময় লাগবে। অভিযোগ জানাবে আর সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।’
এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল ও ব্যাচ, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর এবং এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএর ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস্ কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ২৬ জুনের পর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা সংক্রান্ত আর কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৪ ঘণ্টা আগে