শরীয়তপুর প্রতিনিধি
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সারা দেশের নদ-নদীতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের নদীতে নামা থেকে বিরত রাখতে এবং ইলিশের বিপণন, মজুত ও পরিবহন বন্ধ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শরীয়তপুর মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার এই সময়ে পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ইলিশ শিকারের সঙ্গে জড়িত প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের কুচাইপট্টি পর্যন্ত ৭১ কিলোমিটার পদ্মা মেঘনায় ইলিশের বিচরণ রয়েছে। বছরের সব সময় বিশাল এই জলসীমায় ইলিশ শিকারের সঙ্গে জড়িত প্রায় ৩২ হাজার জেলে পরিবার। এর মধ্যে নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা ২৫ হাজার। নিষেধাজ্ঞার এই সময়ে নিবন্ধিত জেলেদের মধ্যে ১৯ হাজার জেলেকে ২০ কেজি করে মোট ৩৮০ মেট্রিকটন ভিজিএফের চাল সহায়তা হিসেবে প্রদান করা হবে। প্রজননের এই ২২ দিন ইলিশের বিচরণ ও ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় সভা করে প্রতিটি উপজেলায় ১৮ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিন নিয়মিত মাঠে থেকে কাজ করবেন এই টাস্কফোর্স কমিটির সদস্যরা।
নিষেধাজ্ঞা চলাকালে ইলিশের বিপণন, পরিবহন, মজুত ও নদীতে মাছ শিকার ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ইলিশ পরিবহন ও বিপণন ঠেকাতে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদ্মা ও মেঘনাপারের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার নদীপথে, সড়ক ও হাটবাজারে নিয়মিত কাজ করবে ২৫ থেকে ৩০ জন করে রিজার্ভ পুলিশ। এ ছাড়া নিয়মিত অভিযানে থাকবেন কোস্টগার্ড, নৌ-পুলিশ, র্যাব, ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ আজকের পত্রিকাকে বলেন, প্রজনন মৌসুমের ২২ দিনে মা ইলিশ রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলেদের মধ্যে বিতরণের জন্য এরই মধ্যে ২০২ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ হাতে পৌঁছেছে। বরাদ্দ পাওয়া চাল জেলেদের মধ্যে বিতরণের জন্য রোববার সংশ্লিষ্ট প্রতিটি ইউনিয়নে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার শুরুর দিন সোমবার থেকেই এসব চাল বিতরণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কর্মকার আজকের পত্রিকাকে জানান, মা ইলিশের বিচরণ ও ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ১২টি সভা করে টাস্কফোর্স টিম গঠন করা হয়েছে। অভিযান সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করবে।
জেলেদের সচেতন করার পাশাপাশি খাদ্যসহায়তা বিতরণ করা হবে। গত বছর জেলায় ইলিশের উৎপাদন ছিল ৫ হাজার ৪০০ মেট্রিকটন। এ বছর উৎপাদনের পরিমাণ ৬ হাজার মেট্রিকটন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সারা দেশের নদ-নদীতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের নদীতে নামা থেকে বিরত রাখতে এবং ইলিশের বিপণন, মজুত ও পরিবহন বন্ধ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শরীয়তপুর মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার এই সময়ে পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ইলিশ শিকারের সঙ্গে জড়িত প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের কুচাইপট্টি পর্যন্ত ৭১ কিলোমিটার পদ্মা মেঘনায় ইলিশের বিচরণ রয়েছে। বছরের সব সময় বিশাল এই জলসীমায় ইলিশ শিকারের সঙ্গে জড়িত প্রায় ৩২ হাজার জেলে পরিবার। এর মধ্যে নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা ২৫ হাজার। নিষেধাজ্ঞার এই সময়ে নিবন্ধিত জেলেদের মধ্যে ১৯ হাজার জেলেকে ২০ কেজি করে মোট ৩৮০ মেট্রিকটন ভিজিএফের চাল সহায়তা হিসেবে প্রদান করা হবে। প্রজননের এই ২২ দিন ইলিশের বিচরণ ও ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় সভা করে প্রতিটি উপজেলায় ১৮ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিন নিয়মিত মাঠে থেকে কাজ করবেন এই টাস্কফোর্স কমিটির সদস্যরা।
নিষেধাজ্ঞা চলাকালে ইলিশের বিপণন, পরিবহন, মজুত ও নদীতে মাছ শিকার ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ইলিশ পরিবহন ও বিপণন ঠেকাতে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদ্মা ও মেঘনাপারের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার নদীপথে, সড়ক ও হাটবাজারে নিয়মিত কাজ করবে ২৫ থেকে ৩০ জন করে রিজার্ভ পুলিশ। এ ছাড়া নিয়মিত অভিযানে থাকবেন কোস্টগার্ড, নৌ-পুলিশ, র্যাব, ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ আজকের পত্রিকাকে বলেন, প্রজনন মৌসুমের ২২ দিনে মা ইলিশ রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলেদের মধ্যে বিতরণের জন্য এরই মধ্যে ২০২ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ হাতে পৌঁছেছে। বরাদ্দ পাওয়া চাল জেলেদের মধ্যে বিতরণের জন্য রোববার সংশ্লিষ্ট প্রতিটি ইউনিয়নে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার শুরুর দিন সোমবার থেকেই এসব চাল বিতরণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কর্মকার আজকের পত্রিকাকে জানান, মা ইলিশের বিচরণ ও ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ১২টি সভা করে টাস্কফোর্স টিম গঠন করা হয়েছে। অভিযান সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করবে।
জেলেদের সচেতন করার পাশাপাশি খাদ্যসহায়তা বিতরণ করা হবে। গত বছর জেলায় ইলিশের উৎপাদন ছিল ৫ হাজার ৪০০ মেট্রিকটন। এ বছর উৎপাদনের পরিমাণ ৬ হাজার মেট্রিকটন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে