নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঁচ ছাত্র। পরিবারও অভিজাত। শখের বসে বন্ধুদের মাধ্যমে ভয়ানক মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) সেবন শুরু। তারপর হয়ে উঠে এলএসডির বিক্রেতা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুরিয়ার ও লাগেজ পার্টির মাধ্যমে এলএসডি এনে ঢাকায় বিক্রি করেন। নিজেরা বিক্রির পাশাপাশি ১৩ থেকে ১৪টি চক্র গড়ে তুলেছেন তাঁরা।
এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হল-সাইফুল ইসলাম সাইফ (২০), মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও সিরাজুস সালেকিন (২৪)। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ হাজার মাইক্রোগ্রাম এলএসডি, গাঁজা ও আইস।
রোববার সন্ধ্যায় পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মো. আ. আহাদ জানান, শনিবার রাতে খিলগাঁওয়ের মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে সাইফুল, সাকিব ও আকিবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলের নেতা সাইফুলের কাছ থেকে এলএসডি মিশ্রিত তিনটি ব্লট পেপার উদ্ধার করা হয়। অপর দুই আসামির কাছ থেকেও একটি করে পেপার ব্লট উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার বারিধারা চৌধুরী লাউঞ্জ থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে নাজমুলের শ্বশুরবাড়ি বনানী থেকে চারটি রঙিন ব্লটে এলএসডি উদ্ধার করা হয়।
উপকমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা গত এক বছর ধরে এলএসডি সেবন ও ব্যবসা করে আসছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে এলএসডি মাদক কিনে কুরিয়ার ও বিভিন্ন ব্যাগেজের মাধ্যমে দেশে আনতো তাঁরা। এ চক্রে আরও অনেক সদস্য রয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, এখন পর্যন্ত আমরা চৌদ্দ-পনেরটি এলএসডি মাদক সেবন ও বিক্রির গ্রুপের সন্ধান পেয়েছি। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা এলএসডি মাদক সেবনের পাশাপাশি ব্যবসা করত। আমরা অন্যান্য গ্রুপগুলোকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু তদন্ত করতে গিয়ে দশটি এলএসডি মাদক মিশ্রিত ব্লটার পেপার উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ইউরোপের বিভিন্ন দেশে এলএসডি মাদক পুরোনো হলেও সম্প্রতি বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত তরুণেরা ডার্ক ওয়েব ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এলএসডি মাদক কিনে এনে বিক্রি করছে।
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঁচ ছাত্র। পরিবারও অভিজাত। শখের বসে বন্ধুদের মাধ্যমে ভয়ানক মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) সেবন শুরু। তারপর হয়ে উঠে এলএসডির বিক্রেতা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুরিয়ার ও লাগেজ পার্টির মাধ্যমে এলএসডি এনে ঢাকায় বিক্রি করেন। নিজেরা বিক্রির পাশাপাশি ১৩ থেকে ১৪টি চক্র গড়ে তুলেছেন তাঁরা।
এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হল-সাইফুল ইসলাম সাইফ (২০), মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও সিরাজুস সালেকিন (২৪)। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ হাজার মাইক্রোগ্রাম এলএসডি, গাঁজা ও আইস।
রোববার সন্ধ্যায় পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মো. আ. আহাদ জানান, শনিবার রাতে খিলগাঁওয়ের মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে সাইফুল, সাকিব ও আকিবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলের নেতা সাইফুলের কাছ থেকে এলএসডি মিশ্রিত তিনটি ব্লট পেপার উদ্ধার করা হয়। অপর দুই আসামির কাছ থেকেও একটি করে পেপার ব্লট উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার বারিধারা চৌধুরী লাউঞ্জ থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে নাজমুলের শ্বশুরবাড়ি বনানী থেকে চারটি রঙিন ব্লটে এলএসডি উদ্ধার করা হয়।
উপকমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা গত এক বছর ধরে এলএসডি সেবন ও ব্যবসা করে আসছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে এলএসডি মাদক কিনে কুরিয়ার ও বিভিন্ন ব্যাগেজের মাধ্যমে দেশে আনতো তাঁরা। এ চক্রে আরও অনেক সদস্য রয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, এখন পর্যন্ত আমরা চৌদ্দ-পনেরটি এলএসডি মাদক সেবন ও বিক্রির গ্রুপের সন্ধান পেয়েছি। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা এলএসডি মাদক সেবনের পাশাপাশি ব্যবসা করত। আমরা অন্যান্য গ্রুপগুলোকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু তদন্ত করতে গিয়ে দশটি এলএসডি মাদক মিশ্রিত ব্লটার পেপার উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ইউরোপের বিভিন্ন দেশে এলএসডি মাদক পুরোনো হলেও সম্প্রতি বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত তরুণেরা ডার্ক ওয়েব ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এলএসডি মাদক কিনে এনে বিক্রি করছে।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৪ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৬ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৬ ঘণ্টা আগে