কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান নিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে পাকিস্তানে শুরু হচ্ছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে যোগ দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্চের ২২ ও ২৩ তারিখে পাকিস্তানের ইসলামাবাদে আফগানিস্তানে মানবিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮ তম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি।
এর আগে পাকিস্তানে ওআইসির বিশেষ বৈঠকে যাচ্ছেন কী না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছিলেন, ‘ওআইসির বৈঠকগুলোতে আমরা সব সময় যোগ দিই। আমি আগে বলেছিলাম, ‘যাব’। কিন্তু সম্প্রতি আমার একটু অসুখ-বিসুখ হওয়ায় ডাক্তার বলেছেন, কিছুটা বিশ্রাম নেন। আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন না। তাঁর পরিবর্তে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এর আগে ডিসেম্বরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের। কিন্তু করোনা উপসর্গ থাকার কারণে সে সফর বাতিল করেন তিনি। সে সময়েও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৈঠকে যোগ দিয়েছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল নিয়ে ২০২১ সালের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে প্রশ্ন করা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘রাজনৈতিক করোনা’ নাকি আসলেই ‘করোনা’ হয়েছে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান নিয়ে ওআইসি জরুরি বৈঠক ডেকেছে। পাকিস্তান নিজে থেকে এ বৈঠকটি ইসলামাবাদে করতে চেয়েছে। ওআইসিও তাতে রাজি হয়েছে। প্রথমে বৈঠকটি ছিল ১৭,১৮ ও ১৯ ডিসেম্বর। সে সময়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। ফলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেতে পারব না বলে বাংলাদেশ জানিয়েছে। তখন ঠিক করা হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাবেন। পরবর্তীতে পাকিস্তান বৈঠকের তারিখ পরিবর্তন করেছে। আমাদের প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রসচিব ও অন্যান্যরা যাওয়ার কথা। ১৮ ডিসেম্বর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আর ১৯ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
আবদুল মোমেন বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৪ দিন ধরে আইসোলেশনে রয়েছেন। এর জন্য তিনি প্যারেডে যেতে পারেননি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে থাকতে পারেননি।
আফগানিস্তান নিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে পাকিস্তানে শুরু হচ্ছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে যোগ দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্চের ২২ ও ২৩ তারিখে পাকিস্তানের ইসলামাবাদে আফগানিস্তানে মানবিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮ তম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি।
এর আগে পাকিস্তানে ওআইসির বিশেষ বৈঠকে যাচ্ছেন কী না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছিলেন, ‘ওআইসির বৈঠকগুলোতে আমরা সব সময় যোগ দিই। আমি আগে বলেছিলাম, ‘যাব’। কিন্তু সম্প্রতি আমার একটু অসুখ-বিসুখ হওয়ায় ডাক্তার বলেছেন, কিছুটা বিশ্রাম নেন। আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন না। তাঁর পরিবর্তে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এর আগে ডিসেম্বরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের। কিন্তু করোনা উপসর্গ থাকার কারণে সে সফর বাতিল করেন তিনি। সে সময়েও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৈঠকে যোগ দিয়েছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল নিয়ে ২০২১ সালের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে প্রশ্ন করা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘রাজনৈতিক করোনা’ নাকি আসলেই ‘করোনা’ হয়েছে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান নিয়ে ওআইসি জরুরি বৈঠক ডেকেছে। পাকিস্তান নিজে থেকে এ বৈঠকটি ইসলামাবাদে করতে চেয়েছে। ওআইসিও তাতে রাজি হয়েছে। প্রথমে বৈঠকটি ছিল ১৭,১৮ ও ১৯ ডিসেম্বর। সে সময়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। ফলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেতে পারব না বলে বাংলাদেশ জানিয়েছে। তখন ঠিক করা হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাবেন। পরবর্তীতে পাকিস্তান বৈঠকের তারিখ পরিবর্তন করেছে। আমাদের প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রসচিব ও অন্যান্যরা যাওয়ার কথা। ১৮ ডিসেম্বর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আর ১৯ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
আবদুল মোমেন বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৪ দিন ধরে আইসোলেশনে রয়েছেন। এর জন্য তিনি প্যারেডে যেতে পারেননি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে থাকতে পারেননি।
কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩৬ মিনিট আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
২ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
২ ঘণ্টা আগে