নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সমিতির ১ নম্বর হলরুমে সাধারণ সভা শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভাও হয়। তবে এই অনুষ্ঠানে ছিলেন না বিএনপির প্যানেল থেকে নির্বাচিত আইনজীবীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. ওজি উল্লাহ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সবার নাম ঘোষণা করেন। তাঁদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।
এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। আর দুই সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাত পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। যদিও প্রথমবার ফল ঘোষণার সময় সাধারণ সম্পাদক পদে এগিয়ে ছিলেন বিএনপি প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গত ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি এ ভোটগ্রহণ করে। পরদিন ১৭ মার্চ ভোট গণনা করে রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সম্পাদক প্রার্থী ভোট পুনর্গণনার দাবি করে লিখিত আবেদন জানালে ফল ঘোষণা আটকে যায়। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ওই রাতেই ফলাফল ঘোষণা না করে মশিউজ্জামান সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
দীর্ঘ ১ মাস ১৩ দিন পর গত ২৭ এপ্রিল অ্যাডভোকেট অজি উল্লাহ দাবি করেন, তাঁকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। ওই দিনই তাঁর নেতৃত্বাধীন কমিটি সম্পাদক পদের ভোট পুনরায় গণনা করে ফলাফল ঘোষণা করেন। তবে ওই সময় বিএনপি প্যানেলের কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। পরে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই সঙ্গে তাঁরা এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেন।
বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জানানোই হয়নি।’
এ ছাড়া এ অনুষ্ঠানের কথা জানানো হয়নি বলে জানান বিদায়ী কমিটির সদস্য রেদোয়ান আহমেদ রানজীবও।
এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে জানানো আমার কাজ না। আমি কেবল ফলাফলের বাকি আনুষ্ঠানিকতা করেছি। এটা গত কমিটির কাজ।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সমিতির ১ নম্বর হলরুমে সাধারণ সভা শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভাও হয়। তবে এই অনুষ্ঠানে ছিলেন না বিএনপির প্যানেল থেকে নির্বাচিত আইনজীবীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. ওজি উল্লাহ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সবার নাম ঘোষণা করেন। তাঁদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।
এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। আর দুই সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাত পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। যদিও প্রথমবার ফল ঘোষণার সময় সাধারণ সম্পাদক পদে এগিয়ে ছিলেন বিএনপি প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গত ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি এ ভোটগ্রহণ করে। পরদিন ১৭ মার্চ ভোট গণনা করে রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সম্পাদক প্রার্থী ভোট পুনর্গণনার দাবি করে লিখিত আবেদন জানালে ফল ঘোষণা আটকে যায়। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ওই রাতেই ফলাফল ঘোষণা না করে মশিউজ্জামান সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
দীর্ঘ ১ মাস ১৩ দিন পর গত ২৭ এপ্রিল অ্যাডভোকেট অজি উল্লাহ দাবি করেন, তাঁকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। ওই দিনই তাঁর নেতৃত্বাধীন কমিটি সম্পাদক পদের ভোট পুনরায় গণনা করে ফলাফল ঘোষণা করেন। তবে ওই সময় বিএনপি প্যানেলের কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। পরে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই সঙ্গে তাঁরা এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেন।
বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জানানোই হয়নি।’
এ ছাড়া এ অনুষ্ঠানের কথা জানানো হয়নি বলে জানান বিদায়ী কমিটির সদস্য রেদোয়ান আহমেদ রানজীবও।
এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে জানানো আমার কাজ না। আমি কেবল ফলাফলের বাকি আনুষ্ঠানিকতা করেছি। এটা গত কমিটির কাজ।’
রাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৫ মিনিট আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৪ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১০ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১২ ঘণ্টা আগে