অনলাইন ডেস্ক
উত্তর-পূর্ব সোমালিয়ার ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূলে অন্তত আটজন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জলসীমায় দস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তারা গ্রেপ্তার হয়।
সোমালিয়ার স্থানীয় সংবাদমাধ্যম গারো অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই জলদস্যুদের সঙ্গে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গারো অনলাইনকে জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ছিনতাই করা জলদস্যু দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছেন। তবে অভিযানে জলদস্যুদের দেওয়া মুক্তিপণের টাকা উদ্ধার হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুন্টল্যান্ড পুলিশ কর্মকর্তা গারো অনলাইনকে বলেন, এভাবে মুক্তিপণ দিয়ে জাহাজ উদ্ধার চলতে থাকলে জলদস্যুরা আরও উৎসাহিত হবে।
সাম্প্রতিক সময়ে সোমালি উপকূলে জলদস্যু আক্রমণ কিছু কমে গিয়েছিল। এর মধ্যে বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকজন জলদস্যুকে আটক করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ভারতীয় নৌবাহিনী চলতি মাসের শুরুর দিকে বেশ কয়েকজন জলদস্যুকে আটক করেছে। বিচারের জন্য তাদের ভারতে আনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সোমালি জলদস্যুরা ৫০ লাখ ডলার মুক্তিপণ পাওয়ার পর এমভি আবদুল্লাহকে ছেড়ে দিয়েছে। স্থানীয় কর্মকর্তারাও এমন তথ্য জানিয়েছেন।
গত মার্চের মাঝামাঝিতে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।
এদিকে পুন্টল্যান্ড মেরিন পুলিশ ফোর্স সোমালিয়ার আন্তর্জাতিক অংশীদারদের সমর্থনে উপকূলরেখা বরাবর নজরদারি বাড়িয়েছে।
আল-শাবাব গ্রুপ সোমালিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিয়ে জলদস্যুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিন্তু তাদের প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি বলে দাবি করছে পুলিশ।
উত্তর-পূর্ব সোমালিয়ার ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূলে অন্তত আটজন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জলসীমায় দস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তারা গ্রেপ্তার হয়।
সোমালিয়ার স্থানীয় সংবাদমাধ্যম গারো অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই জলদস্যুদের সঙ্গে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গারো অনলাইনকে জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ছিনতাই করা জলদস্যু দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছেন। তবে অভিযানে জলদস্যুদের দেওয়া মুক্তিপণের টাকা উদ্ধার হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুন্টল্যান্ড পুলিশ কর্মকর্তা গারো অনলাইনকে বলেন, এভাবে মুক্তিপণ দিয়ে জাহাজ উদ্ধার চলতে থাকলে জলদস্যুরা আরও উৎসাহিত হবে।
সাম্প্রতিক সময়ে সোমালি উপকূলে জলদস্যু আক্রমণ কিছু কমে গিয়েছিল। এর মধ্যে বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকজন জলদস্যুকে আটক করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ভারতীয় নৌবাহিনী চলতি মাসের শুরুর দিকে বেশ কয়েকজন জলদস্যুকে আটক করেছে। বিচারের জন্য তাদের ভারতে আনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সোমালি জলদস্যুরা ৫০ লাখ ডলার মুক্তিপণ পাওয়ার পর এমভি আবদুল্লাহকে ছেড়ে দিয়েছে। স্থানীয় কর্মকর্তারাও এমন তথ্য জানিয়েছেন।
গত মার্চের মাঝামাঝিতে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।
এদিকে পুন্টল্যান্ড মেরিন পুলিশ ফোর্স সোমালিয়ার আন্তর্জাতিক অংশীদারদের সমর্থনে উপকূলরেখা বরাবর নজরদারি বাড়িয়েছে।
আল-শাবাব গ্রুপ সোমালিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিয়ে জলদস্যুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিন্তু তাদের প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি বলে দাবি করছে পুলিশ।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৫ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে