নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজার মেয়াদ গণনার ক্ষেত্রে হাজতবাস বাদ দেওয়ার বিধান যথাযথভাবে প্রতিপালন করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৬ বছর কারাগারে থাকা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশ দেন।
একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারা যথাযথভাবে পালন করতে কারা কর্তৃপক্ষ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আদালতের সিদ্ধান্ত পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সাংবাদিকদের বলেন, আসামি ইউনুছ আলীকে জোড়া খুনের মামলায় নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইউনুছ আলীর আইনজীবী আপিল বিভাগে বলেন, তিনি ২৬ বছর ধরে কারাবাসে রয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারায় বলা হয়েছে, বিচারের সময়ে আসামি যত দিন হাজতবাস করবেন, এই সময় সাজা থেকে বাদ যাবে। এ ক্ষেত্রে ইউনুছ আলীর রায়ে ৩৫ক ধারা উল্লেখ করা ছিল না। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষ হিসাব করে দেখে তাঁকে মুক্তি দেবেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রায় ২৬ বছর ধরে ইউনুছ আলী কারাবাস করছেন। জেল কোড অনুযায়ী যেখানে কারাবাস হয় ৩৪ বছরের মতো। যাবজ্জীবন মানে ৩০ বছর ধরে নিলে তিনি চার বছর বেশি কারাবাস করেছেন। তিনি বলেন, এর ফলে যারা অনেক দিন ধরে কারাগারে রয়েছেন তাঁরা এ রায়ের সুবিধা পাবেন।
এদিকে একের পর এক আইনজীবী ছাড়াই বিচার প্রার্থীদের দেশের সর্বোচ্চ আদালতে সরাসরি দাঁড়ানো ‘ফ্যাশন’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
আজ আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে এজলাস কক্ষ থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কয়েকজন তাঁদের মামলা নিষ্পত্তির আবেদন করেন। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, এরপর আইনজীবী থাকা সত্ত্বেও কোনো বিচারপ্রার্থী আদালতে দাঁড়ালে ওই আইনজীবীর সনদ বাতিল করে দেওয়া হবে।
সাজার মেয়াদ গণনার ক্ষেত্রে হাজতবাস বাদ দেওয়ার বিধান যথাযথভাবে প্রতিপালন করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৬ বছর কারাগারে থাকা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশ দেন।
একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারা যথাযথভাবে পালন করতে কারা কর্তৃপক্ষ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আদালতের সিদ্ধান্ত পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সাংবাদিকদের বলেন, আসামি ইউনুছ আলীকে জোড়া খুনের মামলায় নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইউনুছ আলীর আইনজীবী আপিল বিভাগে বলেন, তিনি ২৬ বছর ধরে কারাবাসে রয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারায় বলা হয়েছে, বিচারের সময়ে আসামি যত দিন হাজতবাস করবেন, এই সময় সাজা থেকে বাদ যাবে। এ ক্ষেত্রে ইউনুছ আলীর রায়ে ৩৫ক ধারা উল্লেখ করা ছিল না। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষ হিসাব করে দেখে তাঁকে মুক্তি দেবেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রায় ২৬ বছর ধরে ইউনুছ আলী কারাবাস করছেন। জেল কোড অনুযায়ী যেখানে কারাবাস হয় ৩৪ বছরের মতো। যাবজ্জীবন মানে ৩০ বছর ধরে নিলে তিনি চার বছর বেশি কারাবাস করেছেন। তিনি বলেন, এর ফলে যারা অনেক দিন ধরে কারাগারে রয়েছেন তাঁরা এ রায়ের সুবিধা পাবেন।
এদিকে একের পর এক আইনজীবী ছাড়াই বিচার প্রার্থীদের দেশের সর্বোচ্চ আদালতে সরাসরি দাঁড়ানো ‘ফ্যাশন’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
আজ আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে এজলাস কক্ষ থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কয়েকজন তাঁদের মামলা নিষ্পত্তির আবেদন করেন। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, এরপর আইনজীবী থাকা সত্ত্বেও কোনো বিচারপ্রার্থী আদালতে দাঁড়ালে ওই আইনজীবীর সনদ বাতিল করে দেওয়া হবে।
শীতে ঘনকুয়াশার কারণে ঢাকায় উড়োজাহাজ অবতরণে সমস্যা হলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প হিসেবে রাখা হয়েছে
১৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে ট্রাক্টরচাপায় আবদুর রহমান (৩৭) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া নয় জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেগত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘রাজনৈতিক কারণে কয়েকটি’ সহিংসতা ঘটেছে। কিন্তু দেশকে অস্থিতিশীল করতে সেগুলো নিয়ে সম্পূর্ণ অতিরঞ্জিত প্রচার-প্রচ
২ ঘণ্টা আগেদ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বন্যার ফলে অনেক জায়গায় ফসলহানি হয়েছে, ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল।
৪ ঘণ্টা আগে