নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনারদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের সময় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রথম ধাপে গত ১৪ ও ১৫ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে চার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, আঞ্চলিক, সিনিয়র ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে বাকি চার বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২৮ ও ২৯ অক্টোবর কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই তারিখ পরিবর্তন করে ২ ও ৩ নভেম্বর করা হবে।
ডিসি, এসপিদের প্রশিক্ষণের সময় পরিবর্তনের বিষয়টি শনিবার ইটিআইয়ের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি মহাসমাবেশের করার ঘোষণা দিয়েছে। রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। সেদিন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে শান্তি সমাবেশের ঘোষণা এসেছে। রাজনৈতিক এমন পরিস্থিতিতে ডিসি এসপিদের কর্মশালার তারিখ পরিবর্তন করল ইসি।
যদিও ইসি থেকে বলা হচ্ছে ৩০ অক্টোবর আইন শৃঙ্খলা নিয়ে কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক হবে। সে কারণে ২৮ ও ২৯ অক্টোবরের কর্মশালাটি ২ ও ৩ নভেম্বর করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসি জানায়, বেশ কিছু আইন ও বিধিমালার সংস্কার হয়েছে। এছাড়া, মাঠের অনেক কর্মকর্তারাও নতুন। তাই নির্বাচনের সামগ্রিক বিষয়ে ধারণা দিতেই মূলত এই কর্মশালার আয়োজন করা হচ্ছে। সংসদের সাধারণ নির্বাচনে সাধারণত রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে জেলা প্রশাসকেরা।
ইতিমধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলবে পুরো নভেম্বর মাস জুড়ে। তফসিল ঘোষণার পর মাঠপর্যায়ে গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার) প্রশিক্ষণ দেবেন। এছাড়া শুরু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে ১ নভেম্বর। সংবিধান অনুযায়ী, ২৯ জানুয়ারির মধ্যে এই নির্বাচন আয়োজন করতে হবে। তবে জানুয়ারির প্রথমার্ধের মধ্যে তফসিল এবং জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনারদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের সময় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রথম ধাপে গত ১৪ ও ১৫ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে চার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, আঞ্চলিক, সিনিয়র ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে বাকি চার বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২৮ ও ২৯ অক্টোবর কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই তারিখ পরিবর্তন করে ২ ও ৩ নভেম্বর করা হবে।
ডিসি, এসপিদের প্রশিক্ষণের সময় পরিবর্তনের বিষয়টি শনিবার ইটিআইয়ের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি মহাসমাবেশের করার ঘোষণা দিয়েছে। রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। সেদিন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে শান্তি সমাবেশের ঘোষণা এসেছে। রাজনৈতিক এমন পরিস্থিতিতে ডিসি এসপিদের কর্মশালার তারিখ পরিবর্তন করল ইসি।
যদিও ইসি থেকে বলা হচ্ছে ৩০ অক্টোবর আইন শৃঙ্খলা নিয়ে কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক হবে। সে কারণে ২৮ ও ২৯ অক্টোবরের কর্মশালাটি ২ ও ৩ নভেম্বর করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসি জানায়, বেশ কিছু আইন ও বিধিমালার সংস্কার হয়েছে। এছাড়া, মাঠের অনেক কর্মকর্তারাও নতুন। তাই নির্বাচনের সামগ্রিক বিষয়ে ধারণা দিতেই মূলত এই কর্মশালার আয়োজন করা হচ্ছে। সংসদের সাধারণ নির্বাচনে সাধারণত রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে জেলা প্রশাসকেরা।
ইতিমধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলবে পুরো নভেম্বর মাস জুড়ে। তফসিল ঘোষণার পর মাঠপর্যায়ে গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার) প্রশিক্ষণ দেবেন। এছাড়া শুরু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে ১ নভেম্বর। সংবিধান অনুযায়ী, ২৯ জানুয়ারির মধ্যে এই নির্বাচন আয়োজন করতে হবে। তবে জানুয়ারির প্রথমার্ধের মধ্যে তফসিল এবং জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
১১ মিনিট আগেছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় হওয়ায় মামলায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
২২ মিনিট আগেরাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে সংস্কারের ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার প্রশ্নে ধৈর্যের ঘাটতি লক্ষণীয়। গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ও হুমকি-হামলাসহ কোনো কোনো গণমাধ্যম
১ ঘণ্টা আগেছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ আসামিকে আজ সোমবার হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল পৌনে ১০ টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়।
৩ ঘণ্টা আগে