অনলাইন ডেস্ক
বাংলাদেশে অনলাইনে ‘মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ’ অবশ্যই বন্ধ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডিজিটাল নিরাপত্তা আইন, এই মামলায় ১০ ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ হওয়া, নির্বিচারে আটকে রাখা এবং নির্যাতনের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটির এক ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।
‘বাংলাদেশ: ভিন্নমতের কোনো স্থান নেই—অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে অভিযান’ শিরোনামে ২৫ জুলাই ২৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি। এ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলায় বাংলাদেশে অন্তত ৪৩৩ জন কারাগারে রয়েছেন। সাংবাদিক, কার্টুনিস্ট, গায়ক, অ্যাকটিভিস্ট, উদ্যোক্তা, শিক্ষার্থী এমনকি লেখাপড়া না জানা এক কৃষকেও এ আইনে টার্গেট করা হয়েছে। বিচার বিহীনভাবে ১০ মাস কারাগারে নির্যাতনের পর হার্ট অ্যাটাকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। অথচ, মুশতাকের এক মিনিটও জেল খাটার কথা ছিল না বলে মনে করে অ্যামনেস্টি।
এ আইন প্রসঙ্গে বলা হয়, অনলাইনে একটি মন্তব্যের কারণেও যে কোনো স্থানে অভিযান, ইলেকট্রনিক ডিভাইস জব্দ এবং ওয়ারেন্ট ছাড়াই আটকের মতো নির্বিচার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ভিন্নমত দমনের জন্য এ আইন ব্যবহৃত হয়ে আসছে; সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। অনলাইনে ভুয়া, আক্রমণাত্মক, অবমাননাকর ও মানহানিকর বক্তব্য ছড়িয়েছেন এমন অজুহাতে এ আইনের মাধ্যমে কর্তৃপক্ষ মূলত সমালোচনাকারীদের বিচারের মুখোমুখি করছেন। যা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) নির্ধারিত মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।
গতকালের ব্রিফিংয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো কিছুর প্রতিবাদ করা বা ভিন্নমত পোষণ করাটা বিপজ্জনক হয়ে উঠেছে। এ বিধিনিষেধ বাংলাদেশের সর্বস্তরে ভয়ের বার্তা ছড়িয়েছে, স্বাধীন মিডিয়া ও সুশীল সমাজকে সংকুচিত করেছে। এ ধরনের আইনকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০১৮ সালের মে মাসে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ চলাকালীন জাতিসংঘের দেওয়া নির্দেশনা মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেন হাম্মাদি।
এমন পরিস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শুধুমাত্র মতপ্রকাশের অধিকার চর্চার কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বন্দী করেছে তাদের অবশ্যই মুক্তি দেওয়ার দাবিও জানায় সংস্থাটি।
বাংলাদেশে অনলাইনে ‘মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ’ অবশ্যই বন্ধ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডিজিটাল নিরাপত্তা আইন, এই মামলায় ১০ ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ হওয়া, নির্বিচারে আটকে রাখা এবং নির্যাতনের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটির এক ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।
‘বাংলাদেশ: ভিন্নমতের কোনো স্থান নেই—অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে অভিযান’ শিরোনামে ২৫ জুলাই ২৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি। এ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলায় বাংলাদেশে অন্তত ৪৩৩ জন কারাগারে রয়েছেন। সাংবাদিক, কার্টুনিস্ট, গায়ক, অ্যাকটিভিস্ট, উদ্যোক্তা, শিক্ষার্থী এমনকি লেখাপড়া না জানা এক কৃষকেও এ আইনে টার্গেট করা হয়েছে। বিচার বিহীনভাবে ১০ মাস কারাগারে নির্যাতনের পর হার্ট অ্যাটাকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। অথচ, মুশতাকের এক মিনিটও জেল খাটার কথা ছিল না বলে মনে করে অ্যামনেস্টি।
এ আইন প্রসঙ্গে বলা হয়, অনলাইনে একটি মন্তব্যের কারণেও যে কোনো স্থানে অভিযান, ইলেকট্রনিক ডিভাইস জব্দ এবং ওয়ারেন্ট ছাড়াই আটকের মতো নির্বিচার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ভিন্নমত দমনের জন্য এ আইন ব্যবহৃত হয়ে আসছে; সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। অনলাইনে ভুয়া, আক্রমণাত্মক, অবমাননাকর ও মানহানিকর বক্তব্য ছড়িয়েছেন এমন অজুহাতে এ আইনের মাধ্যমে কর্তৃপক্ষ মূলত সমালোচনাকারীদের বিচারের মুখোমুখি করছেন। যা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) নির্ধারিত মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।
গতকালের ব্রিফিংয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো কিছুর প্রতিবাদ করা বা ভিন্নমত পোষণ করাটা বিপজ্জনক হয়ে উঠেছে। এ বিধিনিষেধ বাংলাদেশের সর্বস্তরে ভয়ের বার্তা ছড়িয়েছে, স্বাধীন মিডিয়া ও সুশীল সমাজকে সংকুচিত করেছে। এ ধরনের আইনকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০১৮ সালের মে মাসে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ চলাকালীন জাতিসংঘের দেওয়া নির্দেশনা মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেন হাম্মাদি।
এমন পরিস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শুধুমাত্র মতপ্রকাশের অধিকার চর্চার কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বন্দী করেছে তাদের অবশ্যই মুক্তি দেওয়ার দাবিও জানায় সংস্থাটি।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে