অনলাইন ডেস্ক
দ্বীপ দেশ ফিজির কর্মক্ষেত্রে দ্রুতই জায়গা করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকারের হিসাবে চলতি বছরের প্রথমার্ধে বিদেশি কর্মীদের মধ্যে সর্বাধিক সংখ্যক ওয়ার্ক পারমিট পেয়েছেন বাংলাদেশি প্রবাসীরা।
আজ শনিবার স্থানীয় গণমাধ্যম ফিজি টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু করা বিদেশিদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে আছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পিও টিকোডুয়াডুয়া দেশটির সংসদে এ তথ্য জানিয়েছেন।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, উল্লেখিত সময়ের মধ্যে দেওয়া ২ হাজার ৯টি ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৭১৩টিই পেয়েছেন বাংলাদেশের নাগরিকেরা।
সাম্প্রতিক বছরগুলোতে ফিজির নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ২৪৫ জন চীনা নাগরিককেও ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮৪ জন ভারতীয় নাগরিক ওয়ার্ক পারমিট পেয়েছেন।
এ ছাড়া ১৩০ জন ফিলিপাইনের নাগরিক, ১০৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, ১০৫ জন অস্ট্রেলিয়ার এবং ৬৭ জন ইন্দোনেশিয়ার নাগরিককে ওয়ার্ক পারমিট দিয়েছে ফিজি।
উল্লেখ্য, ফিজি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপপুঞ্জ। তিন শতাধিক ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই দেশ।
দ্বীপ দেশ ফিজির কর্মক্ষেত্রে দ্রুতই জায়গা করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকারের হিসাবে চলতি বছরের প্রথমার্ধে বিদেশি কর্মীদের মধ্যে সর্বাধিক সংখ্যক ওয়ার্ক পারমিট পেয়েছেন বাংলাদেশি প্রবাসীরা।
আজ শনিবার স্থানীয় গণমাধ্যম ফিজি টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু করা বিদেশিদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে আছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পিও টিকোডুয়াডুয়া দেশটির সংসদে এ তথ্য জানিয়েছেন।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, উল্লেখিত সময়ের মধ্যে দেওয়া ২ হাজার ৯টি ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৭১৩টিই পেয়েছেন বাংলাদেশের নাগরিকেরা।
সাম্প্রতিক বছরগুলোতে ফিজির নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ২৪৫ জন চীনা নাগরিককেও ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮৪ জন ভারতীয় নাগরিক ওয়ার্ক পারমিট পেয়েছেন।
এ ছাড়া ১৩০ জন ফিলিপাইনের নাগরিক, ১০৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, ১০৫ জন অস্ট্রেলিয়ার এবং ৬৭ জন ইন্দোনেশিয়ার নাগরিককে ওয়ার্ক পারমিট দিয়েছে ফিজি।
উল্লেখ্য, ফিজি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপপুঞ্জ। তিন শতাধিক ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই দেশ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৭ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১২ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
১৪ ঘণ্টা আগে