নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভোট উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। আজ রোববার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী নির্বাচনী আচরণবিধি তুলে ধরে বক্তব্য দেন। পরে সাধারণ ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থীরা বক্তব্য দেন। তাঁরা সমস্যা তুলে ধরে সমাধানের জন্য অনুরোধ করেন। সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ছাড়া বাকি চার মেয়র পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
অধিকাংশ প্রার্থী ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে অনেক ক্ষেত্রে আঙুলের ছাপ না মেলার জটিলতার কথা জানান। প্রার্থীরা ভোট গ্রহণ দ্রুত করতে জাতীয় পরিচয়পত্রের ছবি ও ঠিকানা মিলিয়ে ভোট নেওয়ার অনুরোধ করেন।
কাউন্সিলর প্রার্থীদের কয়েকজন প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোট শেষ পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোট পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া নেতা কর্মীদের গ্রেপ্তার না করার অনুরোধ করেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রার্থীরা নির্বাচনে কূটকৌশলের আশ্রয় নিলে প্রয়োজনে ভোট স্থগিত রাখা হবে। আর ফলাফল প্রকাশের পরে তা প্রমাণ হলে ভোট বাতিল করা হবে।’
সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন কোনো যুদ্ধ নয়, এটি প্রতিযোগিতা। অহিংস নির্বাচনে সহিংসতা করা যাবে না।’ কেউ যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে অহিংসভাবে প্রতিরোধ করার অনুরোধ করেন তিনি।
সিইসি বলেন, ‘নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ। আমরা মিডিয়ায় খবর পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি তাও না হয়, ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে, প্রমাণ হলে ব্যবস্থা নেব। প্রয়োজনে নির্বাচন স্থগিত করব। ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।’
আইনশৃঙ্খলার অবনতির কারণে নির্বাচনে কোনো প্রশ্ন উঠলে তার পুরো দায়ভার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নিতে হবে উল্লেখ করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘সফল হলে প্রশংসা তাঁদের। তাই নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে।’
ভোটে বুথে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি যেন না থাকে, সেটিও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোপন বুথ ছাড়া ভোটকেন্দ্রে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা থাকার কথা জানান সিইসি।
তিনি বলেন, ‘কোনো কারণে যদি কোনো কেন্দ্রে ইভিএম নষ্ট হয়, কেউ নষ্ট করে ফেলে, সে ক্ষেত্রে কোনো ভোটার যদি বিকেল ৪টার আগে কেন্দ্রে উপস্থিত হন তাদের জন্য রাত ১০টা হলেও ভোটগ্রহণ করা হবে। বয়স্ক কিংবা অসুস্থ ভোটারদের জন্য বাড়ি গিয়ে ভোট কাস্ট করার একটা পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন—নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার ও কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহাম্মদ।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভোট উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। আজ রোববার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী নির্বাচনী আচরণবিধি তুলে ধরে বক্তব্য দেন। পরে সাধারণ ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থীরা বক্তব্য দেন। তাঁরা সমস্যা তুলে ধরে সমাধানের জন্য অনুরোধ করেন। সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ছাড়া বাকি চার মেয়র পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
অধিকাংশ প্রার্থী ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে অনেক ক্ষেত্রে আঙুলের ছাপ না মেলার জটিলতার কথা জানান। প্রার্থীরা ভোট গ্রহণ দ্রুত করতে জাতীয় পরিচয়পত্রের ছবি ও ঠিকানা মিলিয়ে ভোট নেওয়ার অনুরোধ করেন।
কাউন্সিলর প্রার্থীদের কয়েকজন প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোট শেষ পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোট পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া নেতা কর্মীদের গ্রেপ্তার না করার অনুরোধ করেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রার্থীরা নির্বাচনে কূটকৌশলের আশ্রয় নিলে প্রয়োজনে ভোট স্থগিত রাখা হবে। আর ফলাফল প্রকাশের পরে তা প্রমাণ হলে ভোট বাতিল করা হবে।’
সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন কোনো যুদ্ধ নয়, এটি প্রতিযোগিতা। অহিংস নির্বাচনে সহিংসতা করা যাবে না।’ কেউ যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে অহিংসভাবে প্রতিরোধ করার অনুরোধ করেন তিনি।
সিইসি বলেন, ‘নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ। আমরা মিডিয়ায় খবর পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি তাও না হয়, ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে, প্রমাণ হলে ব্যবস্থা নেব। প্রয়োজনে নির্বাচন স্থগিত করব। ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।’
আইনশৃঙ্খলার অবনতির কারণে নির্বাচনে কোনো প্রশ্ন উঠলে তার পুরো দায়ভার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নিতে হবে উল্লেখ করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘সফল হলে প্রশংসা তাঁদের। তাই নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে।’
ভোটে বুথে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি যেন না থাকে, সেটিও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোপন বুথ ছাড়া ভোটকেন্দ্রে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা থাকার কথা জানান সিইসি।
তিনি বলেন, ‘কোনো কারণে যদি কোনো কেন্দ্রে ইভিএম নষ্ট হয়, কেউ নষ্ট করে ফেলে, সে ক্ষেত্রে কোনো ভোটার যদি বিকেল ৪টার আগে কেন্দ্রে উপস্থিত হন তাদের জন্য রাত ১০টা হলেও ভোটগ্রহণ করা হবে। বয়স্ক কিংবা অসুস্থ ভোটারদের জন্য বাড়ি গিয়ে ভোট কাস্ট করার একটা পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন—নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার ও কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহাম্মদ।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
রাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
১ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৫ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১১ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১২ ঘণ্টা আগে