কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যুক্তরাষ্ট্র এটাই চাই। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে সে দেশের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান এ বিষয়ে জোর দিয়েছেন।
ওয়াশিংটনে শুক্রবার (৭ অক্টোবর) তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়েন্ডি শেরম্যান নিজে টুইট করে এবং তাঁর দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, বৈঠকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠান এবং মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
শাহরিয়ার আলম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এর কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ সরকারের কাছে সে দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
এ বিষয়ে শেরম্যান সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের শ্রম খাতে অগ্রগতির কথা উল্লেখ করে শেরম্যান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন।
বৈঠকে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত পাঠানো, ইউক্রেন যুদ্ধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জাতিসংঘ শান্তি মিশন, করোনা মহামারি মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যুক্তরাষ্ট্র এটাই চাই। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে সে দেশের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান এ বিষয়ে জোর দিয়েছেন।
ওয়াশিংটনে শুক্রবার (৭ অক্টোবর) তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়েন্ডি শেরম্যান নিজে টুইট করে এবং তাঁর দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, বৈঠকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠান এবং মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
শাহরিয়ার আলম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এর কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ সরকারের কাছে সে দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
এ বিষয়ে শেরম্যান সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের শ্রম খাতে অগ্রগতির কথা উল্লেখ করে শেরম্যান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন।
বৈঠকে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত পাঠানো, ইউক্রেন যুদ্ধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জাতিসংঘ শান্তি মিশন, করোনা মহামারি মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৬ ঘণ্টা আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৮ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
১১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১৮ ঘণ্টা আগে