নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং শিশুরা ঘরবন্দী থাকলেও এ সময় শিশু নির্যাতনের ঘটনা আগের চেয়ে বেড়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে ৮১৮ শিশু। এ ছাড়া ৯৪ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এক ভার্চুয়াল সভায় আজ মঙ্গলবার এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। দেশের আটটি জাতীয় দৈনিক থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এমজেএফের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয়েছে ১৪টি মেয়েশিশুর। এ ছাড়া যৌন নির্যাতনের শিকার হয়েছে ১১০ শিশু। ২০২০ সালে শিশু ধর্ষণের এই সংখ্যা ছিল ৬২৬।
এমজেএফ বলছে, ২০২১ সালে প্রতিটি ক্ষেত্রেই শিশুর প্রতি নেতিবাচকতা বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে আত্মহত্যা করেছে ৭৮ শিশু। এর মধ্যে ৫৭টি ছেলে ও ২১টি মেয়েশিশু। ২০২০ সালে আত্মহত্যাকারী শিশুর সংখ্যা ছিল ৩৪। ২০২১ সালে বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৮৩ শিশু এবং হত্যার চেষ্টা করা হয়েছে ১৩৫টিকে। ২০২০ সালে হত্যার শিকার হয়েছিল ১৪৫ শিশু।
এমজেএফ বলছে, গত বছর পানিতে ডুবে মারা গেছে ৫৭০টি শিশু। ২০২০ সালে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ছিল ১৬৫। গত বছর নিখোঁজ হয়েছে ৩৮ শিশু। ২০২০ সালে নিখোঁজ ও অপহরণের শিকার হয়েছে ২২ শিশু।
তবে ২০২০-এর চেয়ে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর সংখ্যা কমেছে। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৯ শিশু। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১৫৮।
মানুষের জন্য ফাউন্ডেশনের পর্যালোচনায় বলা হয়েছে, অবনতিশীল পরিস্থিতি থেকে এটি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের শিশুরা তাদের ঘরেই নিরাপদ নয়। অধিকাংশ শিশু ধর্ষণের ঘটনা পারিবারিক পরিবেশে পরিচিতদের মাধ্যমেই সংঘটিত হয়েছে। পরিবারের পরিচিত লোকদের মাধ্যমে ধর্ষণের শিকার হওয়া ছাড়াও প্রতিবেশীদের হাতে শিশুদের একটি বড় অংশ ধর্ষণের শিকার হচ্ছে। মূলত কম বয়সী শিশুরাই ধর্ষণের শিকার বেশি হচ্ছে।
এমজেএফের প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে ৩৮ জন গৃহকর্মী ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২ জন নিহত, ২৪ জন আহত ও দুজন আত্মহত্যা করেছে। নিহত গৃহকর্মীদের মধ্যে চারজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আটজনের মৃত্যু ‘রহস্যজনক’।
সভায় প্রতিবেদন উপস্থাপনের পর মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এমজেএফের বিশ্লেষণ অনুযায়ী শিশুরা নিজের বাসায় নিরাপদ নয়। শিশু ধর্ষণ ও শিশুকে যৌন হয়রানি বন্ধ করার জন্য সবাইকে এখনই জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। না হলে এই হার বাড়তেই থাকবে। তিনি শিশু সুরক্ষায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সহৃদয় হওয়ার পাশাপাশি শিশু অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুজ্জামান। তিনি বলেন, পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে অপরাধ প্রবণতার ধারণামাত্র। এটা প্রকৃত চিত্র নয়। তিনি জানান, ১৫টি পত্রিকা থেকে মহিলা ও শিশু মন্ত্রণালয় তথ্য গ্রহণ করে। ‘১০৯’ হটলাইন নম্বরে প্রতিদিন অসংখ্য ফোন আসে। সেখান থেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ও অপরাধের একটা ডেটাবেইস তৈরি করে। এ সময় তিনি সাংবাদিকদের ইতিবাচক সংবাদ তুলে ধরার আহ্বান জানান।
গত বছর করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং শিশুরা ঘরবন্দী থাকলেও এ সময় শিশু নির্যাতনের ঘটনা আগের চেয়ে বেড়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে ৮১৮ শিশু। এ ছাড়া ৯৪ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এক ভার্চুয়াল সভায় আজ মঙ্গলবার এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। দেশের আটটি জাতীয় দৈনিক থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এমজেএফের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয়েছে ১৪টি মেয়েশিশুর। এ ছাড়া যৌন নির্যাতনের শিকার হয়েছে ১১০ শিশু। ২০২০ সালে শিশু ধর্ষণের এই সংখ্যা ছিল ৬২৬।
এমজেএফ বলছে, ২০২১ সালে প্রতিটি ক্ষেত্রেই শিশুর প্রতি নেতিবাচকতা বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে আত্মহত্যা করেছে ৭৮ শিশু। এর মধ্যে ৫৭টি ছেলে ও ২১টি মেয়েশিশু। ২০২০ সালে আত্মহত্যাকারী শিশুর সংখ্যা ছিল ৩৪। ২০২১ সালে বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৮৩ শিশু এবং হত্যার চেষ্টা করা হয়েছে ১৩৫টিকে। ২০২০ সালে হত্যার শিকার হয়েছিল ১৪৫ শিশু।
এমজেএফ বলছে, গত বছর পানিতে ডুবে মারা গেছে ৫৭০টি শিশু। ২০২০ সালে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ছিল ১৬৫। গত বছর নিখোঁজ হয়েছে ৩৮ শিশু। ২০২০ সালে নিখোঁজ ও অপহরণের শিকার হয়েছে ২২ শিশু।
তবে ২০২০-এর চেয়ে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর সংখ্যা কমেছে। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৯ শিশু। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১৫৮।
মানুষের জন্য ফাউন্ডেশনের পর্যালোচনায় বলা হয়েছে, অবনতিশীল পরিস্থিতি থেকে এটি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের শিশুরা তাদের ঘরেই নিরাপদ নয়। অধিকাংশ শিশু ধর্ষণের ঘটনা পারিবারিক পরিবেশে পরিচিতদের মাধ্যমেই সংঘটিত হয়েছে। পরিবারের পরিচিত লোকদের মাধ্যমে ধর্ষণের শিকার হওয়া ছাড়াও প্রতিবেশীদের হাতে শিশুদের একটি বড় অংশ ধর্ষণের শিকার হচ্ছে। মূলত কম বয়সী শিশুরাই ধর্ষণের শিকার বেশি হচ্ছে।
এমজেএফের প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে ৩৮ জন গৃহকর্মী ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২ জন নিহত, ২৪ জন আহত ও দুজন আত্মহত্যা করেছে। নিহত গৃহকর্মীদের মধ্যে চারজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আটজনের মৃত্যু ‘রহস্যজনক’।
সভায় প্রতিবেদন উপস্থাপনের পর মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এমজেএফের বিশ্লেষণ অনুযায়ী শিশুরা নিজের বাসায় নিরাপদ নয়। শিশু ধর্ষণ ও শিশুকে যৌন হয়রানি বন্ধ করার জন্য সবাইকে এখনই জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। না হলে এই হার বাড়তেই থাকবে। তিনি শিশু সুরক্ষায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সহৃদয় হওয়ার পাশাপাশি শিশু অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুজ্জামান। তিনি বলেন, পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে অপরাধ প্রবণতার ধারণামাত্র। এটা প্রকৃত চিত্র নয়। তিনি জানান, ১৫টি পত্রিকা থেকে মহিলা ও শিশু মন্ত্রণালয় তথ্য গ্রহণ করে। ‘১০৯’ হটলাইন নম্বরে প্রতিদিন অসংখ্য ফোন আসে। সেখান থেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ও অপরাধের একটা ডেটাবেইস তৈরি করে। এ সময় তিনি সাংবাদিকদের ইতিবাচক সংবাদ তুলে ধরার আহ্বান জানান।
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৩৭ মিনিট আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
২ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৬ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১২ ঘণ্টা আগে