নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাইকোর্ট বলেছেন, 'শুধু আসলে গেলে হবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে হবে।' আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবর রহমানের বেঞ্চ এসব কথা বলে।
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কাউন্সিলর মোমিনুল হক সাঈদসহ অর্থপাচার মামলায় জারি করা রুলে দীর্ঘ আট মাসেও জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।
গত ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই প্রতিবেদন গ্রহণ করে আদালতে রোববার শুনানি হয়।
এ সময় হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, 'কেন আদালতের আদেশ প্রতিপালন করা হয়নি? শুধুমাত্র পুলিশ আদেশ প্রতিপালন করেছে, বাকিরা কোথায়? আর কী বলব এ নিয়ে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এগুলো খুব জটিল বিষয়। ভালো করে দেখে রায় দিতে হবে।'
পরে আদালত অর্থ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাণিজ্যসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার আগামী ২১ নভেম্বর জবাব দাখিলের জন্য দিন ঠিক করে দেয় আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন মানিক। অর্থপাচারে সম্রাটসহ আসামিদের সম্পৃক্ততা রয়েছে এমনটি জানিয়ে গত ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিল করে পুলিশ।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশের আলোকে এ প্রতিবেদন জমা দেয় সিআইডি।
হাইকোর্ট বলেছেন, 'শুধু আসলে গেলে হবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে হবে।' আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবর রহমানের বেঞ্চ এসব কথা বলে।
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কাউন্সিলর মোমিনুল হক সাঈদসহ অর্থপাচার মামলায় জারি করা রুলে দীর্ঘ আট মাসেও জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।
গত ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই প্রতিবেদন গ্রহণ করে আদালতে রোববার শুনানি হয়।
এ সময় হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, 'কেন আদালতের আদেশ প্রতিপালন করা হয়নি? শুধুমাত্র পুলিশ আদেশ প্রতিপালন করেছে, বাকিরা কোথায়? আর কী বলব এ নিয়ে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এগুলো খুব জটিল বিষয়। ভালো করে দেখে রায় দিতে হবে।'
পরে আদালত অর্থ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাণিজ্যসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার আগামী ২১ নভেম্বর জবাব দাখিলের জন্য দিন ঠিক করে দেয় আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন মানিক। অর্থপাচারে সম্রাটসহ আসামিদের সম্পৃক্ততা রয়েছে এমনটি জানিয়ে গত ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিল করে পুলিশ।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশের আলোকে এ প্রতিবেদন জমা দেয় সিআইডি।
শীতে ঘনকুয়াশার কারণে ঢাকায় উড়োজাহাজ অবতরণে সমস্যা হলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প হিসেবে রাখা হয়েছে
১৫ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে ট্রাক্টরচাপায় আবদুর রহমান (৩৭) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া নয় জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেগত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘রাজনৈতিক কারণে কয়েকটি’ সহিংসতা ঘটেছে। কিন্তু দেশকে অস্থিতিশীল করতে সেগুলো নিয়ে সম্পূর্ণ অতিরঞ্জিত প্রচার-প্রচ
২ ঘণ্টা আগেদ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বন্যার ফলে অনেক জায়গায় ফসলহানি হয়েছে, ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল।
৪ ঘণ্টা আগে