উবায়দুল্লাহ বাদল, ঢাকা
বিদ্যমান বিধিবিধান উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমানকে (৬২৫৪) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটেও সচিব পদে মফিদুর রহমানের নাম ও ছবি আপলোড হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করলেও নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কর্মকর্তাদের অনেকে বলছেন, প্রশাসনে ক্যাডার কর্মকর্তাদের, বিশেষ করে সরকারের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, প্রেষণ ও পদোন্নতির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এটা কোনোভাবেই অন্য কোনো মন্ত্রণালয় করতে পারে না। চলতি বা রুটিন দায়িত্ব দিতে হলেও এর সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদন লাগবে।
এর আগে গত ১৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে পদটি শূন্য হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
এরও আগে হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করে সরকার।
এ প্রসঙ্গে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এটা অর্থ উপদেষ্টার নির্দেশে করা হয়েছে। যদিও এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার।’
আরও খবর পড়ুন:
বিদ্যমান বিধিবিধান উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমানকে (৬২৫৪) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটেও সচিব পদে মফিদুর রহমানের নাম ও ছবি আপলোড হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করলেও নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কর্মকর্তাদের অনেকে বলছেন, প্রশাসনে ক্যাডার কর্মকর্তাদের, বিশেষ করে সরকারের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, প্রেষণ ও পদোন্নতির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এটা কোনোভাবেই অন্য কোনো মন্ত্রণালয় করতে পারে না। চলতি বা রুটিন দায়িত্ব দিতে হলেও এর সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদন লাগবে।
এর আগে গত ১৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে পদটি শূন্য হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
এরও আগে হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করে সরকার।
এ প্রসঙ্গে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এটা অর্থ উপদেষ্টার নির্দেশে করা হয়েছে। যদিও এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার।’
আরও খবর পড়ুন:
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৩ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৩ ঘণ্টা আগে