নিজস্ব প্রতিবেদক
ঢাকা: স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে আগামী ২৪ মে থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
আজ শনিবার ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ মালিক ও শ্রমিকেরা মানবেতর দিন যাপন করছেন। সরকারের কাছে আমরা আবেদন করছি, সবার কথা বিবেচনা করে সীমিত পরিসরে যাত্রীবাহী লঞ্চ চালু করার। এবার ঈদে শ্রমিকদের আমরা বেতন-বোনাস দিতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাই শ্রমিকদের জন্য আলাদা করে প্রণোদনা দেওয়ার।'
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে লঞ্চ মালিকরা। লঞ্চ ও দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই চলছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে চলাচল করছে।
এ অবস্থায় আগামী ২৪ মে থেকে সারা দেশে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও দাবি জানানো হয়, এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ, নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।
ঢাকা: স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে আগামী ২৪ মে থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
আজ শনিবার ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ মালিক ও শ্রমিকেরা মানবেতর দিন যাপন করছেন। সরকারের কাছে আমরা আবেদন করছি, সবার কথা বিবেচনা করে সীমিত পরিসরে যাত্রীবাহী লঞ্চ চালু করার। এবার ঈদে শ্রমিকদের আমরা বেতন-বোনাস দিতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাই শ্রমিকদের জন্য আলাদা করে প্রণোদনা দেওয়ার।'
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে লঞ্চ মালিকরা। লঞ্চ ও দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই চলছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে চলাচল করছে।
এ অবস্থায় আগামী ২৪ মে থেকে সারা দেশে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও দাবি জানানো হয়, এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ, নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
৩ ঘণ্টা আগে‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
৪ ঘণ্টা আগেব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
৬ ঘণ্টা আগেসরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
৭ ঘণ্টা আগে