নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সূচি নিয়ে দোলাচলে থাকা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি, জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রে প্রার্থীর উপস্থিতি ছিল বেশ কম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদের দেওয়া তথ্য অনুযায়ী, সহকারী পরিচালক পদে ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থীর মধ্যে ৬২ হাজারই ছিল অনুপস্থিত। প্রার্থীরা মনে করছেন, পরীক্ষার তারিখ নিয়ে অনিশ্চয়তার কারণে কেন্দ্রে উপস্থিতির সংখ্যা কম ছিল।
আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ৪৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রমনার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমার কক্ষে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন উপস্থিত ছিল। বেশির ভাগ প্রার্থীই পরীক্ষা হবে কি না তা নিয়ে সন্দিহান ছিল। ঢাকার বাইরে থেকে অনেকেই আসতে পারেনি। বিশেষ করে নারী প্রার্থীরা বেশি সমস্যায় পড়েছেন।’
চলতি বছরের ১০ মে সহকারী পরিচালক পদে ২২৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। ১৫ জুন পর্যন্ত এই পদে আবেদনের জন্য সময় পান চাকরিপ্রার্থীরা। গত ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষার (১০০ নম্বরের এমসিকিউ) সূচি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সূচিতে ২৮ অক্টোবর এই পরীক্ষার তারিখ দেওয়া হয়।
কিন্তু মির্জা রকিবুল হাসান নামের একজন চাকরিপ্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে পরীক্ষার মাত্র ৫ দিন আগে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করার আদেশ দেন উচ্চ আদালত। এরপর ২৫ অক্টোবর উচ্চ আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২৮ অক্টোবরই অনুষ্ঠিত হয় পরীক্ষা।
চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী অনামিকা পারভিন বলেন, ‘যেদিন বাসের টিকিট করব, সেদিনই শুনলাম পরীক্ষা স্থগিত হয়েছে। এরপর পরীক্ষার মাত্র দুদিন আগে আদালতের আরেক আদেশ এল। ঢাকায় গিয়ে যে আত্মীয়ের বাসায় থাকার কথা ছিল, তিনিই তখন ঢাকার বাইরে। এসব জটিলতায় শেষ মুহূর্তে আর পরীক্ষা দিতে যেতেই পারলাম না।’
সূচি নিয়ে দোলাচলে থাকা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি, জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রে প্রার্থীর উপস্থিতি ছিল বেশ কম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদের দেওয়া তথ্য অনুযায়ী, সহকারী পরিচালক পদে ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থীর মধ্যে ৬২ হাজারই ছিল অনুপস্থিত। প্রার্থীরা মনে করছেন, পরীক্ষার তারিখ নিয়ে অনিশ্চয়তার কারণে কেন্দ্রে উপস্থিতির সংখ্যা কম ছিল।
আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ৪৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রমনার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমার কক্ষে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন উপস্থিত ছিল। বেশির ভাগ প্রার্থীই পরীক্ষা হবে কি না তা নিয়ে সন্দিহান ছিল। ঢাকার বাইরে থেকে অনেকেই আসতে পারেনি। বিশেষ করে নারী প্রার্থীরা বেশি সমস্যায় পড়েছেন।’
চলতি বছরের ১০ মে সহকারী পরিচালক পদে ২২৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। ১৫ জুন পর্যন্ত এই পদে আবেদনের জন্য সময় পান চাকরিপ্রার্থীরা। গত ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষার (১০০ নম্বরের এমসিকিউ) সূচি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সূচিতে ২৮ অক্টোবর এই পরীক্ষার তারিখ দেওয়া হয়।
কিন্তু মির্জা রকিবুল হাসান নামের একজন চাকরিপ্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে পরীক্ষার মাত্র ৫ দিন আগে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করার আদেশ দেন উচ্চ আদালত। এরপর ২৫ অক্টোবর উচ্চ আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২৮ অক্টোবরই অনুষ্ঠিত হয় পরীক্ষা।
চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী অনামিকা পারভিন বলেন, ‘যেদিন বাসের টিকিট করব, সেদিনই শুনলাম পরীক্ষা স্থগিত হয়েছে। এরপর পরীক্ষার মাত্র দুদিন আগে আদালতের আরেক আদেশ এল। ঢাকায় গিয়ে যে আত্মীয়ের বাসায় থাকার কথা ছিল, তিনিই তখন ঢাকার বাইরে। এসব জটিলতায় শেষ মুহূর্তে আর পরীক্ষা দিতে যেতেই পারলাম না।’
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
১৯ মিনিট আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
২ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৫ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১২ ঘণ্টা আগে