কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের বৈরিতার মধ্যে দুই দেশের নেতারা গতকাল রোববার অন্তত একটি বিষয়ে প্রায় অভিন্ন মত ব্যক্ত করেছেন। তা হলো, তাঁরা সবাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন দেশের নেতারা এসব কথা বলেন।
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ এরই মধ্যে আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের অংশীদারত্বের ধারাবাহিকতায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত নির্বাচনের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দুই দেশের সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আছেন।
দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা টুইটার ও টেলিগ্রামে প্রকাশ করেছে ঢাকার দেশটির দূতাবাস। বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যানধারণার সঙ্গে সমন্বিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁর বিবৃতিতে বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং গতিশীল যুব জনসংখ্যার সমন্বয়ে বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে গেছে।
কোভিডের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রচারের ক্ষেত্রে অর্জিত সাফল্যের উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চায়।
গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশ নিজের বিশাল সম্ভাবনা বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ মার্কিন মন্ত্রীর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাঁর দেশের ‘প্রতিবেশী সবার আগে’ নীতিতে বাংলাদেশ একটি মজবুত খুঁটি হয়ে রইবে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বিবৃতিতে বলেন, ৫২ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের উদ্যোগ বাংলাদেশের জন্য বড় মাপের সাফল্য।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর।
চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের বৈরিতার মধ্যে দুই দেশের নেতারা গতকাল রোববার অন্তত একটি বিষয়ে প্রায় অভিন্ন মত ব্যক্ত করেছেন। তা হলো, তাঁরা সবাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন দেশের নেতারা এসব কথা বলেন।
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ এরই মধ্যে আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের অংশীদারত্বের ধারাবাহিকতায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত নির্বাচনের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দুই দেশের সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আছেন।
দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা টুইটার ও টেলিগ্রামে প্রকাশ করেছে ঢাকার দেশটির দূতাবাস। বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যানধারণার সঙ্গে সমন্বিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁর বিবৃতিতে বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং গতিশীল যুব জনসংখ্যার সমন্বয়ে বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে গেছে।
কোভিডের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রচারের ক্ষেত্রে অর্জিত সাফল্যের উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চায়।
গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশ নিজের বিশাল সম্ভাবনা বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ মার্কিন মন্ত্রীর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাঁর দেশের ‘প্রতিবেশী সবার আগে’ নীতিতে বাংলাদেশ একটি মজবুত খুঁটি হয়ে রইবে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বিবৃতিতে বলেন, ৫২ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের উদ্যোগ বাংলাদেশের জন্য বড় মাপের সাফল্য।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৬ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৮ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৮ ঘণ্টা আগে