অনলাইন ডেস্ক
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি নাবিকদের মুক্তি দিতে ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা নিয়েছে সোমালি জলদস্যুরা। দুই জলদস্যুর বক্তব্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আবদিরশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে ৫০ লাখ ডলার আদায়ের বিষয়টি জানিয়ে বলেছেন, ‘যথারীতি দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছিল...আমরা পরীক্ষা করে দেখেছি টাকা জাল কি না। তারপর আমরা টাকাগুলো দলের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।’ সোমালিয়ার সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মুক্তিপণের টাকার অঙ্ক নিয়ে মুখ খুলছে না জাহাজের মালিকপক্ষ। কেউ বলছে ৫০ লাখ ডলারে জিম্মিদের ছেড়ে দিয়েছে দস্যুরা। কেউ বলছে টাকার অঙ্ক আরও কম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মুক্তিপণের বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানিয়েছেন খোদ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
৫৫ কোটি টাকা মুক্তিপণ দেওয়ার বিষয়ে সোমালি সংবাদমাধ্যমের তথ্য উদ্ধৃত করে প্রশ্ন রাখলে জাহাজ মালিকপক্ষের মিডিয়া উপদেষ্টা মো. মিজানুল ইসলাম বলেন, ‘মুক্তিপণের বিষয়ে কোনো কিছু বলার নেই। মুক্তিপণের বিষয়টি কৌশলগত কারণে আমরা বলতে পারব না। আমাদের নাবিকেরা মুক্ত হয়েছেন—এটাই সবচেয়ে বড় কথা।’
উল্লেখ্য, মুক্তিপণ দেওয়ার এক মাস পর গত শনিবার গভীর রাতে মুক্ত হন কেএসআরএম গ্রুপের এসআর শিপিং কোম্পানির জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। তাঁরা এখন সংযুক্ত আরব আমিরাতের পথে। সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে মালিকপক্ষ।
আরও পড়ুন:
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি নাবিকদের মুক্তি দিতে ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা নিয়েছে সোমালি জলদস্যুরা। দুই জলদস্যুর বক্তব্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আবদিরশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে ৫০ লাখ ডলার আদায়ের বিষয়টি জানিয়ে বলেছেন, ‘যথারীতি দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছিল...আমরা পরীক্ষা করে দেখেছি টাকা জাল কি না। তারপর আমরা টাকাগুলো দলের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।’ সোমালিয়ার সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মুক্তিপণের টাকার অঙ্ক নিয়ে মুখ খুলছে না জাহাজের মালিকপক্ষ। কেউ বলছে ৫০ লাখ ডলারে জিম্মিদের ছেড়ে দিয়েছে দস্যুরা। কেউ বলছে টাকার অঙ্ক আরও কম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মুক্তিপণের বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানিয়েছেন খোদ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
৫৫ কোটি টাকা মুক্তিপণ দেওয়ার বিষয়ে সোমালি সংবাদমাধ্যমের তথ্য উদ্ধৃত করে প্রশ্ন রাখলে জাহাজ মালিকপক্ষের মিডিয়া উপদেষ্টা মো. মিজানুল ইসলাম বলেন, ‘মুক্তিপণের বিষয়ে কোনো কিছু বলার নেই। মুক্তিপণের বিষয়টি কৌশলগত কারণে আমরা বলতে পারব না। আমাদের নাবিকেরা মুক্ত হয়েছেন—এটাই সবচেয়ে বড় কথা।’
উল্লেখ্য, মুক্তিপণ দেওয়ার এক মাস পর গত শনিবার গভীর রাতে মুক্ত হন কেএসআরএম গ্রুপের এসআর শিপিং কোম্পানির জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। তাঁরা এখন সংযুক্ত আরব আমিরাতের পথে। সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে মালিকপক্ষ।
আরও পড়ুন:
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে