নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন অভিযোগ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত অন্তর্বর্তী সরকার। তবে রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’ তখন সাংবাদিকেরা রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।’ ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে কি না, সে প্রশ্নে তিনি বলেন, ‘সেটা ভবিষ্যৎ বলতে পারবে।’
সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এমন বক্তব্য দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হলে সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যাচার ও শপথ ভঙ্গের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির স্ববিরোধী কথা বলার কোনো সুযোগ নেই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটা উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখা হবে।’
রাষ্ট্রপতির অপসারণ নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্ত হয়নি সে বিষয় কোন প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা অবান্তর।’
প্রেস উইংয়ের ওই সংবাদ সম্মেলনে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার দুই উপ-প্রেস সচিব।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন মেনে সার্চ কমিটি গঠনের কথা জানিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি আছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচন প্রক্রিয়ারই একটা অংশ সার্চ কমিটি। সংস্কার এবং সার্চ কমিটি দুটো প্রক্রিয়া আলাদা আলাদাভাবে চলছে।’
সার্চ কমিটির প্রসঙ্গ টেনে আজাদ মজুমদার বলেন, সার্চ কমিটি নিয়ে একটি আইন আছে। আইনে বলা হয়েছে, কারা কারা থাকবেন। যেহেতু আইনটি বলবৎ আছে। আইনের এখনো পরিবর্তন হয়নি। সার্চ কমিটি গঠন করতে হলে এই আইনটা অনুসরণ করেই করতে হবে। এই বাইরে অন্য কোনো বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলোর কাছে উপদেষ্টা পরিষদের সদস্যরা সার্চ কমিটির জন্য নাম প্রস্তাব করেছেন কি না জানতে চাইলে উপ-প্রেস সচিব বলেন, ‘সেটা ব্যক্তিগতভাবে নাম চাইতেই পারে। আইনে একটা নির্দিষ্ট প্রক্রিয়া বলা আছে। সেই পদ্ধতি অনুসরণ করেই সার্চ কমিটি গঠন হবে।’
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান কী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আজাদ মজুমদার বলেন, ‘যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সরকার অবশ্যই পর্যালোচনা করবে।’ দীর্ঘদিনের অপশাসনের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে জানিয়ে বলেন, ‘প্রত্যেকের যৌক্তিক দাবিদাওয়া সরকার শুনবে এবং নির্দিষ্ট একটি চ্যানেলের মাধ্যমে দাবিগুলো জানানোর জন্য। সরকার প্রত্যেকটা দাবির প্রতি সহানুভূতিশীল।’
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘মামলা করাটা গণতান্ত্রিক অধিকার। গণহারে মামলা আমরাও সাপোর্ট করছি না। মামলা করাটা আপনি কাউকে ঠেকাতে পারবেন না। যখন বাদী বলেছেন তাঁকে চিনেন না, তখন তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন অভিযোগ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত অন্তর্বর্তী সরকার। তবে রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’ তখন সাংবাদিকেরা রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।’ ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে কি না, সে প্রশ্নে তিনি বলেন, ‘সেটা ভবিষ্যৎ বলতে পারবে।’
সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এমন বক্তব্য দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হলে সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যাচার ও শপথ ভঙ্গের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির স্ববিরোধী কথা বলার কোনো সুযোগ নেই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটা উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখা হবে।’
রাষ্ট্রপতির অপসারণ নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্ত হয়নি সে বিষয় কোন প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা অবান্তর।’
প্রেস উইংয়ের ওই সংবাদ সম্মেলনে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার দুই উপ-প্রেস সচিব।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন মেনে সার্চ কমিটি গঠনের কথা জানিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি আছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচন প্রক্রিয়ারই একটা অংশ সার্চ কমিটি। সংস্কার এবং সার্চ কমিটি দুটো প্রক্রিয়া আলাদা আলাদাভাবে চলছে।’
সার্চ কমিটির প্রসঙ্গ টেনে আজাদ মজুমদার বলেন, সার্চ কমিটি নিয়ে একটি আইন আছে। আইনে বলা হয়েছে, কারা কারা থাকবেন। যেহেতু আইনটি বলবৎ আছে। আইনের এখনো পরিবর্তন হয়নি। সার্চ কমিটি গঠন করতে হলে এই আইনটা অনুসরণ করেই করতে হবে। এই বাইরে অন্য কোনো বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলোর কাছে উপদেষ্টা পরিষদের সদস্যরা সার্চ কমিটির জন্য নাম প্রস্তাব করেছেন কি না জানতে চাইলে উপ-প্রেস সচিব বলেন, ‘সেটা ব্যক্তিগতভাবে নাম চাইতেই পারে। আইনে একটা নির্দিষ্ট প্রক্রিয়া বলা আছে। সেই পদ্ধতি অনুসরণ করেই সার্চ কমিটি গঠন হবে।’
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান কী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আজাদ মজুমদার বলেন, ‘যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সরকার অবশ্যই পর্যালোচনা করবে।’ দীর্ঘদিনের অপশাসনের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে জানিয়ে বলেন, ‘প্রত্যেকের যৌক্তিক দাবিদাওয়া সরকার শুনবে এবং নির্দিষ্ট একটি চ্যানেলের মাধ্যমে দাবিগুলো জানানোর জন্য। সরকার প্রত্যেকটা দাবির প্রতি সহানুভূতিশীল।’
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘মামলা করাটা গণতান্ত্রিক অধিকার। গণহারে মামলা আমরাও সাপোর্ট করছি না। মামলা করাটা আপনি কাউকে ঠেকাতে পারবেন না। যখন বাদী বলেছেন তাঁকে চিনেন না, তখন তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।’
বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
১৭ মিনিট আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
১৮ মিনিট আগেদেশে গত ১৫ বছরে ৮২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। এসব বিদ্যুৎকেন্দ্র শুধু ক্যাপাসিটি চার্জই (কেন্দ্রভাড়া) নিয়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বিনা দরপত্রে কেন্দ্র দেওয়ায় বিদ্যুতের দামও পড়েছে বেশি। সেই বাড়তি দাম গিয়ে পড়েছে সাধারণ ভোক্তার কাঁধে।
১ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৯ ঘণ্টা আগে