ড. দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী
দেশের প্রধান দুই দলের (আওয়ামী লীগ ও বিএনপি) নেতৃত্বাধীন দুটি জোট রয়েছে। ওই দুই জোটের দিকে দৃষ্টি দিলেই দেশের রাজনৈতিক জোটের সংস্কৃতি পরিষ্কার হয়ে যায়। এসব জোটের আসলে কোনো শক্তি নেই।
সেখানে দু-একটি দল ছাড়া বাকিদের নাম-ডাক তেমন নেই। দলগুলোর নামও খুব একটা জানে না লোকজন। এমনকি জোটবদ্ধ দলগুলোর নেতারাও হয়তো একবারে সব দলের নাম বলতে পারবেন না। এমন দলের কতটাই-বা ভোট আছে? তারা কয়টা ভোট পায়?
যেখানে প্রকৃত অর্থে রাজনীতি ও গণতন্ত্রের চর্চা হয়, জনগণের কথা বলার সরকার হয়; সেখানে জোট হয় আদর্শ এবং কিছু কর্মসূচির ওপর। কিছু বিষয়ে জোটের শরিকেরা প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এভাবেই তারা জোট বাঁধে। আমাদের দেশে জোট বাঁধার সংস্কৃতিটা অন্য রকম। এখানে দেখা যায়, যে দলগুলোর ভোট তেমন নেই কিংবা ওয়ান ম্যান পার্টির মতো দলগুলো জোট বাঁধে। বড় দলের নামডাক আছে, সেই বিবেচনায় তারা তাদের সঙ্গে জোটবদ্ধ হয়।
এখানে জোট বাঁধার প্রধান চাওয়া থাকে নিজেদের আখের গোছানো। নির্বাচনে কিছু আসন ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিতে জোটবদ্ধ হয় দলগুলো। পরস্পরকে বোঝানো হয় এভাবে যে, আমার যে কয়টা ভোট আছে, আপনার কাজে লাগবে। উদ্দেশ্যটা হলো ক্ষমতায় যাওয়া এবং তারপর ভাগ-বাঁটোয়ারা করা। কেউ একজন সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারলেই হলো। দেশ-জনগণের কী হলো, সে নিয়ে চিন্তা নেই তাদের।
কিছু দল আছে, তারা শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে জোট বাঁধে। রাজনীতি বা জনমতের উন্নতির জন্য যে জোট বাঁধার কথা, তা আমাদের জোট রাজনীতির ক্ষেত্রে নেই বললেই চলে। জনগণ নিয়ে কোনো দল কাজ করে না। বড় দলগুলোও করে না। কীভাবে ক্ষমতায় যাওয়া যাবে, সেই চিন্তায় তারা বিভোর থাকে। ক্ষমতায় গেলে কীভাবে লুটপাট করা যায়, সেই নিয়ে ব্যস্ত থাকে। আমাদের দেশে জনগণের জন্য কোনো দল কাজ করে না। সব নিজেদের আখের গোছায়। যে আওয়ামী লীগকে পছন্দ করে না, সে বিএনপির সঙ্গে যায়। আবার যে বিএনপিকে পছন্দ করে না, সে যায় আওয়ামী লীগের সঙ্গে।
দেশের প্রধান দুই দলের (আওয়ামী লীগ ও বিএনপি) নেতৃত্বাধীন দুটি জোট রয়েছে। ওই দুই জোটের দিকে দৃষ্টি দিলেই দেশের রাজনৈতিক জোটের সংস্কৃতি পরিষ্কার হয়ে যায়। এসব জোটের আসলে কোনো শক্তি নেই।
সেখানে দু-একটি দল ছাড়া বাকিদের নাম-ডাক তেমন নেই। দলগুলোর নামও খুব একটা জানে না লোকজন। এমনকি জোটবদ্ধ দলগুলোর নেতারাও হয়তো একবারে সব দলের নাম বলতে পারবেন না। এমন দলের কতটাই-বা ভোট আছে? তারা কয়টা ভোট পায়?
যেখানে প্রকৃত অর্থে রাজনীতি ও গণতন্ত্রের চর্চা হয়, জনগণের কথা বলার সরকার হয়; সেখানে জোট হয় আদর্শ এবং কিছু কর্মসূচির ওপর। কিছু বিষয়ে জোটের শরিকেরা প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এভাবেই তারা জোট বাঁধে। আমাদের দেশে জোট বাঁধার সংস্কৃতিটা অন্য রকম। এখানে দেখা যায়, যে দলগুলোর ভোট তেমন নেই কিংবা ওয়ান ম্যান পার্টির মতো দলগুলো জোট বাঁধে। বড় দলের নামডাক আছে, সেই বিবেচনায় তারা তাদের সঙ্গে জোটবদ্ধ হয়।
এখানে জোট বাঁধার প্রধান চাওয়া থাকে নিজেদের আখের গোছানো। নির্বাচনে কিছু আসন ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিতে জোটবদ্ধ হয় দলগুলো। পরস্পরকে বোঝানো হয় এভাবে যে, আমার যে কয়টা ভোট আছে, আপনার কাজে লাগবে। উদ্দেশ্যটা হলো ক্ষমতায় যাওয়া এবং তারপর ভাগ-বাঁটোয়ারা করা। কেউ একজন সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারলেই হলো। দেশ-জনগণের কী হলো, সে নিয়ে চিন্তা নেই তাদের।
কিছু দল আছে, তারা শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে জোট বাঁধে। রাজনীতি বা জনমতের উন্নতির জন্য যে জোট বাঁধার কথা, তা আমাদের জোট রাজনীতির ক্ষেত্রে নেই বললেই চলে। জনগণ নিয়ে কোনো দল কাজ করে না। বড় দলগুলোও করে না। কীভাবে ক্ষমতায় যাওয়া যাবে, সেই চিন্তায় তারা বিভোর থাকে। ক্ষমতায় গেলে কীভাবে লুটপাট করা যায়, সেই নিয়ে ব্যস্ত থাকে। আমাদের দেশে জনগণের জন্য কোনো দল কাজ করে না। সব নিজেদের আখের গোছায়। যে আওয়ামী লীগকে পছন্দ করে না, সে বিএনপির সঙ্গে যায়। আবার যে বিএনপিকে পছন্দ করে না, সে যায় আওয়ামী লীগের সঙ্গে।
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৭ ঘণ্টা আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৮ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
১২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১৮ ঘণ্টা আগে