নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা সংক্রমণ বাড়ার কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছিল। কিন্তু চলমান এই বিধিনিষেধ শিথিল করে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে ট্রেনে যাত্রী পরিবহনের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া সব আন্তনগর ট্রেনে সব আসনেই যাত্রী নিতে দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে সকাল থেকে যাত্রীদের ভালোই চাপ লক্ষ করা গেছে। স্টেশনের কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় ছিল। ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করায় ট্রেনের টিকিটও শতভাগ বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ স্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ রেলের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শতভাগ যাত্রী পরিবহনের প্রথম দিনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। তবে স্টেশনের মধ্যে ঢোকার পরে কিছু যাত্রী মুখের মাস্ক খুলে ফেলছেন। আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেলেও কমিউটার-লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধির কিছুটা কমতি রয়েছে।
নতুন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে রংপুরগামী যাত্রী হোসেন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সব আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়ে রেল ভালো করেছে। অর্ধেক যাত্রী বহন করার কারণে আমরা অনেকেই টিকিট পেতাম না। ফলে বিভিন্ন জায়গায় ট্রেনে যেতে ইচ্ছা থাকলেও যাওয়া হতো না। বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশি স্বাচ্ছন্দ্যের। এখন সবাই টিকিট পাবে আসা করি।’
ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়া আরেক যাত্রী রাহুল শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘শতভাগ আর অর্ধেক যাত্রী যেটাই নেওয়া হোক, ট্রেনে টিকিটের সংকট সব সময়ই থাকে। সে ক্ষেত্রে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। মানুষ এখন ট্রেনে ভ্রমণ করতে চায়। তবে শতভাগ যাত্রী নেওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য অবশ্যই একটা ভালো বিষয়। বিভিন্ন সময়ে বাসের ভাড়া বাড়িয়ে দেয়, ট্রেনে অবশ্য কম ভাড়াতেই যাত্রীরা গন্তব্যে যেতে পারে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ভ্রমণ করার।’
এদিকে বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অনেকগুলো ট্রেন ছেড়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় বেশি লক্ষ করা গেছে প্রতিটি প্ল্যাটফর্মে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের সব আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শতভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আমরা যাত্রীদের সচেতন করছি এবং মাস্ক পরা নিশ্চিতের চেষ্টা করছি। ট্রেনে ভ্রমণে যাত্রীদেরও সচেতন হতে হবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে না, বন্ধ আছে স্ট্যান্ডিং টিকিট বিক্রি।’
লোকাল ট্রেনের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মাসুম সারওয়ার বলেন, ‘লোকাল কমিউটার ট্রেনগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চলে। স্বাস্থ্যবিধির সব নির্দেশনা তাদের দেওয়া আছে। সেটাই তারা মেনে চলছে।’
ট্রেনে শতভাগ যাত্রী পরিবহনের নির্দেশনায় বলা হয়েছে
কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। আন্তনগর ট্রেনসমূহের বিদ্যমান আসনসংখ্যার শতভাগ টিকিট দেওয়া হবে। ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মোবাইল অনলাইনে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।
করোনা সংক্রমণ বাড়ার কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছিল। কিন্তু চলমান এই বিধিনিষেধ শিথিল করে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে ট্রেনে যাত্রী পরিবহনের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া সব আন্তনগর ট্রেনে সব আসনেই যাত্রী নিতে দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে সকাল থেকে যাত্রীদের ভালোই চাপ লক্ষ করা গেছে। স্টেশনের কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় ছিল। ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করায় ট্রেনের টিকিটও শতভাগ বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ স্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ রেলের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শতভাগ যাত্রী পরিবহনের প্রথম দিনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। তবে স্টেশনের মধ্যে ঢোকার পরে কিছু যাত্রী মুখের মাস্ক খুলে ফেলছেন। আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেলেও কমিউটার-লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধির কিছুটা কমতি রয়েছে।
নতুন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে রংপুরগামী যাত্রী হোসেন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সব আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়ে রেল ভালো করেছে। অর্ধেক যাত্রী বহন করার কারণে আমরা অনেকেই টিকিট পেতাম না। ফলে বিভিন্ন জায়গায় ট্রেনে যেতে ইচ্ছা থাকলেও যাওয়া হতো না। বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশি স্বাচ্ছন্দ্যের। এখন সবাই টিকিট পাবে আসা করি।’
ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়া আরেক যাত্রী রাহুল শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘শতভাগ আর অর্ধেক যাত্রী যেটাই নেওয়া হোক, ট্রেনে টিকিটের সংকট সব সময়ই থাকে। সে ক্ষেত্রে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। মানুষ এখন ট্রেনে ভ্রমণ করতে চায়। তবে শতভাগ যাত্রী নেওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য অবশ্যই একটা ভালো বিষয়। বিভিন্ন সময়ে বাসের ভাড়া বাড়িয়ে দেয়, ট্রেনে অবশ্য কম ভাড়াতেই যাত্রীরা গন্তব্যে যেতে পারে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ভ্রমণ করার।’
এদিকে বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অনেকগুলো ট্রেন ছেড়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় বেশি লক্ষ করা গেছে প্রতিটি প্ল্যাটফর্মে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের সব আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শতভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আমরা যাত্রীদের সচেতন করছি এবং মাস্ক পরা নিশ্চিতের চেষ্টা করছি। ট্রেনে ভ্রমণে যাত্রীদেরও সচেতন হতে হবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে না, বন্ধ আছে স্ট্যান্ডিং টিকিট বিক্রি।’
লোকাল ট্রেনের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মাসুম সারওয়ার বলেন, ‘লোকাল কমিউটার ট্রেনগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চলে। স্বাস্থ্যবিধির সব নির্দেশনা তাদের দেওয়া আছে। সেটাই তারা মেনে চলছে।’
ট্রেনে শতভাগ যাত্রী পরিবহনের নির্দেশনায় বলা হয়েছে
কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। আন্তনগর ট্রেনসমূহের বিদ্যমান আসনসংখ্যার শতভাগ টিকিট দেওয়া হবে। ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মোবাইল অনলাইনে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৬ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৮ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৯ ঘণ্টা আগে