নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং উৎপাদনব্যবস্থা স্বাভাবিক রাখতে অফিস সময় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যাতে দিনের আলোটাকে কাজে লাগাতে পারি, সে জন্য অফিস সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এ নিয়ম চালু রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সারা বিশ্বই সংকটের মধ্যে পড়েছে।’ সংকট থেকে উত্তরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফরহাদ হোসেন বলেন, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই অফিসে যোগদান করেছেন। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্রাফিক জ্যাম যাতে এড়িয়ে চলা যায় সে জন্য এ ব্যবস্থা।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও যাতে অযথা একটি ফ্যান বা লাইট না জ্বলে থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যেখানে চারটি লাইট রয়েছে, যদি তিনটি বন্ধ করে কাজ চালানো যায়, সেটি করতে হবে। এই সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সারা দেশে বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হবে কি না—এ প্রসঙ্গে জানতে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চলমান রয়েছে।’
অফিস সময় কমে যাওয়ায় সেবা ব্যাহত হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত প্রতিটি অফিসেই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি রয়েছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ে সবাই কাজকর্ম সম্পন্ন করবেন বলে আশা করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং উৎপাদনব্যবস্থা স্বাভাবিক রাখতে অফিস সময় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যাতে দিনের আলোটাকে কাজে লাগাতে পারি, সে জন্য অফিস সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এ নিয়ম চালু রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সারা বিশ্বই সংকটের মধ্যে পড়েছে।’ সংকট থেকে উত্তরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফরহাদ হোসেন বলেন, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই অফিসে যোগদান করেছেন। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্রাফিক জ্যাম যাতে এড়িয়ে চলা যায় সে জন্য এ ব্যবস্থা।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও যাতে অযথা একটি ফ্যান বা লাইট না জ্বলে থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যেখানে চারটি লাইট রয়েছে, যদি তিনটি বন্ধ করে কাজ চালানো যায়, সেটি করতে হবে। এই সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সারা দেশে বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হবে কি না—এ প্রসঙ্গে জানতে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চলমান রয়েছে।’
অফিস সময় কমে যাওয়ায় সেবা ব্যাহত হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত প্রতিটি অফিসেই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি রয়েছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ে সবাই কাজকর্ম সম্পন্ন করবেন বলে আশা করেন তিনি।
মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ
৩৭ মিনিট আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
৮ ঘণ্টা আগে‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
১০ ঘণ্টা আগেব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
১১ ঘণ্টা আগে