নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গণপরিবহন চালু রেখে বর্ধিত লকডাউন আজ সোমবার থেকে শুরু হয়েছে। অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে কি না, তা পরিদর্শনে আজ সকালে কমলাপুর রেলস্টেশনে যান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে মাস্ক পরে ভ্রমণ করার আহ্বান জানান।
রেলমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, ‘শুধু অনলাইনেই ট্রেনের টিকিট পাওয়া যাবে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ট্রেনের অর্ধেক টিকিট ব্লক করা আছে। তাই অনলাইনে চাইলেও কেউ পাশাপাশি দুই সিটের টিকিট কিনতে পারবেন না। যাত্রীদের চলাচল নিরুৎসাহিত করতেই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’
অনলাইনে টিকিট কাটায় অনেকেই পারদর্শী নন, সে ক্ষেত্রে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অনলাইনের সঙ্গে অভ্যস্ত নন তাঁরা আস্তে আস্তে শিখে নেবেন। মানুষ তো বিকাশ, নগদ ব্যবহার করাও শিখেছে। ট্রেনের টিকিট কার্যক্রম ভবিষ্যতে পুরোটাই অনলাইনে করার চিন্তা রয়েছে আমাদের।’
বেসরকারি ব্যবস্থাপনায় চলা লোকাল ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়নি। কেউ যদি বেশি দাম রাখে, সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আজকে থেকে আমরা রেল যোগাযোগ চালু করেছি। রেলে যাত্রী বহনের ক্ষেত্রে সব স্বাস্থ্যবিধি মানা হবে। সারা দেশে ১০৮টি ট্রেন চলাচল করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা ৫৬টি ট্রেন চালু করেছি। টিকিট ছাড়া কেউ যেন প্ল্যাটফর্মে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ করা যাবে।’
রেলকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা–কর্মচারীদের উদ্বুদ্ধ করছি যেন তাঁরা এটাকে শুধু চাকরি হিসেবে না দেখেন। নিজ নিজ জায়গা থেকে সবাই যেন দায়িত্ব পালন করেন, সেদিকে আমরা নজর দিচ্ছি।’
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ রেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা: গণপরিবহন চালু রেখে বর্ধিত লকডাউন আজ সোমবার থেকে শুরু হয়েছে। অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে কি না, তা পরিদর্শনে আজ সকালে কমলাপুর রেলস্টেশনে যান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে মাস্ক পরে ভ্রমণ করার আহ্বান জানান।
রেলমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, ‘শুধু অনলাইনেই ট্রেনের টিকিট পাওয়া যাবে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ট্রেনের অর্ধেক টিকিট ব্লক করা আছে। তাই অনলাইনে চাইলেও কেউ পাশাপাশি দুই সিটের টিকিট কিনতে পারবেন না। যাত্রীদের চলাচল নিরুৎসাহিত করতেই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’
অনলাইনে টিকিট কাটায় অনেকেই পারদর্শী নন, সে ক্ষেত্রে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অনলাইনের সঙ্গে অভ্যস্ত নন তাঁরা আস্তে আস্তে শিখে নেবেন। মানুষ তো বিকাশ, নগদ ব্যবহার করাও শিখেছে। ট্রেনের টিকিট কার্যক্রম ভবিষ্যতে পুরোটাই অনলাইনে করার চিন্তা রয়েছে আমাদের।’
বেসরকারি ব্যবস্থাপনায় চলা লোকাল ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়নি। কেউ যদি বেশি দাম রাখে, সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আজকে থেকে আমরা রেল যোগাযোগ চালু করেছি। রেলে যাত্রী বহনের ক্ষেত্রে সব স্বাস্থ্যবিধি মানা হবে। সারা দেশে ১০৮টি ট্রেন চলাচল করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা ৫৬টি ট্রেন চালু করেছি। টিকিট ছাড়া কেউ যেন প্ল্যাটফর্মে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ করা যাবে।’
রেলকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা–কর্মচারীদের উদ্বুদ্ধ করছি যেন তাঁরা এটাকে শুধু চাকরি হিসেবে না দেখেন। নিজ নিজ জায়গা থেকে সবাই যেন দায়িত্ব পালন করেন, সেদিকে আমরা নজর দিচ্ছি।’
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ রেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৪২ মিনিট আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৭ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৯ ঘণ্টা আগে